ঝটিকা মিছিলের মধ্যে ফ্যাসিবাদ লুকায়িত : এ্যানি
Published: 19th, April 2025 GMT
বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘যারা এখন ঝটিকা মিছিল করছে, তাদের হালকাভাবে নিলে হবে না। তারা ঝটিকা মিছিলের মাধ্যমে হুংকার দিতে চাচ্ছে। ঝটিকা মিছিলের মধ্যে ফ্যাসিবাদ লুকায়িত আছে। ঝটিকা মিছিলের মধ্যে লুট হওয়া অস্ত্র লুকায়িত আছে। সুতরাং তাদের সুযোগ দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’’
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডস্থ বশির ভিলায় যুদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘লুট হওয়া অস্ত্র ও ফ্যাদিবাদের কাছে থাকা অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। এ সব অস্ত্র উদ্ধার করা না হলে তা আবার আমার আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। তাই দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার করতে হবে। এইটা আমাদের দাবি।’’
আরো পড়ুন:
বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ শিবিরের বিরুদ্ধে
মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি
লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়।
এ প্রতিনিধি সভায় এ্যানি বলেন, ‘‘বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান না। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। হাসিনার দুঃশাসন, দুর্নীতির সঙ্গে যারাই জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার প্রক্রিয়া দ্রুত দৃশ্যমাম করতে হবে।’’
এ্যানি বলেন, ‘‘একদলীয় শাসনের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন। বিএনপি কখনো একদলীয় শাসন কায়েম করেনি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের শাসনে বিশ্বাসী। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে বলা আছে, বিএনপি এককভাবে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না। আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যমতের সরকার গঠন করবো। আমরা আশা করি, আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে।’’
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান।
চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে ও সদর উপজেলার যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ প্রমুখ।
ঢাকা/লিটন/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, তদন্তের দাবিতে প্রক্টর অফিসে একদল শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের ‘শ্যাডোতে’ নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একটি ব্যানারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর প্রতিবাদে শুক্রবার রাতে একদল শিক্ষার্থী বিক্ষোভ মিছিলের ডাক দেন। তবে শেষ পর্যন্ত মিছিল কর্মসূচি স্থগিত করে ৯-১০ জন শিক্ষার্থীর একটি দল সহকারী প্রক্টরদের সঙ্গে আলোচনা করে।
আলোচনা শেষে রাত ৯টার দিকে প্রক্টর অফিসের সামনে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের ব্যানার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জন্য লজ্জাজনক। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল সংসদের সহসভাপতি (ভিপি) আজিজুল হক সাংবাদিকদের বলেন, ‘ক্যাম্পাসে ছাত্রলীগের আনাগোনা আমাদের বারবার ব্যথিত করছে। প্রশাসনের কাছে যখনই জানতে চাই, তারা বলে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদন সম্পর্কে আমরা আজও জানতে পারিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের যেসব কর্মকর্তা-কর্মচারী শেখ হাসিনার পক্ষে মিছিল করেছেন, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নিতে পারেনি। (২০২৪ সালের) ১৫ জুলাই হামলায় জড়িত ছাত্রলীগের বিচার এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি।’
আজিজুল হক বলেন, ‘আমরা দেখতে পাই আমাদের প্রক্টরিয়াল টিমের সদস্যরা রাতের বেলা কলাভবনে বসে বাদাম খান। তাঁদের কাজ কি বাদাম খাওয়া? নাকি পুরো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা? সেই প্রশ্ন আজকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রেখেছি।’
এই ছাত্রনেতা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে, একটি তদন্ত কমিটি গঠন করবে এবং পরবর্তী সময়ে সেই প্রতিবেদন তাঁদের কাছে পেশ করা হবে।