প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা কিশোরগঞ্জ। প্রতিবছর ঈদের ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা এখানে ছুটে আসেন। তবে, এবারের দৃশ্যপট ভিন্ন। শুকনো মৌসুম হওয়ায় জেলার হাওরগুলোতে পানি নেই। তবু, অলওয়েদার সড়কজুড়ে ঈদের দিন থেকে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

ঢাকা থেকে বেড়াতে আসা সানজিদা সামান্তা নামের এক পর্যটক বলেন, ‘‘অনেকদিন ধরেই হাওর দেখার ইচ্ছে ছিল। তাই এবার ছুটি পেয়েই চলে এসেছি। কিন্তু, এসে দেখি হাওরে পানি নেই। তবে, আশপাশের প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর।’’

বুধবার (২ এপ্রিল) সরেজমিনে অলওয়েদার সড়কে গিয়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এদের কেউ কেউ ঘোড়ার পিঠে, কেউ বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে; কেউবা পিকআপে চড়ে ঘুরে বেড়াচ্ছেন।

আরো পড়ুন:

হাওরে কাঁচা মরিচ চাষে লোকসানের মুখে চাষিরা

উপদেষ্টা ফরিদা আখতার
হাওর পাড়ের জমিতে কীটনাশকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে হবে

স্থানীয়রা জানান, সাধারণত বছরের ছয় মাস হাওরে পানি থাকে। সেই সময় পর্যটকের ভিড় লেগেই থাকে। তবে, এবার ঈদ উপলক্ষে শুকনো মৌসুমেও দর্শনার্থীদের ভিড় দেখা গেছে।

ঢাকা/রুমন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ ওর ভ রমণ

এছাড়াও পড়ুন:

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিলোমিটারজুটে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমশার থেকে দাউদকান্দি পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটারজুড়ে যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকেরা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান উল্টে যাওয়ায় আজ বৃহস্পতিবার ভোর থেকে এ যানজট দেখা দেয়। 

হাইওয়ে পুলিশ  জানায়, বৃহস্পতিবার ভোরে মহাসড়কে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা এলাকায় একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ফেনী থেকে রেকার এনে কাভার্ড ভ্যানটি উদ্ধারের কাজ শুরু করে পুলিশ। 

সকাল সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যানজট দেখা গেছে। 

ঢাকাগামী রয়েল পরিবহনের চালক রমিজ উদ্দিন বলেন, সকাল সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে রওয়ানা করে বুড়িচংয়ের নিমশার বাজারে যানজটে এক ঘণ্টা বসে থাকতে হয়েছে। ৫ মিনিট গাড়ি চললে ২০ মিনিট বসে থাকতে হয়। এভাবে ১০টা ৪০ মিনিটে চান্দিনায় পৌঁছেছি। এ সময়ে ঢাকার কাছাকাছি থাকার কথা ছিল। 

নিমশার বাজারে আটকে থাকা প্রাইভেট কারের যাত্রী তৌহিদুল ইসলাম বলেন, ভোর থেকে যানজট অথচ সড়কে হাইওয়ে পুলিশ দেখছি না। 

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মহাসড়কের নূরীতলা এলাকায় উল্টে কাভার্ড ভ্যানটি আড়াআড়িভাবে পড়ে ছিল। পরে ঢাকামুখী লেনের বেশ কিছু গাড়ি উল্টো পথে ঢোকায় যানজটের সৃষ্টি হয়েছে। ফেনী থেকে ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। 

হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম সমকালকে বলেন, দুর্ঘটনার কারণেই যানজট দেখা দিয়েছে। দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হচ্ছে।

সম্পর্কিত নিবন্ধ