সিলেট টেস্টের প্রথম সকালের ঘটনা। ব্লেসিং মুজারাবানির লাফিয়ে ওঠা বলগুলো গ্লাভসে রাখতে হিমশিম খাচ্ছিলেন জিম্বাবুয়ের উইকেটকিপার নিয়োশো মায়াভো। কখনো বল ছুটে গিয়ে পড়ছে স্লিপে থাকা শন উইলিয়ামসের সামনে, কখনো ক্রেইগ আরভিনের। নতুন বল, সুইং, বাউন্স—সব মিলিয়েই হয়তো বলটা গ্লাভসে জমাতে পারছিলেন না মায়াভো! এমন ধারণা যদি করে থাকেন, তাহলে আপনার সেই ভুল এতক্ষণে ভাঙার কথা।

নতুন বলের মতো বল পুরোনো হলেও যে জিম্বাবুয়ের উইকেটকিপার হাতে রাখতে পারেন না, সেটি তো নিজেই প্রমাণ করেছেন। টেস্টের প্রথম তিন দিনে একে একে ক্যাচ ছেড়েছেন মুমিনুল হক, মাহমুদুল হাসান ও নাজমুল হোসেনের। তিনটিই ছিল সহজ সুযোগ। সুযোগগুলো মায়াভো নিতে পারলে, তৃতীয় দিন শেষেই ম্যাচ জয়ের কাছে থাকতে পারত জিম্বাবুয়ে।

মায়াভো মুমিনুলের ক্যাচ ছাড়েন টেস্টের প্রথম দিনে। মুমিনুল তখন এক রানও করতে পারেননি। ইনিংসের ১২তম ওভারে মুজারাবানির লাফিয়ে ওঠা এক ডেলিভারি মুমিনুলকে চমকে দিয়ে গ্লাভস ছুঁয়ে যায়। তবে উইকেটের পেছনে থাকা মায়াভো প্রতিক্রিয়া দেখাতেই দেরি করে ফেলেন। সেই ইনিংসে মুমিনুল করেন ৫৬ রান। চিন্তা করুন, ১৯১ রান থেকে ৫৬ চলে গেলে থাকে কত!

পরশু বিকেল মায়াভো ছেড়েছেন মাহমুদুলের ক্যাচ। মুজারাবানির বলে যে ক্যাচটি মায়াভো ছাড়েন, ওটা গ্লাভস হাতে ধরার চেয়ে ছাড়া কঠিন। মুজারাবানির প্রতিক্রিয়াও সেটা সবকিছু বলে দিচ্ছিল। অমন ক্যাচ মিস দেখে শূন্য লাথি মেরে জার্সিতে নিজের মুখ লুকিয়ে রাখেন এই পেসার।

জীবন পেয়ে তৃতীয় দিন শেষে ৬০ রানে অপরাজিত বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ