রাজধানীতে শুরু হয়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন শিল্প প্রদর্শনী ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’। সংশ্লিষ্টরা বলছেন, এই শো বাংলাদেশে বাণিজ্যিক যানবাহনের উৎপাদন এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথমদিনেই দর্শনার্থীদের ব্যাপক সমাগম দেখা যায় এতে। প্রদর্শনীতে এসিআই মটরসের ‘ফোটন' ভেহিক্যাল ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে।

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অটো সিরিজ অব এক্সিবিশন বাংলাদেশ-২০২৫’। এটি গত ১৭ বছর ধরে বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী।

প্রদর্শনীটি মার্কিন যুক্তরাষ্ট্রের কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-গ্লোবাল (সিইএমএস-গ্লোবাল) এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।

অটোসিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ একই সাথে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য় ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’ আয়োজন করছে।

আইসিসিবির এক নম্বর হলে কমার্শিয়াল অটোমোটিভ; ২ নম্বর হলে টু হুইলার; ৩ ও ৪ নম্বর হলে ফোর হুইলার পণ্য প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি, ৪টি হলে থাকছে অটো পার্টস, আফটারমার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট, আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক যান এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল পণ্যের প্রদর্শনী চলছে।

‘অটোসিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’ এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে।

মেলার প্রথমদিনে এক নম্বর হলে চলা ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেশি দেওয়া যায়। চলবে আগামী ৩ মে পর্যন্ত। এসিআই মটরস্ এই শোতে বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে এই জমকালো আয়োজনে অংশগ্রহণ করেছে।

এই প্রদর্শনীর মাধ্যমে এসিআই মটরস্ ঘোষণা দিয়েছে, তারা দেশের বাজারে ফোটনের নতুন সিরিজের আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি মডেল আনতে যাচ্ছে, যা দেশের পরিবহন সমাধানে নতুন মাত্রা যোগ করবে। প্রদর্শনীর প্রথম দিনে ১০টি ফোটন পিকআপ বিক্রি হয়।

ফোটনের যেকোনো পিকআপ ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার। রেফ্রিজেরেটর, স্মার্ট-টিভি এবং স্মার্টফোনের মতো আকর্ষণীয় পণ্য। এই অফার উপভোগ করা যাবে ৩ মে পর্যন্ত।

বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন.

ইসলাম।

আরো উপস্থিত ছিলেন সিইএমএস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, র‌্যাংগস অ্যান্ড র‌্যাংগস ওয়ার্কশপের প্রধান নির্বাহী মোহাম্মদ হামদুর রহমান সাইমন, র‌্যানকন অটোমোটিভের বিভাগীয় বিপণন প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন, এসিআই মোটরসের সিনিয়র জেনারেল ম্যানেজার আরিফুর রহমান ও ক্যাস্ট্রল, রক এনার্জি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম চৌধুরী।

২০০৬ সাল থেকে বাংলাদেশে অটোসিরিজ অফ এক্সিবিশনের অধীনে ‘ঢাকা মোটর শো’ সফলভাবে আয়োজন করা হচ্ছে।

ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং অটো সিরিজ অফ এক্সিবিশনের অধীনে সম্পর্কিত প্রদর্শনীগুলো মোটর উৎসাহী, ক্রেতা এবং অটো শিল্প বিক্রেতাদের এক ছাদের নিচে একত্রিত হওয়ার জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম।

আয়োজকদের মতে, প্রদর্শনীগুলো বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন, মোটরস্পোর্টস এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) এবং সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করছে।

প্রদর্শনীতে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, জিএসি মোটরস, ডংফেং, দীপাল ইত্যাদি ব্র্যান্ডের নতুন মডেলের যানবাহন প্রদর্শিত হবে, পাশাপাশি বাজাজ, স্পিডোস, ডংজিন, সালিদা ইভি ইত্যাদি দুই চাকার গাড়িও প্রদর্শিত হবে।

ঢাকা বাইক শো বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক অটোমোটিভ টু-হুইলার প্রদর্শনী। এই প্রদর্শনীতে মোটরসাইকেল, স্কুটার, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষঙ্গিক যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন শিল্প প্রদর্শনী, যা বাংলাদেশে বাণিজ্যিক যানবাহনের উৎপাদন এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ঢাকা অটোপার্টস শো বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি এবং অটো কম্পোনেন্ট প্রদর্শনী। এটি বিশ্বব্যাপী প্রশংসিত অটো-কম্পোনেন্ট ব্যবসার জন্য অটো কম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন মডেল উপস্থাপনের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম।

ঢাকা/হাসান/সাইফ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প রদর শ প র টস ম টরস

এছাড়াও পড়ুন:

৮৭ কোটি টাকা মানিলন্ডারিং, গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী এবং নারায়ণগঞ্জ (রূপগঞ্জ-১) এর সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (৭৭) ও তার সাবেক পিএস এমদাদুল হক (৫২) সহ মোট ৮ জনের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। 

মামলার অন্য অভিযুক্তরা হলেন- সৈয়দা ফেরদৌসী আলম নীলা (৫৭), তোফায়েল আহমেদ আলমাছ (৫৫), মো. মাহাবুবুর রহমান জাকারিয়া মোল্লা (৪৮),  মো. আনছার আলী (৫৫), আলফাজ উদ্দিন (৬৩) ও দিমন ভূঁইয়া (৫৫)।

প্রতারণাপূর্বক চাঁদাবাজীর মাধ্যমে ভুয়া দলিল তৈরি করে অবৈধভাবে মোট ২৪০১.৪৬ শতাংশ জমি (যার বর্তমান সরকারি বাজারমূল্য ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা) জবর দখল, হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তাদের বিরুদ্ধে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং- ৪৩ 

মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানাগেছে, অভিযুক্তরা অজ্ঞাত ৭/৮ জন ব্যক্তির সহায়তায় একটি সংঘবদ্ধ অপরাধ চক্র গড়ে তোলে। অপরাধ চক্রটি পরস্পর যোগসাজশে গত ২০১৫ সালের ১ জানুয়ারি  হতে ২০২৪ সালের ২০ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে ভিকটিম মো. শাহ আলমের ১২৪ শতাংশ, আব্দুস সোবহান মিয়ার ১০ শতাংশ, নাঈম প্রধানের ১৮ শতাংশ, হাসিনা বেগমের ০৯ শতাংশ, আলেয়ার ৪৫ শতাংশ, ইয়াছিন প্রধানের ২৭.৫ শতাংশ, সানজুরা বেগমের ০৪ শতাংশ, মো. আশরাফ উদ্দিন ভুইয়ার ৭২ শতাংশমোস্তফা মনোয়ার ভুইয়ার ৩৪৬ শতাংশ, মো. হাবিব খানের ১৮৩.৫ শতাংশ, রাশিদা ভুইয়ার ১২৪ শতাংশ, আমজাদ আলী ভুইয়ার ৭৬০.৫ শতাংশ, মোবারক ভুইয়ার ৩১ শতাংশ, নূর-ই-তাছলীম তাপসের ৪৩০.৭ শতাংশ, মো. মাহবুবুল হক ভুইয়ার ৭১.৪৭ শতাংশ ও   মোহাম্মদ মাহমুদুল হকের ৬৫ শতাংশসহ সর্বমোট ২৪০১.৪৬ শতাংশ জমি যার বর্তমান মূল্য (সরকারি দর অনুযায়ী) ৮৬ কোটি ৭৮ লাখ ৮৭ হাজার ৬৪৪ টাকা পরস্পর সংঘবদ্ধভাবে প্রতারণাপূর্বক চাঁদাবাজির মাধ্যমে ভুয়া দলিল সৃজন করে অবৈধভাবে স্থাবর সম্পত্তি জবর দখল করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর  করেছে। 

এ বিষয়ে সিনিয়র স্পেশাল জজ, মহানগর আদালত, ঢাকার পারমিশন পিটি. নং- ৬৮৪/২০২৫, তারিখ-৮ জুলাই ২০২৫ খ্রি. মুলে সম্পত্তি ক্রোক করা আছে, যার বর্তমান বাজার মূল্য ৪০০ (চারশত) কোটি টাকা। 

ক্রোককৃত সম্পত্তির রিসিভার হিসেবে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ, মহানগর আদালত, ঢাকা  সিআইডি প্রধান (এ্যাডিশনাল আইজিপি) কে নিয়োগ করেছেন। ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির অনুসন্ধান অব্যাহত রয়েছে।

মামলার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাবজাল বলেন, মামলাটি থানায় দায়ের হলেও তদন্ত করছে সিআইডি। 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে হেবা সম্পত্তী সাইনবোর্ড উপড়ে ফেলায় থানায় অভিযোগ 
  • গার্ডিয়ানে কাজ করা গাজার সাংবাদিক পেলেন ব্রিটিশ জার্নালিজম অ্যাওয়ার্ডস
  • ট্রাম্প অস্ত্রবিরতির ঘোষণা দিলেও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে লড়াই চলছে
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
  • আজ টিভিতে যা দেখবেন (১৩ ডিসেম্বর ২০২৫)
  • সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট, প্রজ্ঞাপন জারি
  • আজ টিভিতে যা দেখবেন (১২ ডিসেম্বর ২০২৫)
  • যৌন হয়রানির অভিযোগ কমিটিতে বাইরের সদস্য বাধ্যতামূলক করার আহ্বান
  • মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার
  • ৮৭ কোটি টাকা মানিলন্ডারিং, গাজীসহ ৮ জনের বিরুদ্ধে মামলা