গেরউইগ সিএস লুইসের ক্লাসিক ফ্যান্টাসি উপন্যাসের মূল গল্প ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’র শুটিং শুরু হতে যাচ্ছে। এতে বিশ্বখ্যাত অভেনতা ড্যানিয়েল ক্রেগ গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যাবে বলে জানা গেছে। গ্রেটা গারউইগ পরিচালিত সিনেমা ‘বার্বি’র বিশাল সাফল্যের পর এটি তার পরিচালনার প্রথম প্রকল্প। সিএস লুইসের ফ্যান্টাসি উপন্যাস সিরিজের কমপক্ষে দুটি রূপান্তর করার জন্য নেটফ্লিক্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির প্রথম সংযোজন।
১৯৫৫ সালে প্রকাশিত, দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ লুইসের সাত-উপন্যাস সিরিজের মধ্যে ষষ্ঠ। তবে কালানুক্রমিকভাবে এটি প্রথম। এটি বিখ্যাত ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’র গোড়ার গল্প হিসেবে বিবেচিত এবং আসলান সিংহের ‘নার্নিয়া’ সৃষ্টির ঘটনা বর্ণনা করে। ডিগরি এবং পলি দুই সন্তান উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। যেখানে ডিগরির চাচা অ্যান্ড্রুও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জল্পনা চলছে যে ক্রেগ অ্যান্ড্রু অথবা আসলানের চরিত্রে অভিনয় করবেন।
ডেডলাইন অনুসারে, ক্রেগকে সিনেমায় প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখার প্রস্তাবনা দেওয়া হয়েছে। সিনেমাটি আগামী বছর মুক্তি পাওয়ার জন্য অপেক্ষমান। নেটফ্লিক্স কোন উপন্যাসটি রূপান্তরিত হচ্ছে তা নিশ্চিত না করলেও, এটি ‘দ্য ম্যাজিশিয়ান’স নেফিউ’ বলে ধারণা করা হচ্ছে, যা ইন্টারনেট মুভি ডেটাবেসে এটি গারউইগের পরবর্তী কর্মযজ্ঞ হিসাবে তালিকাভুক্ত হয়েছে।
নেটফ্লিক্স ২০১৮ সালে নার্নিয়া সিরিজের চলচ্চিত্র এবং টিভি অভিযোজন তৈরির স্বত্ব কিনে নেয় এবং এটিই প্রথমবারের মতো সাতটি বইয়ের স্বত্ব একক কোম্পানির হাতে রয়েছে। লুইস নিজে বইগুলির স্ক্রিন স্বত্ব বিক্রি করেননি, তিনি  বিশ্বাস করেন যে, বিশ্বাসযোগ্য মঞ্চায়ন করা সম্ভব নয়। তার সম্পত্তির পরে ওয়াল্ডেন মিডিয়ার সাথে একটি অধিকার চুক্তি হয় যা ২০০৫ থেকে ২০১০ সালের মধ্যে ‘দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ারড্রোব’, ‘প্রিন্স ক্যাস্পিয়ান’ এবং ‘দ্য ভয়েজ অফ দ্য ডন ট্রেডার’ মুক্তি পায়। তবে, ডন ট্রেডার বক্স অফিসে লড়াই করার পরে চুক্তিটি শেষ হয়ে হলে তার উত্তরাধিকারীরা অন্যত্র এটি প্রদানের পথ খুঁজতে শুরু করেন। 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উপন য স

এছাড়াও পড়ুন:

দলের প্রতি অনুগত থাকার অঙ্গীকার, জামায়াতে যোগ দি‌লেন মেজর (অব.) আ

বিএনপির সা‌বেক নেতা, সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলা‌দেশ জামায়াতে ইসলামী‌তে যোগদান ক‌রে‌ছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে দ‌লের কেন্দ্রীয় কার্যালয়ে আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে দলের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ ক‌রার মধ‌্য দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে তিনি জামায়া‌তে যোগ দেন। 

মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটির অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। 

দল‌টি‌তে যোগ‌ দি‌য়ে তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

ডা. শফিকুর রহমান এ সময় তাকে ফুল দি‌য়ে বরণ ক‌রেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে সংগঠনের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেজর (অব.) আক্তারুজ্জামান মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক। বিএন‌পিতে থাকা অবস্থায় দলটির বিরু‌দ্ধে মন্তব‌্য করাসহ নানা ‌বিত‌র্কিত কর্মকা‌ণ্ডের জন‌্য তিনি আলোচিত হন।  

বিএনপি থেকে দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ঢাকা/নঈমুদ্দীন// 

সম্পর্কিত নিবন্ধ