কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান কারাগারে
Published: 20th, April 2025 GMT
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল আলমকে (৩৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।
রবিবার (২০ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বদরুল আলমকে ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে শনিবার (১৯ এপ্রিল) গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার বদরুল আলম কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের বাসিন্দা।
আরো পড়ুন:
মামা-মামি ও বোনকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
রাজশাহী পুলিশ লাইন্স থেকে কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শনিবার মধ্যরাতে কটিয়াদী পৌর শহরের একটি বাড়ি থেকে কদরুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় বদরুল আলম তার ফেসবুক আইডিতে লেখেন, “কোনো মামলা ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হল। আল্লাহ ভরসা।”
এলাকাবাসী জানান, বদরুল আলম কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না। তিনি কটিয়াদী রক্তদান সমিতির সমন্বয়ক হওয়ায় বেশির ভাগ সময় তাকে সামাজিক কর্মকাণ্ড করতে দেখা যেত। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ব্যানার ছাড়াই তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।
ওসি তরিকুল ইসলাম বলেন, বদরুল আলমের বিরুদ্ধে কটিয়াদী থানায় কোনো মামলা নেই। কিশোরগঞ্জ সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে সদর থানা পুলিশের কাছে বদরুল আলমকে হস্তান্তর করা হয়।”
ঢাকা/রুমন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর গ র প ত র কর বদর ল আলম ল আলমক উপজ ল
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।