আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন: ওমর সানী
Published: 7th, April 2025 GMT
ফিলিস্তিনের ওপর দখলদার ইসরায়েলের বর্বরতা সীমা ছাড়িয়েছে। নির্বিচারে হামলা চালানো হচ্ছে দেশটির অবরুদ্ধ গাজা শহরের ওপর। সারি সারি লাশ, আহতদের চিৎকারে ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। গাজার এমন পরিস্থিতি দেখে হতবাক বিশ্ববাসী।
বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। দেশের শোবিজ তারকারাও এ বিষয়ে প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়ায় তারা মানবতাবিরোধী এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানাচ্ছেন।
ঢালিউড অভিনেতা ওমর সানী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাওয়া প্রকাশ করেছেন। ওমর সানী তার নিজের ফেসবুকে তিনি লিখেছেন, “হে আল্লাহ, আপনার সাহায্যের ভীষণ প্রয়োজন আবার আবাবিল পাখি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।”
আরো পড়ুন:
‘ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা এড়াতে পারব?’
বরবাদ নিয়ে স্রেফ ভুল বোঝাবুঝি হয়েছিল: ডিওপি শৈলেশ
চিত্রনায়ক ইমন লিখেছেন, “গাজা আজই শেষ হয়ে যাবে না। যতদিন এই দুনিয়া থাকবে, ততদিন গাজা এবং ফিলিস্তিনও থাকবে। কারণ এটি আল্লাহ্র কোরআনিক ওয়াদা এবং রাসূলের (স.
তা ছাড়াও দেশের শীর্ষ তারকারা নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন।
ঢাকা/রাহাত/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি
চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।