কোচ বলেই দিলেন, ফাহামিদুলের এখন আর দলে ফেরার সুযোগ নেই
Published: 19th, March 2025 GMT
ফাহামিদুল ইসলামকে ভারত ম্যাচের দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে ফুটবল–সমর্থকদের বিক্ষোভ তখনো চলছে। এর মধ্যে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা সোজাসাপটা জানিয়ে দিলেন, এখন আর ফাহামিদুলকে ফেরানোর সুযোগ নেই।
যদিও গতকাল স্কোয়াড থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ার পর থেকে আন্দোলনে নামে আলট্রাসসহ বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী। তাদের দাবি, যেভাবে ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে, সেটা মোটেও যুক্তিযুক্ত নয়। কোচের এমন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররাও।
সবশেষ গত রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সে (ফাহামিদুল) প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।হাভিয়ের কাবরেরা, কোচ, বাংলাদেশএত কিছুর মাঝে আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফাহামিদুলের বিষয়ে প্রশ্ন করতেই কাবরেরা বলে দেন, ‘না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই।’ তবে ফাহামিদুলকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন এই স্প্যানিশ কোচ, ‘সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামেন বিক্ষোভ করেছেন কিছু ফুটবলপ্রেমি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ফ টবল র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।