খাগড়াছড়ি ও গোপালগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ৪ শিশুর
Published: 11th, April 2025 GMT
দেশের পৃথক দুই জেলায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিনের বিভিন্ন সময় এসব প্রাণহানি ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
জানা গেছে, খাগড়াছড়ির চেঙ্গী নদীতে শামুক খুঁজতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। আজ সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের নলছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো- রূপায়ন চাকমার মেয়ে রিয়া চাকমা (১৭) ও বিদেশী চাকমার মেয়ে পিয়াসি চাকমা (১৪)। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চেঙ্গী নদীর পাড়ে রিয়া চাকমা ও পিয়াসি চাকমাসহ আরও পাঁচ বন্ধু মিলে একসাথে শামুক খুঁজতে যান। হঠাৎ শরীরের ভারসাম্য হারিয়ে রিয়া নদীতে পড়ে যায়। এ সময় তাকে উদ্ধার করতে পিয়াসিও নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সেখানে পানির গভীরতা বেশি থাকায় তারা দুজনেই ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা করেন। পরে নদীতে জাল ফেলে প্রায় একঘণ্টা চেষ্টার পর দুজনের মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।
তবে পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা।
এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে ওমর ফারুক (২) ও নুসরাত খানম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার চৌরখুলী ও হিজলবাড়ি গ্রামে আজ এসব দুর্ঘটনা ঘটে।
শিশু ওমর ফারুক উপজেলার কুশলা ইউনিয়নের চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে ও নুসরাত খানম উপজেলার হিজলবাড়ি গ্রামের মশিউর হাজরার মেয়ে।
শিশু ওমর ফারুকের দাদা জেহারুল শেখ বলেন, আমার নাতিকে উঠানে বসিয়ে রেখে ওর মা কাপড় ধুতে পুকুর ঘাটে যায়। কিছুক্ষণ পরে এসে দেখে ওমর ফারুক উঠানে নেই। আমরা পরিবারের লোকজন চারিদিকে খোঁজাখুজি শুরু করি। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে ফারুকের দেহ ভেসে উঠতে দেখি। আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে নুসরাত খানমের পিতা মশিউর হাজরা বলেন, বাড়ির পাশে ভেকু মেশিন দিয়ে মাছের ঘের কাটছিল। ওই ভেকু মেশিন দেখতে যায় নুসরাত। বাড়ি ফেরার পথে বিজয় মাস্টারের মাছের ঘেরে পড়ে যায় আমার মেয়ে। পাশের বাড়ির শিশু জোনায়েদ নুসরাত পানিতে পড়ে গেছে বলে আমাদের খবর দেয়। আমরা দৌড়ে গিয়ে মাছের ঘের থেকে নুসরাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: গ প লগঞ জ ওমর ফ র ক উপজ ল র
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।