লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে মোরগ লড়াইয়ের আয়োজনে বন্দুকধারীদের গুলিতে ১২ জন নিহত হয়েছেন। সামরিক বাহিনীর ভুয়া সাজপোশাকে ছিলেন ওই বন্দুকধারীরা। গত বৃহস্পতিবার রাতে দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলে মানাবি প্রদেশের লা ভ্যালেন্সিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গত শুক্রবার তারা মানাবি থেকে চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অভিযানের সময় অস্ত্র এবং পুলিশ ও সেনাবাহিনীর নকল পোশাক উদ্ধার করা হয়েছে। গুলির ঘটনায় একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মোরগ লড়াইয়ের আয়োজনস্থলে ঢুকে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। এ সময় উপস্থিত দর্শনার্থীরা প্রাণ বাঁচনোর চেষ্টা করেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারীরা একটি অপরাধী চক্রের সদস্য। তাঁদের প্রতিপক্ষের সদস্যরা মোরগ লড়াইয়ের আয়োজনে উপস্থিত ছিলেন।

ইকুয়েডরে প্রায় ২০টি অপরাধী চক্র সক্রিয় আছে বলে মনে করা হয়। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া বলেছেন, ইকুয়েডরের বিভিন্ন বন্দর ব্যবহার করে বিশ্বের প্রায় ৭০ শতাংশ কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাঠানো হয়। এই কোকেন ইকুয়েডরে আসে প্রতিবেশী দেশ কলম্বিয়া ও পেরু থেকে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে’

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের তফসিল প্রচলিত নিয়ম অনুযায়ী সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে ঘোষণা করা হবে।”

বুধবার (১০ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আরো পড়ুন:

ম্যাজিস্ট্রেট নিয়োগে জনপ্রশাসনকে চিঠি পাঠালো ইসি

তফসিল ঘিরে নির্বাচন ভবনে অতিরিক্ত নিরাপত্তা, কড়া নজরদারি 

তিনি বলেন, “তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পরিপত্রগুলো প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে কমিশন সর্বাত্মক ব্যবস্থা নেবে। যাতে কোনো রাজনৈতিক দলই বৈষম্য বা পক্ষপাতিত্বের অভিযোগ করার সুযোগ না পায়। তবে সংশ্লিষ্ট পক্ষগুলো নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আখতার আহমেদ জানান, গাজীপুর ও বাগেরহাট জেলার কিছু আসনের সীমানা নির্ধারণ সংশোধনের কাজ চলছে। এ প্রক্রিয়া মাননীয় আদালতের আদেশ অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে। কাজ শেষ হলে বিষয়টি জানানো হবে।

রিটার্নিং অফিসার কারা হবেন এ তথ্য তফসিল ঘোষণার পরপরই পরিপত্রের মাধ্যমে জানানো হবে বলে জানান তিনি। এ বিষয়ে তফসিল ঘোষণার আগে মন্তব্য করা সমীচীন নয়।

তিনি বলেন, “প্রশাসনিক রদবদল একটি চলমান প্রক্রিয়া। যেখানে যেটুকু প্রয়োজন হবে, নির্বাচন কমিশনের সম্মতি ও অনুমতি নিয়েই তা করা হবে। আগেভাগে কতজনকে বদলি করা হবে এ নিয়ে কোনো পূর্বধারণা করা ঠিক নয়।”

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত নিবন্ধ