যশোরে গৃহবধূকে হত্যা, স্বামী-সতিন পলাতক
Published: 9th, April 2025 GMT
যশোরের চৌগাছায় রিক্তা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢেঁকিপোতা গ্রাম থেকে তার লাশ উদ্ধার হয়। ঘটনার পর থেকে নিহতের স্বামী-সতিন ও সৎ ছেলে পালাতক।
নিহত রিক্তা বেগম ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলীর দ্বিতীয় স্ত্রী।
আরো পড়ুন:
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
মহেশখালীতে জমি নিয়ে বিরোধে গুলি, নিহত ১
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ছয় মাস আগে কৃষক রোকন আলীর সঙ্গে প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতিনের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও রোকন আলীর ছেলে বরকত বিয়ে মেনে নিতে পারেনি।
আজ সকালে রোকন আলী ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে যান। এসময় রিক্তা বাড়িতে ছিলেন। এলাকাবাসী বরকতকে রক্তমাখা অবস্থায় পালিয়ে যেতে দেখেন। এলাকাবাসী দ্রুত রোকন আলীর বাড়িতে গিয়ে রিক্তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে নিহতের স্বামী রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক। পুলিশ তাদের আটকের জন্য কাজ করেছে।
ঢাকা/রিটন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য অভ য গ
এছাড়াও পড়ুন:
আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে লিফলেট বিতরণ করেন মো. বরকতুল্লাহ
সোমবার সকাল ১০ টা থেকে নারায়নগঞ্জের রিভার ভিউ, ফারাজানা টাওয়ার, হাবিব কমপ্লেক্স, বাস ষ্ট্যান্ড, রেল স্টেশনে স্থানীয় নেতাদের নিয়ে ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বরকতুল্লাহ, যুবদল নেতা মো.আসলাম মিয়া, হাজী আরিফ, মো. শহীদ এর নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুলের পক্ষে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং সালাম পৌঁছে দেন।
এসময় মার্কেট ব্যবসায়ীগণ বলেন, বাবুল ভাই সৎ লোক ভালো লোক, একজন ভালো ব্যবসায়ী, সবার সাথে মিশতে পারে। বিগত সরকারের আমলে উনি অনেক নির্যাতনের শিকার হয়েছেন। আমাদের দৃঢ় বিশ্বাস আবু জাফর আহমেদ বাবুল ভাই মনোনয়ন পাবেন এবং উনি মনোনয়ন পেলে নারায়ণগঞ্জ-৫ আসনের উন্নয়ন হবে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস স্ট্যান্ড মসজিদের ইমাম বলেন, আমি আবু জাফর আহমেদ বাবুল সাহেবের পক্ষে অনেক আগে থেকেই প্রচারণা শুরু করেছি, আল্লাহ তাহাকে কবুল করুক, আশা করি তিনি অবশ্যই সফল হবেন।