কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলার ঘটনায় মামলা
Published: 9th, April 2025 GMT
খুলনায় কেএফসি, ডোমিনোজ ও বাটার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে দায়ের হওয়া এসব মামলায় অজ্ঞাত প্রায় ২ হাজার ৯০০ জনকে আসামি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘বাটার শোরুমের ভাঙচুর ও লুটপাটের অভিযোগে ম্যানেজার তৌহিদুল ইসলামের দায়ের করা মামলায় ১২০০-১৩০০ জন, কেএফসি ম্যানেজার সুজন মন্ডলের মামলায় ৭০০-৮০০ জন এবং ডোমিনোজ পিৎজার ম্যানেজার শামসুল আলমের দায়ের করা মামলায় আরো ৭০০-৮০০ জনকে আসামি করা হয়েছে। পৃথক মামলার এজাহারে বাদী তাদের নিজ প্রতিষ্ঠান ভাঙচুর, সম্পদ ও অর্থ লুটপাটের কথা উল্লেখ করেছেন।’’
তিনি আরো বলেন, ‘‘সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে অন্য ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এছাড়া, সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে আটক ৩১ জনকে পৃথক তিন মামলায় গ্রেপ্তার দেখানো হবে।’’
আরো পড়ুন:
স্কুলছাত্রীর ছবি ও ভিডিও ধারণ, আদালতে মামলা
কক্সবাজারে রেস্টুরেন্টে হামলার ঘটনায় মামলা, আসামি ৩০০
উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে একদল সুযোগসন্ধানী মানুষ কেএফসি, বাটা ও ডমিনোজ পিৎজার শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাট করে।
ঢাকা/নূরুজ্জামান/রাজীব
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ল টপ ট ক এফস
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।