ফুলবাড়িয়ায় বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
Published: 14th, April 2025 GMT
ফুলবাড়িয়া উপজেলায় সালিশকে কেন্দ্র করে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহার নামীয় ২২ জনসহ অজ্ঞাত ৫০-৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন, পলাশিহাটা গ্রামের নিয়াম উদ্দিনের ছেলে রিপন (৩২), নাওগাও গ্রামের সাবান আলীর ছেলে মোজাম্মেল ও মজিবুর রহমানের ছেলে আল আমিন।
সোমবার গ্রেপ্তারদের ময়মনসিংহ আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার রাতে নিহত গফুরের স্ত্রী শিল্পী আক্তার বাদী হয়ে মৃত সাবান আলীর ছেলে মোতালেবসহ এজাহার নামীয় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে ২ জন ইউপি সদস্য রয়েছেন।
নিহত গফুরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, স্থানীয় হাবিবুর রহমানসহ শত শত মানুষ সালিশের নামে আমার স্বামী ও ছেলেকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেন। যত অপরাধই করে থাকুন দেশে আইন আছে, আইনের মাধ্যমে বিচার হতো। বাবা ছেলেকে কেন নির্মমভাবে হত্যা করল।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, শতাধিক মানুষের উপস্থিতিতে বাবা ছেলের বিরুদ্ধে গ্রাম্য সালিশ বসেছিল, তারা সালিশে উপস্থিত না হওয়ায় সালিশ থেকে গিয়ে হত্যাকাণ্ড ঘটায়। নিহত গফুরের বিরুদ্ধে মারামারির ঘটনায় ৩২৬ ধারায় ২টি মামলাসহ ৩টি মামলা রয়েছে। এছাড়াও তার ছেলে মেহেদী হাসান (১৫) এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রয়েছে। ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, রোববার দুপুরে সালিশে উপস্থিত না হওয়ায় সালিশ থেকে গিয়ে শত শত বিক্ষুব্ধ মানুষ বাড়ি ঘর ভাঙচুর করে নিজ ঘরে আ.
ঘটনার দিন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার কাজী আখতারুল আলম। ঘটনার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে গ্রামটি প্রায় পুরুষ শূন্য হয়ে পড়েছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ক প য় হত য ঘটন য়
এছাড়াও পড়ুন:
দিনে ঢাকায় মিছিল, রাতে বাড়িতে ফিরতেই নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার
রাজধানীর উত্তরায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ময়মনসিংহ জেলা শাখার ব্যানারে মিছিলে অংশ নেওয়ার পর রাতে বাড়িতে ফিরতেই তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তিনজন হলেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি নূর হামীম রুশো (২০), ছাত্রলীগ কর্মী আলিফ জাহান ওরফে পার্থ (২০), মো. মারুফ মিয়া (২৫)। তাঁরা সবাই ঈশ্বরগঞ্জ পৌর শহরের বাসিন্দা।
আজ শনিবার বিকেলে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের ব্যানারে ঢাকায় মিছিলে অংশ নিয়েছিলেন তাঁরা।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা রাজধানীর উত্তরার মিছিলে অংশ নেওয়ার কথা স্বীকার করেন। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।