লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আয়োজনে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছেন। সামরিক বাহিনীর ভুয়া সাজপোশাকে ছিলেন ওই বন্দুকধারীরা। গত বৃহস্পতিবার রাতে দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে মানাবি প্রদেশের লা ভ্যালেন্সিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত শুক্রবার তারা মানাবি থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযানের সময় অস্ত্র এবং পুলিশ ও সেনাবাহিনীর নকল পোশাক উদ্ধার করা হয়েছে। গুলির ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মোরগ লড়াইয়ের আয়োজনস্থলে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। এ সময় উপস্থিত দর্শনার্থীরা প্রাণ বাঁচনোর চেষ্টা করেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা একটি অপরাধী চক্রের সদস্য। তাঁদের প্রতিপক্ষের সদস্যরা মোরগ লড়াইয়ের আয়োজনে উপস্থিত ছিলেন।

ইকুয়েডরে প্রায় ২০টি অপরাধী চক্র সক্রিয় আছে বলে মনে করা হয়। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া বলেছেন, ইকুয়েডরের বিভিন্ন বন্দর ব্যবহার করে বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাঠানো হয়। এই কোকেন ইকুয়েডরে আসে প্রতিবেশী দেশ কলম্বিয়া ও পেরু থেকে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নিশাঙ্কা অপরাজিত ৯৮, বড় জয়ে টিকে রইল শ্রীলঙ্কা

ম্যাচে তখন তুমুল উত্তেজনা!

না, ম্যাচের ফল নিয়ে নয়। উত্তেজনা সব পাতুম নিশাঙ্কা সেঞ্চুরি পাবেন কি না তা নিয়ে। রাওয়ালপিন্ডিতে আজ জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার ইনিংসের ১৭তম ওভার শুরুর আগে ম্যাচ জিততে লঙ্কানদের দরকার ১০ রান, সেঞ্চুরি পেতে নিশাঙ্কার ১২ রান। এমন যখন হিসাব রিচার্ড এনগারাভা প্রথম বলটি করলেন ওয়াইড। পরের বলটায় চার মেরে ৯২-এ পৌঁছে গেলেন লঙ্কান ওপেনার। শ্রীলঙ্কার দরকার ৫ রান, নিশাঙ্কার ৮। দুটি চার মারলেই আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটা হয়ে যায়। নিশাঙ্কা অত হিসাব–নিকাশের মধ্যে গেলেন না, ছক্কা মেরেই জিতিয়ে দিলেন দলকে।

আর এই জয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার লিগ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই ফাইনালে যাবে শ্রীলঙ্কা। সেই ম্যাচে হেরে গেলে অবশ্য নেট রান রেটে জিম্বাবুয়ের চেয়ে পিছিয়ে থাকায় বাদ পড়ে যাবে লঙ্কানরা।

৩৭ রান করেছেন সিকান্দার রাজা

সম্পর্কিত নিবন্ধ