ডি ব্রুইনা–মারমুশদের বহুদিন পর মনে পড়ল—আমরা ম্যানচেস্টার সিটি
Published: 12th, April 2025 GMT
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২১ মিনিটে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ার পর ম্যানচেস্টার সিটির আরেকটি হার মনে হচ্ছিল সময়ের ব্যাপার। এই হার পয়েন্ট তালিকায় ছয়ে থাকা সিটির দুরবস্থাকে আরও বাড়িয়ে দিত।
শঙ্কায় ফেলতে পারত চ্যাম্পিয়নস লিগে খেলাও। কিন্তু দুই গোল হজম করা সিটি ইতিহাদে ঘুরে দাঁড়াল দারুণভাবে। প্রথমার্ধে সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে ম্যাচটা তারা জিতেছে ৫–২ ব্যবধানে। স্বস্তির এই জয়ে পয়েন্ট তালিকার চারেও উঠে এসেছে সিটি।
৩২ ম্যাচ শেষে চারে থাকা সিটির পয়েন্ট এখন ৫৫। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ১৮ পয়েন্টে পিছিয়ে আছে তারা। লিভারপুলের পয়েন্ট ৩১ ম্যাচে ৭৩।
আরও পড়ুনমৌসুম শেষেই সিটি ছাড়বেন ডি ব্রুইনা০৪ এপ্রিল ২০২৫ঘরের মাঠে থিতু হওয়ার আগেই ৮ মিনিটে গোল খেয়ে বসে সিটি। গোল করেন ক্রিস্টালের এবেরেচি এজে। পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করা সিটি বড় সুযোগ হাতছাড়া করে ১৪ মিনিটে। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন ওমর মারমুশ। স্বাগতিকদের বিপর্যয় আরও বাড়ে ২১ মিনিটে। ক্রিস্টালের হয়ে দ্বিতীয় গোল করেন ক্রিস রিচার্ডস।
ওমর মারমুশের গোল উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: গ ল কর
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।