কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ছুরিকাঘাতে মোকারিম মিয়া (১৬) নামে একজন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হলে তার চাচা এই ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। 

সোমবার (২১ এপ্রিল) রাতে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বিরার ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকারিম মিয়া বিরার ভিটা গ্ৰামেরই ফারুক মিয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, গতকাল সোমবার বিকালে মাছ ধরার সময় তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় চাচা-ভাতিজার মধ্যে। পরে রাতে আবারো এ বিষয় নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে চাচা বাবুল ভাতিজাক ছুরিকাঘাত করে। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত মোকারিমকে দ্রুত উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

জাফর ইকবাল বলেন, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।” 

এ ঘটনার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

ঢাকা/রুমন/টিপু 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল

শিল্পীর সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ