আইসিবিতে কমার্শিয়াল অটোমোটিভ শো, ফোটন নিয়ে আগ্রহ
Published: 2nd, May 2025 GMT
রাজধানীতে শুরু হয়েছে দেশের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন শিল্প প্রদর্শনী ‘ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো’। সংশ্লিষ্টরা বলছেন, এই শো বাংলাদেশে বাণিজ্যিক যানবাহনের উৎপাদন এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রথমদিনেই দর্শনার্থীদের ব্যাপক সমাগম দেখা যায় এতে। প্রদর্শনীতে এসিআই মটরসের ‘ফোটন' ভেহিক্যাল ঘিরে দর্শনার্থীদের আগ্রহ দেখা গেছে।
ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘অটো সিরিজ অব এক্সিবিশন বাংলাদেশ-২০২৫’। এটি গত ১৭ বছর ধরে বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় এবং সুপ্রতিষ্ঠিত অটোমোটিভ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী।
প্রদর্শনীটি মার্কিন যুক্তরাষ্ট্রের কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস-গ্লোবাল (সিইএমএস-গ্লোবাল) এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে।
অটোসিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ একই সাথে ‘১৮তম ঢাকা মোটর শো ২০২৫’, ‘৯ম ঢাকা বাইক শো ২০২৫’, ‘৮ম ঢাকা অটো পার্টস শো ২০২৫’, ‘৭ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ২০২৫’ এবং ‘২য় ইলেকট্রিক ভেহিকল (ইভি) বাংলাদেশ এক্সপো ২০২৫’ আয়োজন করছে।
আইসিসিবির এক নম্বর হলে কমার্শিয়াল অটোমোটিভ; ২ নম্বর হলে টু হুইলার; ৩ ও ৪ নম্বর হলে ফোর হুইলার পণ্য প্রদর্শিত হচ্ছে। পাশাপাশি, ৪টি হলে থাকছে অটো পার্টস, আফটারমার্কেট অ্যাকসেসরিজ, লুব্রিকেন্ট, আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের গাড়ি, বাইক, বাণিজ্যিক যান এবং বৈদ্যুতিক যান তথা ইলেকট্রিক ভেইকল পণ্যের প্রদর্শনী চলছে।
‘অটোসিরিজ অব এক্সিবিশন্স বাংলাদেশ ২০২৫’ এর এবারের আয়োজনে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়াসহ ১৭টি দেশের বিভিন্ন ব্র্যান্ড, ১৭৫টিরও বেশি কোম্পানি, ৬০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে।
মেলার প্রথমদিনে এক নম্বর হলে চলা ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো ঘিরে দর্শনার্থীদের আগ্রহ বেশি দেওয়া যায়। চলবে আগামী ৩ মে পর্যন্ত। এসিআই মটরস্ এই শোতে বিশ্বের সর্বাধিক বিক্রিত ব্র্যান্ড ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে এই জমকালো আয়োজনে অংশগ্রহণ করেছে।
এই প্রদর্শনীর মাধ্যমে এসিআই মটরস্ ঘোষণা দিয়েছে, তারা দেশের বাজারে ফোটনের নতুন সিরিজের আধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি মডেল আনতে যাচ্ছে, যা দেশের পরিবহন সমাধানে নতুন মাত্রা যোগ করবে। প্রদর্শনীর প্রথম দিনে ১০টি ফোটন পিকআপ বিক্রি হয়।
ফোটনের যেকোনো পিকআপ ক্রয়ে থাকছে নিশ্চিত উপহার। রেফ্রিজেরেটর, স্মার্ট-টিভি এবং স্মার্টফোনের মতো আকর্ষণীয় পণ্য। এই অফার উপভোগ করা যাবে ৩ মে পর্যন্ত।
বৃহস্পতিবার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন.
আরো উপস্থিত ছিলেন সিইএমএস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান, র্যাংগস অ্যান্ড র্যাংগস ওয়ার্কশপের প্রধান নির্বাহী মোহাম্মদ হামদুর রহমান সাইমন, র্যানকন অটোমোটিভের বিভাগীয় বিপণন প্রধান মোহাম্মদ ফাহিম হোসেন, এসিআই মোটরসের সিনিয়র জেনারেল ম্যানেজার আরিফুর রহমান ও ক্যাস্ট্রল, রক এনার্জি লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক তানজিম চৌধুরী।
২০০৬ সাল থেকে বাংলাদেশে অটোসিরিজ অফ এক্সিবিশনের অধীনে ‘ঢাকা মোটর শো’ সফলভাবে আয়োজন করা হচ্ছে।
ঢাকা মোটর শো, ঢাকা বাইক শো এবং অটো সিরিজ অফ এক্সিবিশনের অধীনে সম্পর্কিত প্রদর্শনীগুলো মোটর উৎসাহী, ক্রেতা এবং অটো শিল্প বিক্রেতাদের এক ছাদের নিচে একত্রিত হওয়ার জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম।
আয়োজকদের মতে, প্রদর্শনীগুলো বাংলাদেশের মোটর, বাইক, যানবাহন, মোটরস্পোর্টস এবং বৈদ্যুতিক যানবাহন (ইভি) এবং সংশ্লিষ্ট খাতের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করছে।
প্রদর্শনীতে মিতসুবিশি, হোন্ডা, এমজি, প্রোটন, চাঙ্গান, সুজুকি, জিএসি মোটরস, ডংফেং, দীপাল ইত্যাদি ব্র্যান্ডের নতুন মডেলের যানবাহন প্রদর্শিত হবে, পাশাপাশি বাজাজ, স্পিডোস, ডংজিন, সালিদা ইভি ইত্যাদি দুই চাকার গাড়িও প্রদর্শিত হবে।
ঢাকা বাইক শো বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক অটোমোটিভ টু-হুইলার প্রদর্শনী। এই প্রদর্শনীতে মোটরসাইকেল, স্কুটার, বাইসাইকেল, হালকা বৈদ্যুতিক যানবাহন এবং আনুষঙ্গিক যানবাহন অন্তর্ভুক্ত রয়েছে।
ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক যানবাহন শিল্প প্রদর্শনী, যা বাংলাদেশে বাণিজ্যিক যানবাহনের উৎপাদন এবং বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ঢাকা অটোপার্টস শো বাংলাদেশের বৃহত্তম আন্তর্জাতিক গাড়ি এবং অটো কম্পোনেন্ট প্রদর্শনী। এটি বিশ্বব্যাপী প্রশংসিত অটো-কম্পোনেন্ট ব্যবসার জন্য অটো কম্পোনেন্ট এবং অটোমোবাইল প্রযুক্তির নতুন মডেল উপস্থাপনের জন্য একটি চমৎকার প্ল্যাটফর্ম।
ঢাকা/হাসান/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প রদর শ প র টস ম টরস
এছাড়াও পড়ুন:
এমি অ্যাওয়ার্ডস ২০২৫: বিজয়ী হলেন যারা
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে স্থানীয় সময় সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয় প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের ৭৭তম আসর। এবারের আসরে ১৩টি পুরস্কার জিতে বাজিমাত করেছে ‘দ্য স্টুডিও’। এর মধ্যে সেরা কমেডি সিরিজের পুরস্কারও রয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নেট বারগেৎজি।
এমি বিজয়ী হলেন যারা—
সেরা কমেডি সিরিজ: দ্য স্টুডিও
সেরা ড্রামা সিরিজ: দ্য পিট
সেরা লিমিটেড বা অ্যানথোলজি সিরিজ: অ্যাডোলেসেন্স
আরো পড়ুন:
সত্যিই কি ফের বাবা হয়েছেন তাহসান?
রিসোর্ট খুঁজছেন ফারিয়া, সারজিস কী পরামর্শ দিলেন?
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ): নোয়া হয়াইল, (দ্য পিট)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ): সেঠ রোগেন (দ্য স্টুডিও)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ): ব্রিট লোয়ার (সেভারেন্স)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): জিন স্মার্ট (হ্যাকস)
সেরা অভিনেতা (লিমিটেড/অ্যানথোলজি সিরিজ): স্টিফেন গ্রাহাম (অ্যাডোলেসেন্স)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ/মুভি): ক্রিস্টিন মিলিওতি (দ্য পেঙ্গুইন)
সেরা পরিচালক (ড্রামা সিরিজ): অ্যাডাম র্যানডাল, (স্লো হর্সেস, হ্যালো গুডবাই)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): সেঠ রোগেন ও ইভান গোল্ডবার্গ (দ্য স্টুডিও, দ্য অনার)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ): ফিলিপ বারান্তিনি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি): হান্না আইনবাইন্ডার (হ্যাকস)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি): জেফ হিলার (সামবডি সামহোয়ার)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ক্যাথেরিন লানাসা (দ্য পিট)
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা): ট্রামেল টিলম্যান (সেভারেন্স)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): এরিন ডোহার্টি (অ্যাডোলেসেন্স)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি চলচ্চিত্র): ওয়েন কুপার (অ্যাডোলেসেন্স)
ভ্যারাইটি টক সিরিজ: দ্য লেট শো
ভ্যারাইটি স্ক্রিপ্টেড সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
তথ্যসূত্র: ভ্যারাইটি
ঢাকা/শান্ত