ফ্যান্টাসি কিংডমে নতুন ৩ রাইড, বিনোদনে বাড়তি সংযোজন
Published: 3rd, April 2025 GMT
ঈদের আনন্দ উদযাপনকে আরো আকর্ষণীয় ও উপভোগ্য করতে থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে যুক্ত হয়েছে নতুন তিনটি রাইড।
ঢাকার আশুলিয়ায় দেশের অন্যতম জনপ্রিয় থিম পার্ক ফ্যান্টাসি কিংডমে যুক্ত হওয়া তিনটি রাইড হলো, ড্রপ অ্যান্ড টুইস্ট, মিনি জেট-৬ ও মিনি টপ স্পিন।
ফ্যান্টাসি কিংডমের হেড হেড অব মিডিয়া অ্যান্ড পি আর এম.
আরো পড়ুন:
ঈদের ঢাকা: মিরপুরে জাতীয় চিড়িখানায় উৎসবের আমেজ
সন্তানের কাছে তার বাবা সেলিব্রিটি না: অপু বিশ্বাস
তিনি বলেছেন, ড্রপ অ্যান্ড টুইস্ট রাইডটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর রাইড, যা পার্কের অন্যান্য রাইডগুলোর সঙ্গে তুলনা করলে এটি একটি নতুন অভিজ্ঞতা উপহার দেবে ঘুরতে আসা মানুষকে। রাইডটি পার্কে আসা সব বয়সি মানুষের জন্য উন্মুক্ত।
বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফ্যান্টাসি কিংডমের প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার মনে করেন, রাইড তিনটি পার্কে আসা বিনোদনপ্রেমীদের ঈদ উদযাপনকে আরো আনন্দময় করে তুলবে।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সুস্থ ও নিরাপদ বিনোদন সেবা দেওয়া।”
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ঈদ উপলক্ষে পার্কের আসা বিনোদনপ্রেমীদের জন্য বিশেষ অফার দেওয়া হয়েছে ,যেখানে খুব সাশ্রয়ী মূল্যে পার্কের সুযোগ-সুবিধা নিতে পারছেন সবাই। ঈদ উপলক্ষে প্রতিদিনই থাকছে ডিজে শো, ডান্স শো, অ্যাক্রোবেট শো ও আকর্ষণীয় রফেল ড্র।
নতুন তিন রাইডের উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্কের ডেপুটি জেনারেল ম্যানেজার অপারেশন অবসরপ্রাপ্ত মেজর রাফি আহমেদ, হেড অফ মিডিয়া অ্যান্ড পিআর মাহফুজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) উজ্জ্বল কুমার বসাক, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ এনামুল ইসলাম, সহকারী মহাব্যবস্থাপক (টেকনিক্যাল) মোঃ হানিফ উপস্থিত ছিলেন।
ঢাকা/রাসেল
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের মাধ্যমে আত্মনির্ভরশীল দেশ গড়া সম্ভব
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। আমি বিশ্বাস করি, কৃষি, মৎস্য, পশুপালন, সঞ্চয় ও ঋণদান এবং কুটিরশিল্প প্রভৃতি ক্ষেত্রে সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
আরো পড়ুন:
মানবাধিকার কমিশনকে শক্তিশালী ও কার্যকর করতে নতুন অধ্যাদেশ অনুমোদন
নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা হবে: প্রধান উপদেষ্টা
শনিবার (১ নভেম্বর) ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারো ১ নভেম্বর, ২০২৫ যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী ‘৫৪তম জাতীয় সমবায় দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”
তিনি বলেন, “দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যেকোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য। সমবায়ের অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে এ কাজ আমরা অনায়াসে করতে পারি। সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।”
প্রধান উপদেষ্টা বলেন, “দেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই। অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায়। এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম।”
তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন, সমবায়ের চেতনাকে ধারণ করে সাম্য ও সমতায় আমরা সকলে মিলে গড়ে তুলি নতুন বাংলাদেশ।”
প্রধান উপদেষ্টা ‘৫৪তম জাতীয় সমবায় দিবস, ২০২৫’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন। খবর বাসসের।
ঢাকা/সাইফ