ঈদের আনন্দ উদযাপনকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করতে থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে যুক্ত হয়েছে নতুন তিনটি রাইড।

ঢাকার আশুলিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে যুক্ত হওয়া তিনটি রাইড হলো, ড্রপ অ্যান্ড টুইস্ট, মিনি জেট-৬ ও মিনি টপ স্পিন।

ফ্যান্টাসি কিংডমের হেড হেড অব মিডিয়া অ্যান্ড পি আর এম.

মাহফুজুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের উৎসবকে আরো আনন্দময় করে তুলতে ফ্যান্টাসি কিংডমের এই উদ্যোগ।

আরো পড়ুন:

ঈদের ঢাকা: মিরপুরে জাতীয় চিড়িখানায় উৎসবের আমেজ

সন্তানের কাছে তার বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস

তিনি বলেছেন, ড্রপ অ্যান্ড টুইস্ট রাইডটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর রাইড, যা পার্কের অন্যান্য রাইডগুলোর সঙ্গে তুলনা করলে এটি একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে ঘুরতে আসা মানুষকে। রাইডটি পার্কে আসা সব বয়সি মানুষের জন্য উন্মুক্ত।

বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যান্টাসি কিংডমের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার মনে করেন, রাইড তিনটি পার্কে আসা বিনোদনপ্রেমীদের ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবে।

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো  সুস্থ ও নিরাপদ বিনোদন সেবা দেওয়া।”

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে পার্কের আসা বিনোদনপ্রেমীদের জন্য বিশেষ  অফার দেওয়া হয়েছে ,যেখানে খুব সাশ্রয়ী মূল্যে পার্কের সুযোগ-সুবিধা নিতে পারছেন সবাই। ঈদ উপলক্ষে প্রতিদিনই থাকছে ডিজে শো, ডান্স শো, অ্যাক্রোবেট শো ও আকর্ষণীয় রফেল ড্র।

নতুন তিন রাইডের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন অবসরপ্রাপ্ত মেজর রাফি আহমেদ, হেড অফ মিডিয়া অ্যান্ড পিআর মাহফুজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) উজ্জ্বল কুমার বসাক, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) মোঃ হানিফ উপস্থিত ছিলেন।

ঢাকা/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ঈদ

এছাড়াও পড়ুন:

জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

জুলাই পুনর্জাগরণ-২০২৫ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) সকালে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন।

নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলাম'র সঞ্চালনায় সভায় হাসপাতালের চিকিৎসক,  সেবিকা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। 

সভা শেষে অত্র হাসপাতালের প্যাথলজি বিভাগে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান, জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল হক, এমটি প্যাথলজি শামীম আল মামুন ও সিনিয়র স্টাফ নার্স মাসুমা প্রমূখ।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাবি উপাচার্যের চেয়ার টেনে পদ্মায় ফেলার আহ্বান ছাত্রদল সভাপতির
  • জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
  • গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ঢাবি শিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি
  • ২৯ জুলাই-৮ আগস্ট ‘ফ্যাসিবাদী শক্তির’ নৈরাজ্যের আশঙ্কায় এসবির সতর্কতা
  • ২৯ জুলাই থেকে ৮ আগস্ট সময়কালে ফ্যাসিবাদী শক্তি নৈরাজ্য সৃষ্টি করতে পারে, এসবির প্রতিবেদন
  • জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি
  • দেশে ১৫ লাখ পরিবারে হেপাটাইটিস, রয়েছে এই রোগ প্রতিরোধে সচেতনতার ঘাটতি