‘নার্নিয়া’য় গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে আসছেন ড্যানিয়েল ক্রেগ
Published: 20th, March 2025 GMT
গেরউইগ সিএস লুইসের ক্লাসিক ফ্যান্টাসি উপন্যাসের মূল গল্প ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’র শুটিং শুরু হতে যাচ্ছে। এতে বিশ্বখ্যাত অভেনতা ড্যানিয়েল ক্রেগ গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে জানা গেছে। গ্রেটা গারউইগ পরিচালিত সিনেমা ‘বার্বি’র বিশাল সাফল্যের পর এটি তার পরিচালনার প্রথম প্রকল্প। সিএস লুইসের ফ্যান্টাসি উপন্যাস সিরিজের কমপক্ষে দুটি রূপান্তর করার জন্য নেটফ্লিক্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রথম সংযোজন।
১৯৫৫ সালে প্রকাশিত, দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ লুইসের সাত-উপন্যাস সিরিজের মধ্যে ষষ্ঠ। তবে কালানুক্রমিকভাবে এটি প্রথম। এটি বিখ্যাত ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’র গোড়ার গল্প হিসেবে বিবেচিত এবং আসলান সিংহের ‘নার্নিয়া’ সৃষ্টির ঘটনা বর্ণনা করে। ডিগরি এবং পলি দুই সন্তান উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। যেখানে ডিগরির চাচা অ্যান্ড্রুও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জল্পনা চলছে যে ক্রেগ অ্যান্ড্রু অথবা আসলানের চরিত্রে অভিনয় করবেন।
ডেডলাইন অনুসারে, ক্রেগকে সিনেমায় প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার জন্য অপেক্ষমান। নেটফ্লিক্স কোন উপন্যাসটি রূপান্তরিত হচ্ছে তা নিশ্চিত না করলেও, এটি ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’ বলে ধারণা করা হচ্ছে, যা ইন্টারনেট মুভি ডেটাবেসে এটি গারউইগের পরবর্তী কর্মযজ্ঞ হিসাবে তালিকাভুক্ত হয়েছে।
নেটফ্লিক্স ২০১৮ সালে নার্নিয়া সিরিজের চলচ্চিত্র এবং টিভি অভিযোজন তৈরির স্বত্ব কিনে নেয় এবং এটিই প্রথমবারের মতো সাতটি বইয়ের স্বত্ব একক কোম্পানির হাতে রয়েছে। লুইস নিজে বইগুলির স্ক্রিন স্বত্ব বিক্রি করেননি, তিনি বিশ্বাস করেন যে, বিশ্বাসযোগ্য মঞ্চায়ন করা সম্ভব নয়। তার সম্পত্তির পরে ওয়াল্ডেন মিডিয়ার সাথে একটি অধিকার চুক্তি হয় যা ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’, ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ এবং ‘দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডার’ মুক্তি পায়। তবে, ডন ট্রেডার বক্স অফিসে লড়াই করার পরে চুক্তিটি শেষ হয়ে হলে তার উত্তরাধিকারীরা অন্যত্র এটি প্রদানের পথ খুঁজতে শুরু করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপন য স
এছাড়াও পড়ুন:
পাল্টা শুল্ক কার্যকরে নতুন সময়সূচি ঘোষণা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সর্বশেষ নির্বাহী আদেশে বিভিন্ন দেশের ওপর আরোপিত নতুন শুল্কহার কার্যকর হওয়ার সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৭ আগস্ট থেকে তা কার্যকর হবে।
এর আগে ট্রাম্প ১ আগস্টের মধ্যে বাণিজ্যচুক্তি সম্পন্ন করার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তখন তিনি বলে দিয়েছিলেন, এ সময়ের মধ্যে চুক্তিতে না পৌঁছালে চড়া শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার নতুন নির্বাহী আদেশে ৭০টির বেশি দেশের ওপর নতুন পাল্টা শুল্কহার ঘোষণা করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেগুলো আগামী সাত দিনের মধ্যে কার্যকর হবে।
যেসব পণ্য ৭ আগস্টের মধ্যে জাহাজে তোলা হবে বা বর্তমানে যাত্রাপথে রয়েছে এবং সেগুলো যদি ৫ অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছে যায়, তবে সেগুলোর ক্ষেত্রে শুল্ক প্রযোজ্য হবে না।
অবশ্য কানাডার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত ৩৫ শতাংশ শুল্ক ১ আগস্ট অর্থাৎ আজ থেকেই কার্যকর হচ্ছে।
আরও পড়ুনকোন দেশে কত শুল্ক বসালেন ট্রাম্প৪ ঘণ্টা আগেউত্তর আমেরিকার এই দুই প্রতিবেশী দেশ একে অপরের অন্যতম বড় বাণিজ্য সহযোগী হলেও ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর দুই দেশের মধ্যে অস্বস্তিকর দ্বন্দ্ব তৈরি হয়।
কানাডা যেসব পণ্য রপ্তানি করে, তার প্রায় তিন-চতুর্থাংশই যায় যুক্তরাষ্ট্রে। ধাতব পদার্থ ও কাঠের পাশাপাশি কানাডা বিপুল পরিমাণে তেল, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, বিভিন্ন যন্ত্রপাতি, খাদ্যপণ্য এবং ওষুধ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে।
আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে যারা বাণিজ্য চুক্তি করেনি, তাদের জন্য অনেক দেরি হয়ে গেছে: ট্রাম্প১ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যেতে আগ্রহী। তবে তিনি সতর্ক করেছেন, নতুন ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার আগে আর কোনো চুক্তির সুযোগ নেই।