১৪ মিনিটের ঝড়ে লন্ডভন্ড লিভারপুল, ২৬ ম্যাচ পর হারল প্রিমিয়ার লিগে
Published: 6th, April 2025 GMT
প্রিমিয়ার লিগে হারতে কেমন লাগে ভুলতে বসেছিল লিভারপুল। আজ লন্ডনে ফুলহাম সেই স্বাদ উপহার দিল লিগের পয়েন্ট তালিকার শীর্ষ দলটিকে। ঘরের মাঠে ১৪ মিনিটের এক ঝড়ে লিভারপুলকে লন্ডভন্ড করা ফুলহাম জিতেছে ৩-১ গোলে। ২৬ ম্যাচ পর প্রথম হারের স্বাদ পেলেও এখনো লিভারপুল নিকট প্রতিদ্বন্দ্বী আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে আছে।
ব্যবধানটা ১৪ পয়েন্ট করে নেওয়ার সুযোগ হারানো লিভারপুল আজ ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল। ১৪ মিনিটে অ্যালিস্টার ম্যাক অ্যালিস্টার এগিয়ে দেন লিভারপুলকে। এরপর অবশ্য লিভারপুলের রক্ষণভাগের দুর্বলতা সুযোগ নিয়ে ঝড় বইয়ে দেয় ফুলহাম। ২৩ থেকে ৩৭—এই ১৪ মিনিটে গোল করে ফুলহামকে ৩-১ গোলে এগিয়ে দেন রায়ান সেসেগনন, অ্যালেক্স আইওবি ও রদ্রিগো মুনিজ।
এরপর লিভারপুল ফিরে আসার প্রবল চেষ্টা করেও মাত্র একটি গোলই শোধ করতে পারে। ৭২ মিনিটে লুইস দিয়াজ ব্যবধানটা ৩-২ করার পর ফুলহামের রক্ষণে গিয়েই বারবার খেই হারিয়ে হারের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে লিভারপুল।
সাত ম্যাচ হাতে রেখে আর্সেনালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে, এই তথ্যটাই শুধু লিভারপুলের জন্য ইতিবাচক খবর এই সময়ে। মৌসুমের শুরুতে দুর্দান্ত খেলা দলটি মৌসুমের শেষ ভাগে ফর্ম হারিয়ে ফেলা দলটি যে শুধু বাজে খবর উপহার দিচ্ছে সমর্থকদের। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে পিএসজির কাছে হেরে বিদায়। লিগ কাপের ফাইনালে নিউক্যাসলের কাছে হার। লিভারপুলের কী হলো কী জানে!
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ১৪ ম ন ট
এছাড়াও পড়ুন:
যাত্রাবাড়ীতে বিদ্যুৎমিস্ত্রিকে পিটিয়ে হত্যা
রাজধানীতে হাত ও পা বেঁধে রড দিয়ে পিটিয়ে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে যাত্রাবাড়ীর কাউন্সিল শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির একটি কারখানায় এ ঘটনা ঘটে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিদ্যুৎমিস্ত্রি ছিলেন আনোয়ার হোসেন। তাঁর কর্মস্থল ছিল পুরান ঢাকার সদরঘাটে। পারিবারিক সূত্র জানায়, আনোয়ার হোসেন স্ত্রী ও দুই মেয়ে নিয়ে রাজধানীর মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় থাকতেন।
আনোয়ারের ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে আনোয়ার বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হন। পরে খবর পান, তাঁর ভাইকে কাউন্সিল উত্তর শরিফ পাড়ায় বাসের অবকাঠামো তৈরির গ্যারেজে নিয়ে হাত–পা বেঁধে রাখা হয়েছে। এরপর সেখানে গিয়ে আনোয়ারের হাত–পা বাঁধা ও রক্তাক্ত মুমূর্ষু অবস্থায় দেখতে পান তাঁর মা।
লোহার রড দিয়ে পেটানো হয়েছে বলে মৃত্যুর আগের তাঁর মাকে জানিয়েছিলেন আনোয়ার। তাঁর ভাই এ কথা জানিয়ে বলেন, এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলেই আনোয়ারের মৃত্যু হয়। এরপর যাত্রাবাড়ীর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়।
গতকাল সন্ধ্যায় যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ভোরে সঙ্গী সুমনকে নিয়ে আনোয়ার বাসের কাঠামো তৈরির কারখানায় চুরি করতে যান। এ সময় সেখানে থাকা লোকজন তাঁকে পিটিয়ে হত্যা করে। তাঁর সঙ্গী সুমন পালিয়ে যান।