সংস্কার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপ ঘোষণা করুন: আ স ম রব
Published: 25th, April 2025 GMT
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, রাষ্ট্রীয় রাজনীতির মৌলিক সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে একটি রোডম্যাপ ঘোষণা করুন। সাংবিধানিক সংস্কারসহ জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সকল দল ও সমাজশক্তি তথা শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী সংগঠনসমূহের সাথে আলোচনা করে ব্যাপকভিত্তিক ঐক্যমত প্রতিষ্ঠা আবশ্যক।
জাতীয় সনদ নির্বাচনের আবশ্যিক শর্ত পূরণ করবে জানিয়ে তিনি বলেন, সংস্কার ও নির্বাচন পারস্পরিক পরিপূরক বিধায় সংস্কার ও নির্বাচনের সমন্বিত রোডম্যাপ ঘোষণা করা আবশ্যক। এই পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জাতীয় রাজনীতি একটি সুস্পষ্ট লক্ষ্যে ধাবিত হবে। সংস্কার ও নির্বাচন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। জাতীয় রাজনীতির মৌলিক প্রশ্নে ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য বা বিভেদ পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ করে তুলবে।
আজ শুক্রবার উত্তরাস্থ বাসভবনে জেএসডির স্থায়ী কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার শুরুতে ক্যাথলিক গুরু ফ্রান্সিস পোপের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন— দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য
মিসেস তানিয়া বর, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, মোহাম্মদ তৌহিদ হোসেন, অ্যাডভোকেট কে এম জাবির ও কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: আ স ম আবদ র রব র জন ত
এছাড়াও পড়ুন:
প্রকাশিত সংবাদ নিয়ে হাবিবের ভিন্নমত
নারায়ণগঞ্জ টাইমসে ২৯ শে জুলাই “হাবিব ও সজীবের জল্লারপাড় লেকে জমজমাট মাদক বাণিজ্য” এই শিরোনামে প্রচারিত সংবাদ নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন হাবিব।
তিনি বলেন আমাকে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ, সন্ত্রাসী আখ্যা দিয়ে যে সংবাদটি প্রচার করা হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। নিউজে যে ছবিটি ব্যবহার করে আমার সংবাদটি প্রচার করা হয় সেটি ২০১৪ সালের একটি ছবি।
সেদিন আমি একজন সাধারণ কর্মী হিসেবে ঐ দিন সে মিছিলে অংশ নিয়েছিলাম আমাদের এলাকার সজিবের নেতৃতে। পরবর্তীতে আমি আমার পরিবারের চাপে রাজনীতি থেকে সরে আসি। রাজিনীতিতে আমার কোন পদ পদবি ছিলোনা।
আর মাদকের যে বিষয়টি সংবাদে বলা হয়েছে সেটি হচ্ছে আমি এক সময় মাদকের সাথে জড়িত ছিলাম তবে গত ৩ বছর ধরে আমি সকল মাদক দ্রব্য কেনাবেচা ও মাদক গ্রহণ থেকে বিরত আছি।
এবং বর্তমানে আমি নিজ এলাকায় ওয়াইফাইয়ের ব্যবসা করে যাচ্ছি। কে বা কারা আমার বিরুদ্ধে এই অপপ্রচার চালিয়েছে আমার জানা নেই। তবে আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।