পুলিশ স্টাফ কলেজে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স
Published: 16th, April 2025 GMT
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে (MACPM) মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান।
ভর্তির যোগ্যতা১. যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে তিন/চার বছরের স্নাতক (সম্মান) ডিগ্রি অথবা স্নাতকোত্তর ডিগ্রি।
২.
৩. ক্যাডার/নন-ক্যাডার বেসামরিক ও সামরিক কর্মকর্তা, আইনজীবী এবং অন্যান্য পেশাজীবী যাঁদের তিন বছরের চাকরি অভিজ্ঞতা রয়েছে।
আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষের পরীক্ষার্থীদের জন্য ১৯টি বিশেষ সতর্কতা১৫ এপ্রিল ২০২৫আবেদন করতে যা লাগবেপুলিশ স্টাফ কলেজের নির্ধারিত ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। পূরণ করা আবেদন ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে।
১. এসএসসি/সমমান থেকে স্নাতক (সম্মান)/মাস্টার্স পর্যন্ত সব শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের মাইগ্রেশন সনদের মূল কপি।
৩. বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিধারী শিক্ষার্থীদের ক্ষেত্র সমতা নিরূপণের সনদ।
৪. চাকরিরত প্রার্থীদের ক্ষেত্র যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র।
৫. পুলিশ প্রার্থীদের পদমর্যাদার প্রমাণপত্র (আইডি, বিপি নম্বরসহ)।
৬. সদ্য তোলা পাসপোর্ট সাইজের চার কপি রঙিন ছবি।
৭. ভর্তির সময় অবশ্যই কলেজ কর্তৃপক্ষের কাছে মূল সনদ ও নম্বরপত্র প্রদর্শন করতে হবে।
৮. শিক্ষাজীবনের যেকোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের সিজিপিএ প্রাপ্ত প্রার্থী ভর্তির অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
ভর্তির তথ্যাবলি১. ফি: ২,০০০ টাকা
২. কোর্সটির সময়কাল: ১২ মাস/২ সেমিস্টার
৩. সর্বমোট ক্রেডিট: ৪০
৪. ক্লাসের সময়: শুক্রবার ও শনিবার
৫. ভর্তির ফরম www.psc.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
পুলিশ কর্মকর্তাদের করতে হবেপুলিশ পরিদর্শক ও তদূর্ধ্ব কর্মকর্তারা পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের নির্ধারিত আবেদনপত্রের সঙ্গে (এএসপি থেকে তদূর্ধ্ব) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত আবেদনের ছক পূরণ করে নিজ নিজ ইউনিটের মাধ্যমে এআইজি (এডুকেশন, স্পোর্টস অ্যান্ড কালচার), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা বরাবর পাঠাতে হবে। সব ক্ষেত্রে অগ্রগামী কপি পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ অবশ্যই জমা দিতে হবে।
আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, আবেদনের সময় আরও ১০ দিন১৪ এপ্রিল ২০২৫ভর্তি পরীক্ষার বিস্তারিত১. আবেদনের শেষ তারিখ: ১০ মে ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।
২. ভর্তি পরীক্ষা/আবেদনপত্র যাচাই/বাছাইয়ের তারিখ: ১১ থেকে ১৩ মে ২০২৫ পর্যন্ত।
৩. প্রাথমিক ফলাফল প্রকাশ: ১৫ মে এবং বাছাই করা আবেদনকারীদের এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় জানানো হবে।
৪. ক্লাস শুরুর তারিখ: জুন, ২০২৫
* তথ্য জানতে ওয়েবসাইট:
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল শ স ট ফ কল জ কর মকর ত পর ক ষ ভর ত র র সময়
এছাড়াও পড়ুন:
ভোট ম্যানুয়ালি গণনার আবেদন করলেন উমামা ফাতেমা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি (হাতে) গণনা করার আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তিনি।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, ‘আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫–এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোট গণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।’
৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ হয়। ওই দিন নির্বাচনের ফলাফল ঘোষণা চলার মধ্যে রাত সোয়া তিনটার পর ফেসবুকে এক পোস্টে ভোট বর্জনের ঘোষণা দেন উমামা ফাতেমা।
ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হন ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৪২ ভোট। অন্যদিকে ৩ হাজার ৩৮৯ ভোট পেয়ে চতুর্থ হন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা।
আরও পড়ুনডাকসুর ২৮ পদে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হলো, জয়ের ব্যবধান কত১০ সেপ্টেম্বর ২০২৫