ফটো সাংবাদিক তাপস সাহার মেজ বোনের পরলোকগমন
Published: 19th, April 2025 GMT
দৈনিক ইত্তেফাক ও দৈনিক শীতলক্ষ্যার ফটো সাংবাদিক তাপস সাহার মেজ বোন ডলি রাণী সাহা আর নেই।
গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টায় নিজ বাসভবনে অসুস্থ্য হয়ে পড়লে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি শহরের দেওভোগ আকঁড়া এলাকায় বাসিন্দা ছিলেন।
মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে, দুই বোন ও ছয় ভাইসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাসদাইর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে আমীর হোসেন (৫০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুরের মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। রায় ঘোষণার সময়ে তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. কাইউম খান জানান, রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে বিলকিছ বেগমের সঙ্গে আমীর হোসেনের বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক ঝগড়া-বিবাদ লেগে থাকত।
২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন বিলকিছ বেগমকে তাদের বাড়ির পাশে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় বিলকিছের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।