সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ ও তাঁতী লীগ নেতা গ্রেপ্তার
Published: 2nd, May 2025 GMT
সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এক যুবককে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করার ঘটনায় হত্যাচেষ্টার মামলার এজাহার ভুক্ত আসামি (৩৬ নং আসামি) তাঁতী লীগ নেতা আলী মিয়া ও (১৯ নং আসামি) ছাত্রলীগ নেতা আল আমিন নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনূর আলম বলেন শনিবার (২ মে) দুপুরে মামলার এজাহারভুক্ত আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলা নং (৩০)।
এর আগে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫নং ওয়ার্ডের পূর্ব কলাবাগ এলাকার তাঁতী লীগ নেতা আলী মিয়া ও ছাত্রলীগ নেতা আল আমিনকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাংরোডস্থ বিদ্যুৎ অফিস, ভুমী পল্লীর সামনে আগ্নোয়াস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে লক্ষ্য করে অনবরত গুলি করে।
এসময় প্রাণ রক্ষার্থে দৌড়াইয়া পালাইয়া যাওয়ার সময় আগ্নেয়াস্ত্রের একটি গুলি মো: জসিম নামে এক যুবকের বাম হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে ২০০ অজ্ঞাত আসামি করে মামলা করা হয়।
এছাড়াও ছাত্রলীগ নেতা আল আমিনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: রাব্বী মিয়া (২২) নিহতের ঘটনায় এজাহার ভুক্ত (২০ নং আসামি) ছাত্রলীগ নেতা আল আমিন। (১১-০৯-২০২৪)।
এছাড়াও তাঁতী লীগ নেতা আলী মিয়া’সহ তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা বিভিন্ন অপরাধে একাধীক মামলা রয়েছে বলে জানা যায়।
এলাকাবাসী সুত্রে জানা যায়, স্বৈরাচারী আওয়ামী সরকার ক্ষমতা কালীন সময়ে তাঁতী লীগ নেতা আলী মিয়া, ছাত্রলীগ নেতা আল আমিন ও যুবলীগ নেতা আমিনুলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরে ছিলো সাধারণ মানুষ। এসকল আসামিদের সর্বোচ্চ বিচারের দাবি করেছেন এলাকাবাসী।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: হত য স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ থ ন
এছাড়াও পড়ুন:
কাতার গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। সফরকালে কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে মতবিনিময় করবেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও কাতারের মধ্যে সামরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে আগামী ৫ মে দেশে ফিরবেন সেনাবাহিনী প্রধান।