ভর্তুকি দিলেই যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা আসবে
Published: 12th, April 2025 GMT
যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বৃদ্ধির সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শেল্টেক্ গ্রুপ ও এনভয় টেক্সটাইলের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ। তিনি মনে করেন, তুলার দাম বেশি হওয়ায় নগদ প্রণোদনা বা ভর্তুকি দিলেই যুক্তরাষ্ট্র থেকে বেশি হারে তুলা আসতে শুরু করবে।
ঢাকার একটি হোটেলে আজ শনিবার বাংলাদেশ অ্যাপারেলস ইয়ুথ লিডারস অ্যাসোসিয়েশন (বায়লা) আয়োজিত ‘ট্রাম্পের শুল্ক–পরবর্তী সময়ে বাংলাদেশের পোশাক খাতের নতুন কর্মপরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় নির্ধারিত আলোচক হিসেবে এসব কথা বলেন কুতুবুদ্দিন আহমেদ।
বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক সভাপতি কুতুবুদ্দিন আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলা রাখার জন্য গুদাম তৈরি করা হচ্ছে। এটা ভালো বুদ্ধি। তবে যুক্তরাষ্ট্রের তুলার দাম প্রতি বেলে ৪ সেন্ট (বাংলাদেশি মুদ্রায় ৫ টাকা ৪০ পয়সা) করে বেশি। ব্যবসায়ীরা এ কারণেই যুক্তরাষ্ট্রের তুলা বেশি ব্যবহার করে না।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ এপ্রিল বিভিন্ন দেশের পণ্যে অস্বাভাবিক হারে পাল্টা শুল্ক আরোপ করেন। বাংলাদেশের জন্য এ হার করা হয়েছে ৩৭ শতাংশ। ৯ এপ্রিল চীন ছাড়া অন্য দেশগুলোর ওপর পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেন। তবে এ সময় ন্যূনতম ১০ শতাংশ শুল্ক থাকবে।
ট্রাম্পের এমন কাজ প্রসঙ্গে কুতুবুদ্দিন আহমেদ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প উদ্ভট মানুষ। মাথায় যা আসে, তা-ই করছেন। তবে বাণিজ্য–সুনামি থাকবে না। যুক্তরাষ্ট্রের প্রতিটি দোকান খালি হয়ে যাবে। দেশটির এমন কোনো দোকান নেই, যেখানে চীনা পণ্য নেই।’
যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচারের (ইউএসডিএ) বৈদেশিক কৃষিসেবা বিভাগের (এফএএস) ‘কটন অ্যান্ড প্রোডাক্টস অ্যানুয়াল’ প্রতিবেদন অনুযায়ী, চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বাজারে ব্রাজিল ৯ লাখ ৭০ হাজার ৪৮৭ বেল রপ্তানি করে, যা বাংলাদেশের মোট আমদানির ২০ শতাংশ। ভারত থেকে আমদানি করা হয় ৮ লাখ ৮৭ হাজার ৬০০ বেল ও অস্ট্রেলিয়া থেকে ৪ লাখ ১৬ হাজার ১৯৪ বেল। যুক্তরাষ্ট্র থেকে ২ লাখ ৮৬ হাজার ৫৬ বেল আমদানি হয়, যা মোট বাজারের ৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের কাছে গত এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এক চিঠি পাঠিয়ে বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক দেশ। এই তুলা দিয়ে বাংলাদেশে পোশাক তৈরি হয়। অথচ যুক্তরাষ্ট্রে রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের পণ্যগুলোর ওপর বেশি শুল্ক আরোপ করা হচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র থেকে বেশি হারে তুলা আমদানির জন্য দেশে তুলা রাখার বড় আকারের গুদাম করা হচ্ছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
বিজিএমইএর সাবেক অন্য দুই সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী ও ফারুক হাসান, বিজিএমইএর প্রশাসক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন; বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম ও পোশাক রপ্তানিকারক অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরিফ জহিরও অনুষ্ঠানে আলোচনা করেন।
বায়লা সভাপতি আবরার এইচ সায়েমের সঞ্চালনায় এতে প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের গবেষণাবিষয়ক পরিচালক সিফাত আই ইশতি।
পোশাক খাতের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণ নেতা ও উদ্যোক্তাদের নিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে বায়লা গঠিত হয়। গবেষণা, উদ্ভাবন ও নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি বাজার সম্প্রসারণ ও নতুন বাজার খোঁজার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে গঠিত হয় এই সংগঠন। এর সদস্য হওয়ার পূর্বশর্ত হচ্ছে ৪৫ বছর বয়সের কম বয়সী উদ্যোক্তা।
বায়লার নেতৃত্বকে সাহস নিয়ে এগিয়ে চলার পরামর্শ দেন কুতুবুদ্দিন আহমেদ। তিনি বলেন, কারও সাহসের ঘাটতি থাকলে যেন তাঁর কাছে আসেন। দক্ষতা বৃদ্ধির প্রতি নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি তাঁর কারখানার উদাহরণ দেন। তিনি বলেন, ‘গ্যাসের দাম যখন বাড়ানো হলো তখন দেখলাম, আমার কারখানার ওপর ৫৬ লাখ টাকার প্রভাব পড়েছে। করণীয় নির্ধারণে আমার একটা দলকে তিন দিনের সময় দিলাম। এরপর এক তরুণ গ্যাসের লাইনে ছিদ্র (লিকেজ) আছে বলে জানান। এটা বন্ধ করায় ৪৯ লাখ টাকা বেঁচে গেল।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ক ত ব দ দ ন আহম দ র জন য আমদ ন
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।