যশোরের অভয়নগরের ঈদমেলায় ফুচকা খেয়ে ২৩৫ জনের অসুস্থতার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলায় গতকাল বুধবার রাতে মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে ফুচকা দোকানি মনির হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গতকাল সন্ধ্যায় অভয়নগর থানায় নিরাপদ খাদ্য আইনসহ কয়েকটি ধারায় মামলা করেন তানজিম হোসাইন নামের এক ভুক্তভোগী। এতে মনিরকে একমাত্র আসামি করা হয়েছে।

আরও পড়ুনযশোরে ঈদমেলায় ফুচকা খেয়ে ১০০ নারী-পুরুষ ও শিশু হাসপাতালে০১ এপ্রিল ২০২৫

বিষয়টি নিশ্চিত অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলিম জানান, ফুচকা খেয়ে অসুস্থ হয়ে পড়া তানজিম হোসাইন গতকাল দোকানি মনিরের বিরুদ্ধে থানায় মামলা করেন। এরপর গতকাল রাতেই গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়ার কথা আছে।

গত সোমবার ঈদের দিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার দেয়াপাড়া গ্রামের দক্ষিণ দেয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুচকা খেয়ে প্রায় আড়াই শ মানুষ অসুস্থ হয়ে পড়েন। অধিকাংশের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা, খিঁচুনি ও জ্বর দেখা দেয়। তাঁদের মধ্যে অন্তত ২৩৫ জন হাসপাতালে চিকিৎসা নেন। গুরুতর অসুস্থতার জন্য ১৪ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর বাকিদের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসব রোগীর সবাই বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকেরা।

আরও পড়ুনযশোরে মেলায় ফুচকা খেয়ে অসুস্থ আরও ১১৮ জন, সব মিলিয়ে হাসপাতালে ২১৩২২ ঘণ্টা আগে

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীমুর রাজিব আজ বেলা সাড়ে ১১টার দিকে বলেন, অবস্থার উন্নতি হওয়ায় ওই ঘটনায় অসুস্থ ১৪৮ জনকে চিকিৎসাপত্র দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। আর ৭৩ জন রোগী ভর্তি আছেন। তাঁদের অবস্থাও উন্নতির দিকে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল গতক ল

এছাড়াও পড়ুন:

বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ হস্তান্তর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে নিহত শান্ত (২০) নামে এক বাংলাদেশি যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ।

শনিবার (১৩‌ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার জামালপুর সীমান্ত পিলার ১৫২/৭ এস মেইন পিলারের নিকট কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের নিউ উদয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা লাশ হস্তান্তর করেন।

শান্ত উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের শিপন আলীর ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর রাতে শান্ত ১০-১২ জন সহযোগী নিয়ে জামালপুর সীমান্ত দিয়ে ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় ভারতের নিউ উদয় বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা গুলি ছুঁড়লে শান্ত গুলিবিদ্ধ হন। পালিয়ে যান সঙ্গে থাকা সদস্যরা। আহতাবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নিয়ে যায় বিএসএফ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে দুই দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে শনিবার বিকেলে তার লাশ হস্তান্তর করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) মো. জাকিরুল ইসলাম বলেন, ‘‘শনিবার সন্ধ্যায় বিএসএফের পক্ষ থেকে শান্তর লাশ হস্তান্তর করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত নিবন্ধ