দেশবরেণ্য কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেছেন,জাতীয় জীবনে কবিতার একটা বিশেষ ভূমিকা রয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধায় বন্দর উপজেলার সাবদীস্থ গ্রীন গার্ডেন পার্কে আয়োজিত খ্যাতিমান সাহিত্য সংগঠন ধ্রুব সাহিত্য পরিষদ এর ঈদ পুনর্মিলনী ও লেখক আড্ডায় (ভার্চ্যুয়ালী) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রেজাউদ্দিন স্টালিন আরো বলেন, সামনে পহেলা বৈশাখ বাঙালী জাতির জীবনে সবচেয়ে বড় একটা অসাম্প্রদায়িক উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে। অনেকের ধারণা কবি সমাজ সংস্কারে ভূমিকা রাখেন না। কিন্তু বিশ্ব বিপ্লবের ইতিহাসে সমস্ত রাজনৈতিক অশুভ শক্তিকে ধ্বংসে ভূমিকা রেখেছে কবিরা।

একঝাঁক গুণী কবি-লেখককের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের ছড়াকার ও কন্ঠশিল্পী এস এ শামীমের সভাপতিত্বে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আসাদ কাজল। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ছড়া সাহিত্যিক ড.

রুমন রেজা,বিশেষ আলোচক ছিলেন দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল।

এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ছড়াকার ও সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গ্রীন গার্ডেন পার্কের পরিচালক নজরুল ইসলাম,দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনুদ্দিন, কবি ও প্রাবন্ধিক শেখ মামুন হোসাইন, ইন্স্যুরেন্স কর্মকর্তা ও সাংবাদিক মোঃ মনির হোসেন।

ছড়াকার ও অভিনেতা মোখলেছুর রহমান তোতা ও চ্যানেল আইয়ের উপস্থাপিকা রোকসানা রহমান সামিয়ার প্রাণবন্ত সঞ্চালনায় উৎসবমুখর এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক কবি ও ছড়াকার রবিউল মাশরাফী, শিশু সাহিত্যিক ও ছড়াকার শফিকুল আলম টিটন, ছড়াকার ও আলোচক চঞ্চল মেহমুদ কাশেম কবি ও ছড়াকার নজরুল ইসলাম শান্তু,ছড়া সাহিত্যিক ও সম্পাদক কাজী নাজিম উদ্দিন সুমন,ছড়াকার মতিউর রহমান মনির,মাহফুজ ইকরাম,কবি ও শিক্ষক কামাল সিদ্দিকী,চলচ্চিত্র পরিচালক এস এম শাহাবুদ্দিন,কবি আল আশরাফ বিন্ধু, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সভাপতি কাজী আনিসুল হক হীরা, কবি ও সম্পাদক শফিকুল ইসলাম আরজু, কবি মমতাজ বেগম,কবি ও সম্পাদক ফরিদা ইয়াসমিন সুমনা,কবি ও গবেষক ডাঃ বশির আহাম্মদ তুষার,কবি শিপন হোসেন মানব,ছাড়াকার ও সংগঠক নাজমুল হাসান রুমি, কবি ও প্রবান্ধিক নূরজাহান নীরা,কবি জহিরুল ইসলাম মিন্টু,ছড়াকার ও সংগঠক ফরিদ আহাম্মদ বাঁধন,কবি মোহাম্মদ শামীম মিয়া,গিয়াসউদ্দন খন্দকার,আমির হোসেন,বাচিক শিল্পী সাদিয়া আফরিন তমা, অভিনেতা ও সংগঠক বশির খান।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক নেতা ও সংগঠক মোঃ আনোয়ারুল হক,বিমল চন্দ্র ঘোষ,সাইদুর রহমান ও বাহাউদ্দিন পায়েল। উৎসবে রেজিষ্ট্রেশনকারী প্রত্যেক লেখককে ঈদ উপহার হিসেবে পঞ্জাবী প্রদান করা হয়।

প্রাকৃতিক পরিবেশের এই আয়োজনটি লেখকদের মাঝে বেশ উৎসাহ সৃষ্টি করে। লেখকদের প্রত্যেকেই আয়োজনের ভূঁয়সী প্রশংসা করেন।  

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ

একসময় ইংলিশ ফুটবলের রাজা তারাই ছিল। ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ পর্যন্ত তো বলতে গেলে লিভারপুলেরই একচ্ছত্র আধিপত্য ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে। তখন অবশ্য নামটা প্রিমিয়ার লিগ ছিল না, ছিল প্রথম বিভাগ লিগ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর থেকে যেন লিভারপুলের দুর্ভাগ্যের শুরু। প্রথম বিভাগ যুগে ১৮টি লিগ জেতা লিভারপুল প্রিমিয়ার লিগ যুগে এসে জিততেই ভুলে গেল!

প্রিমিয়ার লিগে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের একচ্ছত্র রাজত্ব। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ১৩বার লিগ জিতে ইউনাইটেডের মোট লিগ শিরোপা হয়ে গেল ২০টি। লিভারপুলকে পেরিয়ে তারা হয়ে গেল ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব।

ইউনাইটেডের সেই আধিপত্যও শেষ হলো ২০১৩ সালে ফার্গুসনের অবসরের পর। কিন্তু রাজত্ব ফিরে পেল না লিভারপুল। ইংলিশ ফুটবলের নতুন রাজা হয়ে ওঠল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীন সর্বশেষ সাত মৌসুমে ছয়বার শিরোপা জিতে সিটি একের পর এক নতুন রেকর্ড গড়তে থাকল।

আরও পড়ুনলাল সমুদ্রে গোল উৎসবে চ্যাম্পিয়ন লিভারপুল১১ ঘণ্টা আগে

মাঝে ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিভারপুল পেল ইংলিশ লিগের শিরোপার স্বাদ। তবে পৃথিবী তখন করোনা মহামারি চলছে। শিরোপা উৎসব হলো না লিভারপুলের মনের মতো।

এবার আর্নে স্লটের অধীন প্রথম মৌসুমেই আবার চ্যাম্পিয়ন লিভারপুল। সেটাও কী রাজকীয়ভাবে! চার ম্যাচ হাতে রেখে, নিজেদের মাঠ অ্যানফিল্ডে, ভরা গ্যালারির সামনে। লিভারপুলের এটি ২০তম লিগ শিরোপা, ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে তারাও এখন ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।

ইতিহাস গড়া এই ট্রফি জেতার পর কী বলছেন লিভারপুলের খেলোয়াড়েরাকোডি গাকপোর উদ্‌যাপন

সম্পর্কিত নিবন্ধ

  • জবি ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার মামলায় আটক তরুণ
  • সুইডেনে বন্দুকধারীর হামলায় নিহত ৩
  • চ্যাম্পিয়ন হওয়ার পরও লিভারপুলের কোন খেলোয়াড়েরা পদক পাবেন না
  • বিশ্বের বড় বড় উৎসব কোথায় হয়
  • প্রাগে পুরস্কৃত ‘নট আ ফিকশন’,অনলাইনে মুক্তি ১ মে
  • ফসলের ক্ষেতে আশার আলো
  • কানে ‘আলী’, দায়িত্ব নিলো সংস্কৃতি মন্ত্রণালয়
  • এবার লন্ডনে পুরস্কার জিতল ‘প্রিয় মালতি’
  • আকাশ থেকে ঝরে পড়ছে চকলেট
  • যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ