আবহাওয়া নিয়ে প্রশাসনের বার্তায় উৎকণ্ঠা দেখা দিলেও কয়েক দিন ধরে মেঘমুক্ত দিন মেলায় আপাতত স্বস্তিতে কৃষক। বোরো ধান কাটার ধুম পড়েছে জগন্নাথপুর উপজেলার হাওরে হাওরে। ইতোমধ্যে আবাদ করা এক-তৃতীয়াংশ জমির ধান কৃষকদের গোলায় উঠেছে; জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তারা।
১৪ এপ্রিল জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি বার্তায় বলা হয়, ১৫ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে জেলার নদ-নদীর পানি বৃদ্ধি এবং ভারতের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য হাওরের জমিতে ৮০ ভাগ ধান পাকলেই দ্রুত কাটতে কৃষকদের অনুরোধ জানায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। গত কয়েক দিনের রোদের ঝিলিকে কৃষকের মুখে হাসি দেখা গেছে।
জগন্নাথপুরের সর্ববৃহৎ নলুয়াসহ কয়েকটি হাওর ঘুরে দেখা যায়, মাঠে মাঠে সোনার ধানের শীষ বাতাসে দুলছে। আধা পাকা বোরো ধানের ম-ম গন্ধে মাতোয়ারা কিষান-কিষানি। চৈত্রের শেষদিকে কিছু জমির আগাম জাতের ধান কাটা শুরু হলেও পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়। এরই মধ্যে আবহাওয়ার পূর্বাভাসে ফসল ঘরে তোলা নিয়ে উৎকণ্ঠা দেখা দেয় হাওরবাসীর মধ্যে। তবে গত কয়েক দিনের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় কৃষকরা ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। হাওরের অধিকাংশ এলাকা এখনও শুকনো। হাওরের নদ-নদী ও খাল-বিলে এখনও পানি আসেনি। এতে খানিকটা কৃষকদের মধ্যে কিছুটা স্বস্তি লক্ষ্য করা গেছে।
নলুয়া হাওরের ভুরাখালি গ্রামের কৃষক সুলতান মিয়া বলেন, প্রথমে ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা দেখা দিলেও এখন আর সেই শঙ্কা নেই। আবহাওয়া অনুকূলে থাকায় ভয় কেটে গেছে।
আরেক কৃষক ওবায়দুর রহমান বলেন, হাওরজুড়ে ধান কাটার ধুম পড়েছে। বৈশাখে ঝড়-বৃষ্টি হওয়া স্বাভাবিক। উপজেলার হাওর, নদ-নদী, খাল এখনও অনেকটা শুকনো। এতে ফসল হারানোর শঙ্কা অনেকটাই কেটে গেছে।
মইয়ার হাওরের ইকড়ছই গ্রামের কৃষক আশিক মিয়া বলেন, ৮ কেদার জমিতে বোরো আবাদ করেছি। এরই মধ্যে চার কেদার জমির ফসল কাটা শেষ। অবশিষ্ট জমির ফসল এখনও পুরাপুরি পাকেনি। আগামী ৭/৮ দিনে ফসল কাটা কাজ শেষ হয়ে যাবে বলে তিনি আশাবাদী।
নলুয়া হাওর-বেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, উৎকণ্ঠা কাটিয়ে প্রতিটি কৃষক পরিবার এখন বোরো ফসল ঘরে তোলার কাজে ব্যস্ত।
স্থানীয় কৃষি অধিদপ্তরের সূত্রমতে, এবার জগন্নাথপুরের ছোট-বড় ১৫টি হাওরে ২০ হাজার ৪শ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, উপজেলার প্রতিটি হাওরে পুরোদমে চলছে ধান কাটা। যেসব জমির ধান ৮০ ভাগ পেকেছে, সেই জমির ধান দ্রুত কাটার জন্য কৃষকদের বলা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৩০ ভাগ জমির ধান কাটা শেষ হয়েছে। ধান কাটার জন্য বর্তমানে ৭৪টি মেশিন (কম্বাইন হারভেস্টার) এবং প্রায় ১৮ হাজার শ্রমিক মাঠে কাজ করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে ১৫ দিনের মধ্যে হাওরের শতভাগ ধান কাটা শেষ হবে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, বর্তমানে উপজেলার হাওরগুলোতে পুরোদমে ধান কাটার উৎসব চলছে। প্রশাসন সার্বক্ষণিক এই বিষয়ে খোঁজ-খবর রাখছে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ধ ন স গ রহ উপজ ল র ক ষকদ র র হ ওর হ ওর র নদ নদ
এছাড়াও পড়ুন:
বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়
পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।
কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা