ইসলামী আন্দোলনের হুঁশিয়ারি ‘নৈতিক অবক্ষয়ের চক্রান্ত সফল হবে না’
Published: 9th, May 2025 GMT
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করিম আকরাম বলেন, সম্প্রতি কিছু সংগঠন যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি তুলেছে, যা ইসলাম, সংবিধান ও বাঙালি সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র।
ইসলামী শরীয়তে যৌনপেশা সম্পূর্ণ হারাম এবং সমাজের নৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেয়। এই চক্রান্ত কোনোভাবেই সফল হতে দেয়া হবে না। আমরা চাই দেশ চজ (অনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন করুক। প্রয়োজনীয় সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হতে পারে না।
ফতুল্লায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবপুর সাংগঠনিক ইউনিয়নের সম্মেলনে প্রধান বক্তার বক্তবে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় ফতুল্লার রামারবাগে পুতুল ঘর কনভেনশন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম বলেন, যেভাবে ২৪শে গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার হটানো হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদী শক্তি এলেও জনগণ আন্দোলনে নামবে।
বিশেষ অতিথি ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম বলেন, স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত হওয়া উচিত, যাতে জনগণের আস্থা প্রতিষ্ঠিত হয়।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি আলহাজ মুহাম্মাদ আমান উল্লাহ, সেক্রেটারি মুহাম্মাদ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী মুহাম্মাদ রুবেল হোসাইনসহ সহযোগী সংগঠন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষে প্রধান অতিথি মাওলানা গাজী আতাউর রহমান পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মুহাম্মাদ মাসুদুর রহমান। সহ-সভাপতি মুহাম্মাদ মোশারফ হোসেন ও মুহাম্মাদ ইউনুছ গাজী। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পান মুহাম্মাদ আবুল বাশার আল আজাদ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম
এছাড়াও পড়ুন:
আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ প্লাটফর্ম নিয়ে মাঠে থাকবে : মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মুফতি মাসুম বিল্লাহ বলেন, ইসলামী আন্দোলনের মুহতারাম আমির পীর সাহেব চরমোনাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স পাঠানোর জন্য ইসলামী সমমনা দলের সাথে সংলাপ ও পরামর্শ অব্যাহত রেখেছে।
আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন ঐক্যবদ্ধ প্লাটফর্ম নিয়ে মাঠে থাকবে। কারণ দেশের জনগণ অনেক দল দেখেছে। তাদের শাসন দেখেছে । ইতিহাস খোঁজ নিলে দেখা যায় বিগত দিনে যারাই রাষ্ট্র পরিচালনা করেছে তারা নিজেদের আখের গোছানোর জন্যই ব্যস্ত ছিল।
দেশের জনগণের কথা ও রাষ্ট্র উন্নয়নের ব্যাপারে তাদের ভূমিকা ছিল খুবই নগণ্য। তাই এবার আগামী নির্বাচনে দেশের জনগণ সৎ ও খোদাভীরু রাষ্ট্রনায়ক দেখতে চায়। দেশ ও দশের কল্যাণই থাকবে যাদের কাছে মুখ্য।
আজ বুধবার বাদ মাগরিব নগর কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও জেলা সভাপতি মাওলানা ইসলাম, মাওলানা মুজিবুর রহমান, সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর কবির, যুগ্ম সমন্বয়কারী মোঃ সুলতান মাহমুদ, যোগাযোগ সমন্বয়কারী মাওলানা শামসুল আলম, আইন সমন্বয়কারী ডাক্তার সাইফুল ইসলাম, প্রচার সমন্বয়কারী মোহাম্মদ বিলাল খান, সিদ্ধিরগঞ্জ থানা উত্তর সমন্বয়কারী মোঃ ইসমাইল ও অন্যান্য নেতৃবৃন্দ।
মাওলানা দ্বীন ইসলাম বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণ আর ভুল করবে না। কোন স্বৈরাচার, দখলদার, লুটপাটকারী ও পাচারকারীর হাতে দেশের ক্ষমতা হস্তান্তর করবেনা। এবার তারা খোদাভীরু, যোগ্য ব্যক্তির হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিবে।
তাই আসুন, আমরা আগামী নির্বাচনে সত্য ও ন্যায়ের পক্ষে, আধুনিক কল্যাণ রাস্ট্র প্রতিষ্ঠা করার জন্য পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে শপথ গ্রহণ করি।