বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘যারা এখন ঝটিকা মিছিল করছে, তাদের হালকাভাবে নিলে হবে না। তারা ঝটিকা মিছিলের মাধ্যমে হুংকার দিতে চাচ্ছে। ঝটিকা মিছিলের মধ্যে ফ্যাসিবাদ লুকায়িত আছে। ঝটিকা মিছিলের মধ্যে লুট হওয়া অস্ত্র লুকায়িত আছে। সুতরাং তাদের সুযোগ দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।’’

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর শহরের গোডাউন রোডস্থ বশির ভিলায় যুদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘লুট হওয়া অস্ত্র ও ফ্যাদিবাদের কাছে থাকা অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। এ সব অস্ত্র উদ্ধার করা না হলে তা আবার আমার আপনার বিরুদ্ধে ব্যবহার হবে। তাই দ্রুত সময়ের মধ্যে অস্ত্র উদ্ধার করতে হবে। এইটা আমাদের দাবি।’’

আরো পড়ুন:

বিএনপি নেতাকে হাতুড়িপেটার অভিযোগ শিবিরের বিরুদ্ধে

মধ্যরাতে কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়িতে গুলি

লক্ষ্মীপুর পৌরসভা, সদর (পূর্ব) ও চন্দ্রগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিনিধি সভার আয়োজন করা হয়।

এ প্রতিনিধি সভায় এ্যানি বলেন, ‘‘বিচার প্রক্রিয়া এখনো দৃশ্যমান না। শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান না হওয়ায় ফ্যাসিবাদ সুযোগ নিচ্ছে। দ্রুত সময়ের মধ্যে হাসিনার বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে। হাসিনার দুঃশাসন, দুর্নীতির সঙ্গে যারাই জড়িত, তাদের বিচারের আওতায় আনতে হবে। তাদের বিচার প্রক্রিয়া দ্রুত দৃশ্যমাম করতে হবে।’’

এ্যানি বলেন, ‘‘একদলীয় শাসনের কারণে শেখ হাসিনা পালিয়ে গেছেন। বিএনপি কখনো একদলীয় শাসন কায়েম করেনি। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের শাসনে বিশ্বাসী। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে। সেখানে বলা আছে, বিএনপি এককভাবে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র পরিচালনা করবে না। আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যমতের সরকার গঠন করবো। আমরা আশা করি, আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে জনগণ বিএনপিকে ক্ষমতায় আনবে।’’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান।

চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্যার সভাপতিত্বে ও সদর উপজেলার যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আব্দুল আলিম হুমায়ুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন, পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ প্রমুখ। 

ঢাকা/লিটন/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা

মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে আহত ১ হাজার ২০০ জনকে চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশের একদল চিকিৎসক। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

গত ২৮ মার্চ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার। এতে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান। আহত হন কয়েক হাজার মানুষ।

সংবর্ধনা অনুষ্ঠানে জানানো হয়, ভূমিকম্পে আহতদের চিকিৎসাসেবা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের সমন্বয়ে গঠিত একদল চিকিৎসক ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মিয়ানমারে অবস্থান করেন। তারা আহত ১ হাজার ২০০ জনের চিকিৎসা দিয়েছেন। তাদের মধ্যে ২০০ জনকে সার্জারি করা হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক দলের উদ্দেশে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, মানবতার ধর্মই পরম ধর্ম। এ ধরনের প্রতিকূল পরিস্থিতিতে আপনারা যেভাবে চিকিৎসাসেবা দিয়েছেন, সেটা প্রশংসনীয়। এই প্রশংসনীয় কাজের জন্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় আপনাদের কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত নিবন্ধ

  • টাঙ্গাইলে স্কুল ঢুকে প্রধান শিক্ষককে ‌‘জুতাপেটা’
  • অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে
  • ঢাবির ‘ক্ষণিকা’ বাসে হামলা, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ছাত্রসংগঠনগুলোর নিন্দা
  • ১২০০ আহতকে সেবা দিলেন বাংলাদেশের চিকিৎসকরা
  • উত্তরায় ঢাবির বাসে হামলা, আহত ৫ শিক্ষার্থী
  • ডাকাত দেখে অসুস্থ গৃহকর্তা, পানি পান করিয়ে সুস্থ করার পর টাকা-স্বর্ণালংকার লুট
  • বঞ্চিত শিশুদের স্বপ্ন দেখাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী