জাপানে ৩ থেকে ৬ মাসের ইন্টার্নশিপ, দিনে মিলবে ২৪০০ ইয়েন, আবেদন করুন দ্রুত
Published: 14th, April 2025 GMT
আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপান। দেশটির ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ওআইএসটি) এ সুযোগ বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীদের জন্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ রিচার্স ইন্টার্নশিপে।
ওআইএসটি বছরে দুবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেয়। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার যাচাই করে দেওয়া হয় এই ইন্টার্নশিপ। ২০২৫ সালের ইন্টার্নশিপের আবেদন চলছে। আবেদনের শেষ সময় আগামী ১৫ এপ্রিল, ২০২৫। ২০২৫ সালের ১ অক্টোবর শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত।
সুযোগ-সুবিধাসমূহ—
*রিসার্চ ইন্টার্নশিপপ্রাপ্তদের প্রতি কর্মদিবসে ২ হাজার ৪০০ জাপানি ইয়েন (১ হাজার ৮৫১ টাকা, ১ ইয়েন সমান শূণ্য দশমিক ৭৭ পয়সা ধরে) মিলবে;
*ফ্রি ভিসা সাপোর্ট;
*ওআইএসটির শাটল বাসের পাস;
*ইন্টার্নশিপের জন্য জাপানে যাতায়াত বিমান টিকিট;
*আবাসনসুবিধা ও
*ইনস্যুরেন্সের সুবিধাও মিলবে ইন্টার্নশিপে।
আবেদনের যোগ্যতাসমূহ—
*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন;
*স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*শিক্ষাজীবনে ভালো ফল থাকতে হবে;
*ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথি—
*স্টেটমেন্ট অব পারপাস লিখতে হবে। লিখতে হবে ৪০০ শব্দে;
*আবেদনকারীর ছবি
*শিক্ষাগত যোগ্যতার মার্কশিট (ইংরেজিতে);
*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;
*রিকমেন্ডেশন লেটার।
আরও পড়ুনজার্মানিতে পড়তে যেতে চান, নজরে রাখুন এই ৮ বিষয়২০ নভেম্বর ২০২৪আবেদনপ্রক্রিয়া—
আনলাইনে আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের ওআইএসটির ওয়েবসাইটের লিংক থেকে ইন্টার্নশিপ-সংক্রান্ত বিস্তারিত তথ্য মিলবে। ওয়েবসাইটে লগইন করার পরই ফরম পূরণ করে আবেদন করতে হবে।
*আবেদনের শেষ সময় ১৫ এপ্রিল, ২০২৫ সাল।
*লগইন করতে এখানে ক্লিক করুন
*ওয়েবসাইট লিংকের জন্য এখানে ক্লিক করুন
আরও পড়ুনসুইজারল্যান্ডে স্কলারশিপ পাওয়ার উপায় কি১২ এপ্রিল ২০২৪আরও পড়ুনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম, আইইএলটিএস ছাড়াই ১৮-২৯ বয়সীদের সুযোগ২০ মে ২০২৪.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত ৫৫০ শিক্ষার্থী পেলেন বিদায় সংবর্ধনা
ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) বৃত্তি ২০২৫-এর জন্য নির্বাচিত শিক্ষার্থীদের বিদায় জানাতে সংবর্ধনার আয়োজন করেছিল ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। আজ মঙ্গলবার (২৯ জুলাই) ভারতীয় হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, এ বছর সারা বাংলাদেশ থেকে ৫৫০ জন শিক্ষার্থী এই মর্যাদাপূর্ণ বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন।
হাইকমিশন প্রাঙ্গণে বিদায় অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি শিক্ষার্থীদের শুধু ব্যক্তিগত পেশাগত উন্নয়নই নয়, ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে আরও দৃঢ় করার ক্ষেত্রেও ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, এটি গড়ে উঠেছে আমাদের অভিন্ন ইতিহাস, সংস্কৃতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথ ত্যাগের ভিত্তিতে। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে সেই বন্ধন আরও সুদৃঢ় হবে।
আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ৪ ঘণ্টা আগেআইসিসিআর বৃত্তি হলো ভারত সরকারের একটি ফ্ল্যাগশিপ কর্মসূচি, যার মাধ্যমে মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীরা ভারতের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ পেয়ে থাকেন।
আরও পড়ুনজার্মানির ডাড স্কলারশিপে স্নাতকোত্তর, মাসে ৯৯২ ইউরোর সঙ্গে বিমান টিকিট-বাড়িভাড়াসহ নানা সুবিধা২৮ জুলাই ২০২৫