ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ অনুষ্ঠান পিছিয়ে গেল। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি ভবনে এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ বাংলাদেশ হাইকমিশনকে রাষ্ট্রপতি ভবন থেকে ফোন করে অনুষ্ঠান পিছিয়ে যাওয়ার খবর জানানো হয়। বলা হয়, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জরুরি বিষয়ে ব্যস্ত থাকবেন বলে এ অনুষ্ঠান স্থগিত রাখা হচ্ছে।

বাংলাদেশ ছাড়াও আজ এ অনুষ্ঠানে তুরস্ক, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার কথা ছিল। পরে উপযুক্ত সময়ে দিন স্থির করে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হবে।

হাইকমিশনার নিযুক্ত হওয়ার পর রিয়াজ হামিদুল্লাহ গত ৭ এপ্রিল নয়াদিল্লি আসেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও এক বার্তায় রাষ্ট্রপতির জরুরি কর্মসূচির কথা উল্লেখ করে অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুনভারতের রাষ্ট্রপতির কাছে আগামীকাল পরিচয়পত্র পেশ করছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার১৪ মে ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অন ষ ঠ ন প ছ র ষ ট রপত

এছাড়াও পড়ুন:

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ৪২ ধরনের আয় করমুক্ত, সেগুলো কী

সরকারি কর্মকর্তাদের আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। তাঁদের অনেক আয়ের ওপর কর দিতে হয়, আবার কিছু আয়ের ক্ষেত্রে কর দিতে হয় না।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। তাঁদের একটি অংশ এখনো করজালের বাইরে থাকলেও আয়কর আইন অনুযায়ী নির্দিষ্ট আয়ের ওপর কর দেওয়া আইনিভাবে বাধ্যতামূলক।

করযোগ্য আয়

সরকারি বেতন আদেশভুক্ত একজন কর্মচারীর মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয় হিসেবে ধরা হবে। এসব আয়ের ওপর নির্ধারিত হারে আয়কর দিতে হবে।

করমুক্ত আয়

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৫-২৬ অর্থবছরের আয়কর নির্দেশিকায় ৪২ ধরনের ভাতা ও সুবিধাকে করমুক্ত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষাসহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউয়েন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউয়েন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউয়েন্স, ক্লিনার অ্যালাউয়েন্স, ড্রাইভার অ্যালাউয়েন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউয়েন্স, পিবিএক্স অ্যালাউয়েন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউয়েন্স, নার্সিং অ্যালাউয়েন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউয়েন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউয়েন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা ও গার্ড পুলিশ ভাতা। এ ছাড়া অবসরকালে প্রদত্ত লাম্প গ্রান্টও করমুক্ত থাকবে।

রিটার্ন দেওয়ার প্রস্তুতির ছয় পরামর্শ

রিটার্ন জমা দেওয়ার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কিছু প্রস্তুতি নেওয়া জরুরি—

১. নথি আগে জোগাড় করুন

জাতীয় পরিচয়পত্র, চাকরির আইডি, গত বছরের রিটার্ন, ব্যাংক স্টেটমেন্ট, বিনিয়োগ ও সঞ্চয়ের নথি গুছিয়ে রাখুন।

২. আয়ের উৎস স্পষ্ট করুন

মূল বেতন ছাড়াও ভাতা, চিকিৎসা খরচ, বাসাভাড়া, ভ্রমণ ভাতা ও অতিরিক্ত আয়ের তথ্য লিখুন।

৩. করমুক্ত ও করযোগ্য অংশ আলাদা করুন

সরকারি নিয়ম অনুযায়ী করমুক্ত ও করযোগ্য আয়ের হিসাব মিলিয়ে নিন।

৪. করছাড়ের সুযোগ নিন

জীবনবিমা, সঞ্চয়পত্র, শেয়ারবাজার বিনিয়োগ, শিক্ষা ব্যয় ইত্যাদির করছাড় গ্রহণ করুন।

৫. ভুল এড়িয়ে চলুন

বানান, অ্যাকাউন্ট নম্বর বা স্লিপ নম্বরের ভুল এড়ান। সব কাগজের কপি সংরক্ষণ করুন।

৬. সময়ের আগে জমা দিন

শেষ মুহূর্তের ঝামেলা এড়াতে সময়সীমার অন্তত ১০-১৫ দিন আগে রিটার্ন জমা দিন।

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ৪২ ধরনের আয় করমুক্ত, সেগুলো কী