নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারের পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পেছাল
Published: 15th, May 2025 GMT
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পিছিয়ে গেল। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ হাইকমিশনকে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার খবর জানানো হয়। বলা হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জরুরি বিষয়ে ব্যস্ত থাকবেন বলে এ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে।
বাংলাদেশ ছাড়াও আজ এ অনুষ্ঠানে তুরস্ক, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল। পরে উপযুক্ত সময়ে দিন স্থির করে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হবে।
হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল নয়াদিল্লি আসেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এক বার্তায় রাষ্ট্রপতির জরুরি কর্মসূচির কথা উল্লেখ করে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুনভারতের রাষ্ট্রপতির কাছে আগামীকাল পরিচয়পত্র পেশ করছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার১৪ মে ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: অন ষ ঠ ন প ছ র ষ ট রপত
এছাড়াও পড়ুন:
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান
জুলাই গণঅভ্যুত্থানে শরীয়তপুরের ১১টি শহীদ পরিবারের মাঝে ১০ লাখ টাকা করে সঞ্চয়পত্র প্রদান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৩ মে) বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবারগুলোর হাতে সঞ্চয়পত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন।
এসময় তিনি বলেন, “বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তার সামর্থ্যে মধ্যে শহীদ পরিবারগুলোর জন্য যা করণীয় সে বিষয়ে বদ্ধপরিকর। আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে শরীয়তপুরের ১১টি পরিবারের মাঝে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে। যখনই যেই মন্ত্রণালয় থেকে সহযোগিতা আসবে তা শহীদ পরিবারের মাঝে দেওয়া হবে।”
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন, জেলা সমাজসেবার উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য নাদিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমরান আল নাজির, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মিন্টু প্রমুখ।
ঢাকা/আকাশ/এস