নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক পরিবারকে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

ইসলামী যুব আন্দোলনের নেতারা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে তারা এই উদ্যোগ নিয়ে থাকেন।

তাদের বিশ্বাস, এ ধরনের সহায়তা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তারা।

ঈদ সামগ্রীর প্যাকেটে ছিল সেমাই, চিনি, তেল, আলু ও পেঁয়াজ, যা অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁ যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মনির হোসেন, সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এছাড়া বৈদ্যেরবাজার ইউনিয়নের সহ-সভাপতি মুহাম্মদ কামাল হোসেন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাইদুল, বারদি ইউনিয়নের সভাপতি মুহাম্মদ হযরত আলী, জামপুর ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আরিফ এবং সাদিপুর ইউনিয়নের সভাপতি মাওলানা গোলজার হোসেন উপস্থিত ছিলেন।

সোনারগাঁ যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ মনির হোসেন বলেন, আমরা চাই, সমাজের প্রতিটি অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হন। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যেন তাদের মুখে একটু হাসি ফোটাতে পারে, এটাই আমাদের বড় প্রাপ্তি।

সহ-সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদ বলেন, ইসলামী যুব আন্দোলন সবসময় সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ ইফত র ম হ ম মদ ম স ন রগ ইসল ম

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ