দ্বিতীয় বর্ষে উঠলেও গণরুমেই দিন কাটাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা। কক্ষ বরাদ্দের দাবিতে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে হলের সামনের সড়ক অবরোধ করে অবস্থান নেন শিক্ষার্থীরা। রাত ৯টায়ও চলছিল অবরোধ।

অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘গণরুম নাকি জেল, প্রশাসনের নাকে তেল’, ‘হলে হলে বৈষম্য, চলবে না চলবে না’, ‘সিঙ্গেল বেডে দুইজন করে, থাকব না থাকব না’ ইত্যাদি স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, যত দ্রুত সম্ভব গণরুম থেকে সরিয়ে তাঁদের হলের নির্দিষ্ট কক্ষে আবাসনের ব্যবস্থা করতে হবে। দীর্ঘ দেড় বছর ধরে এক বেডে (শয্যা) দুজন করে থাকতে হচ্ছে। প্রশাসন যদি কক্ষ বরাদ্দে দেরি করে, অন্তত তখন পর্যন্ত এক বেডে একজন থাকার সুযোগ করে দিতে হবে।

সুলতানা রাজিয়া হলের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা দ্বিতীয় বর্ষের ১২৬ জন শিক্ষার্থী চারটি গণরুমে থাকি। সিঙ্গেল বেডেও দুজন করে গাদাগাদি করে থাকতে হয়। ১২৬ জনের জন্য মাত্র চারটি বাথরুম। দেড় বছর ধরে এই অমানবিক অবস্থায় আছি। আর পারছি না।’ আরেক শিক্ষার্থী বলেন, ‘হল প্রাধ্যক্ষের কাছে গিয়েছিলাম, তিনি ছাত্রবিষয়ক উপদেষ্টার কাছে পাঠালেন। উপদেষ্টা আবার জানালেন, তারও কিছু করার নেই। তাহলে আমরা যাব কোথায়? নিজেদের দাবি আদায় করতে আমরা এখন আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে জানার জন্য সুলতানা রাজিয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো.

রুহুল আমিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শহীদুল হক বলেন, ‘সুলতানা রাজিয়া হলের শিক্ষার্থীরা গণরুম সমস্যার বিষয়ে আমার সাথে আলোচনা করেছিল। আমি তাদের তখন বুঝিয়েছিলাম যে রাতারাতি এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। হলে খালি আসন না থাকলে তো তাঁদের আসন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে যাতে যত দ্রুত সম্ভব শিক্ষার্থীদের এই সমস্যার সমাধান করা যায়।’

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বর দ দ অবর ধ গণর ম

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ