সামিট পাওয়ারের মুনাফা কমল ১০৭ কোটি টাকা
Published: 24th, March 2025 GMT
দেশের শীর্ষস্থানীয় বিদ্যুৎ কোম্পানি সামিট পাওয়ারের মুনাফা কমেছে। চলতি ২০২৪–২৫ অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই–ডিসেম্বরে কোম্পানিটির মুনাফা কমে ২০২ কোটি টাকায় নেমেছে। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানিটি মুনাফা করেছিল ৩০৯ কোটি টাকা। চার কারণে মুনাফা কমে গেছে বলে জানায় তারা।
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট পাওয়ার গতকাল রোববার তাদের চলতি অর্থবছরের অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের তথ্য প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে কোম্পানিটির মুনাফা কমার এই তথ্য পাওয়া গেছে। তার আগে গত শুক্রবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় চলতি আর্থিক বছরের প্রথম ছয় মাসের দুই প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয়। গতকাল স্টক এক্সচেঞ্জের মাধ্যমে তা বিনিয়োগকারীদের জানানো হয়েছে।
সামিট পাওয়ার জানায়, গত জুলাই–ডিসেম্বর ছয় মাসে তাদের শেয়ারপ্রতি আয় বা ইপিএস কমে হয়েছে ১ টাকা ৭ পয়সা। মুনাফা হয়েছে ২০২ কোটি টাকা। এর আগের ২০২৩ সালের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১ টাকা ৭১ পয়সা। তখন মুনাফা হয়েছিল ৩০৯ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে সামিটের মুনাফা ১০৭ কোটি টাকা বা ৩৫ শতাংশ কমেছে।
মুনাফা কমে যাওয়ার জন্য সামিট পাওয়ার চারটি প্রধান কারণ উল্লেখ করেছে। কারণগুলো হচ্ছে কোম্পানিটির একটি বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ কেনার চুক্তি সরকারের পক্ষ থেকে নবায়ন না করা; অপর একটি বিদ্যুৎকেন্দ্র আংশিক সচল থাকলেও চাহিদা না থাকায় বিক্রি নেই; বিদ্যুৎ নেই, বিলও নেই ভিত্তিতে তিনটি বিদ্যুৎকেন্দ্র পরিচালিত হওয়া এবং চুক্তির মেয়াদ শেষ হওয়ায় কিছু বিদ্যুৎকেন্দ্র করের আওতায় আসায় কর বাবদ খরচ বেড়েছে। এসব কারণে কোম্পানিটির আয় কমেছে। আয় কমে যাওয়ায় মুনাফায়ও সে ধাক্কা লেগেছে।
গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বেসরকারি বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তির মেয়াদ শেষে চুক্তি নবায়ন করা হচ্ছে না। এ কারণে সামিটসহ শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের একাধিক কোম্পানির চুক্তিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এদিকে গতকাল সামিটের পক্ষ থেকে আলাদা এক তথ্যে জানানো হয়েছে, কোম্পানিটির তিনটি বিদ্যুকেন্দ্রের চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। এই তিন বিদ্যুৎকেন্দ্র হচ্ছে ৩৩ মেগাওয়াট করে মোট ৬৬ মেগাওয়াট উৎপাদনক্ষমতার রূপগঞ্জ ও মাওনা বিদ্যুকেন্দ্র এবং ১১ মেগাওয়াট উৎপাদনক্ষমতার উল্লাপাড়া বিদ্যুকেন্দ্র। চুক্তি নবায়ন না হওয়ায় ১ এপ্রিল থেকে এসব বিদ্যুকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
সামিটের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই–ডিসেম্বরে কোম্পানিটি আয় করেছে ২ হাজার ৪৪৬ কোটি টাকা। ২০২৩ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ২১০ কোটি টাকা। সেই হিসাবে ২০২৩ সালের চেয়ে ২০২৪ সালে কোম্পানিটির আয় বেড়েছে। তবে আয় যতটা বেড়েছে, সে তুলনায় খরচ বেশি বেড়েছে। ফলে মুনাফা কমেছে।
এদিকে মুনাফা কমার খবরে গতকাল রোববার শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারেরও দরপতন ঘটেছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারের দাম ৮০ পয়সা বা ৫ শতাংশ কমে হয়েছে ১৪ টাকা ৯০ পয়সা। আর হাতবদল হয়েছে সোয়া কোটি টাকার সমমূল্যের শেয়ার।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ য় রব জ র আর থ ক গতক ল বছর র
এছাড়াও পড়ুন:
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে শুরু হচ্ছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১৩ নভেম্বর থেকে। গত রোববার (১৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
ভর্তির জন্য আবেদন করতে পারবেন যেসব শিক্ষার্থী
২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি বা সমমান এবং ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ভর্তির জন্য। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) ও ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের ক্ষেত্রে নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে বা ই–মেইলে আবেদন করতে হবে শিক্ষার্থীদের।
যেসব শিক্ষার্থী গত দুই শিক্ষাবর্ষে (২০২২-২৩ ও ২০২৩-২৪) স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পেয়েছেন, তাঁরা এই শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। তবে পূর্ববর্তী ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করতে পারবেন। একই সঙ্গে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তাঁর উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল হবে।
আবেদন ফি ৪০০ টাকা
ভর্তি ফি হিসেবে প্রাথমিক আবেদন ফি ৪০০ টাকা, যার মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ ২৫০ টাকা এবং কলেজের অংশ ১৫০ টাকা। ভর্তি নিশ্চিত হওয়ার পর রেজিস্ট্রেশন ফি ৭২০ টাকা জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর তথ্য যাচাই করে অনলাইনে নিশ্চয়ন করবে। তবে নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। আবেদন ফি ১৯ অক্টোবরের মধ্য জমা দিতে হবে।
আরও পড়ুনবাংলাদেশ বিমানে ইন্টার্নশিপ, দৈনিক হাজিরায় সম্মানী ৬০০ টাকা৪ ঘণ্টা আগেআবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে কোর্সভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। একই মেধা নম্বরপ্রাপ্ত হলে এসএসসি ও এইচএসসির জিপিএ (৪০: ৬০ অনুপাতে) এবং প্রয়োজনে মোট নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এরপরও সমতা থাকলে বয়স কম শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। ভর্তি কার্যক্রম ধাপে ধাপে প্রথম মেধাতালিকা, দ্বিতীয় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবারও তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকবে না।
বিস্তারিত দেখুন এখানে
আরও পড়ুনবিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, সুযোগ পাবেন ৪৮ জেলার যুবরা১১ সেপ্টেম্বর ২০২৫আরও পড়ুন১২ দিনের ছুটিতে যাচ্ছে সরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো১৪ সেপ্টেম্বর ২০২৫