পরিবার বলছে, ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা, পুলিশ বলছে ‘পূর্বশত্রুতা’
Published: 21st, April 2025 GMT
রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় মো. আরমান হোসেন (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে তেজগাঁও পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মোড়ের কাছে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, ছিনতাইয়ে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করে আরমানকে হত্যা করা হয়েছে। তবে পুলিশের ভাষ্য, পূর্বশত্রুতার জেরে তাঁকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
আরমানের বাবা একরাম হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর কাছ থেকে ১০ টাকা নিয়ে সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছিল ছেলে। পরে শুনতে পান তিন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা আটকে ছিনতাই করছিলেন। তখন আরমান এগিয়ে গিয়ে ছিনতাইকারীদের ধাওয়া দেন। তখন ছিনতাইকারীরা তাঁর বাঁ পায়ের ঊরুতে ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে যায়।
একরাম হোসেন বলেন, গুরুতর আহত অবস্থায় আরমানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় শমরিতা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সোয়া নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, তিনজন যুবক আরমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাঁকে হত্যা করা হয়েছে। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
পরিবার জানায়, আরমান তিব্বত মোড় এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানের গুদামে কাজ করতেন। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার আন্ধারমানিক গ্রামে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।