আনন্দভ্রমণ শেষে ফেরার পথে ট্রলারে বাল্কহেডের ধাক্কায় যুবক নিখোঁজ, আহত ৫
Published: 17th, May 2025 GMT
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত ট্রলার ডুবে গেছে। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। এ ঘটনায় সুমন সিপাহী (২৫) নামের এক যুবক নিখোঁজ আছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের বাহেরচর কাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমন সিপাহী সদর উপজেলার পাঁচখোলা এলাকার কালু সিপাহীর ছেলে। তাঁর সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরিদল আজ শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করেছেন। এ ঘটনায় আহত ৫ জনকে উদ্ধার করে মাদারীপুরের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে পাঁচখোলা এলাকার ১৫ জন তরুণ-যুবক মিলে একটি ট্রলার ভাড়া করে আড়িয়াল খাঁ নদে আনন্দ ভ্রমণে বের হন। ভ্রমণ শেষে রাতে তাঁরা বাড়ি ফিরছিলেন। নদের বাহেরচর কাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী বাল্কহেড সজোরে ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি উল্টে যায়। পরে স্থানীয় লোকজন গিয়ে আরেকটি ট্রলারের সহায়তায় বেশ কয়েকজনকে উদ্ধার করে। তবে বেশির ভাগই সাঁতরে নদীর তীরে চলে যান। এ সময় সুমন নিখোঁজ হন।
অল্পের জন্য ট্রলারটির অন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন বলে জানান মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান। তিনি বলেন, নিখোঁজ একজনের সন্ধানে রাতে উদ্ধার অভিযান চালানোর মতো সরঞ্জামাদি না থাকায় আজ সকাল থেকে নদের বিভিন্ন অংশে অভিযান শুরু করা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অবৈধ এসব বাল্কহেড বন্ধে নৌ পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রংপুর-৪ আসনে নির্বাচনে লড়বেন এনসিপির আখতার হোসেন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে দলের সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘কাউনিয়া ও পীরগাছার পক্ষ থেকে আখতার হোসেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। জুলাই গণভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা- বিচার, সংস্কার ও নতুন সংবিধানের সেই লড়াইয়ে আখতার হোসেন এগিয়ে যাবেন।’ এরপর তিনি আখতারের হাত উঁচিয়ে ধরে তার হাত না ছাড়ার জন্য উপস্থিত জনতার কাছ থেকে প্রতিশ্রুতি নেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আপনাদের এলাকার সন্তান আখতার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছেন। কয়েকবার জেলও খেটেছেন। নিজের জীবন দিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়াই করা সৈনিকের নাম আখতার হোসেন। সে আপনাদের এলাকার গর্ব। আপনারা কীভাবে তাকে শক্তিশালী করবেন ও আরও উচ্চতায় পৌঁছাবেন, সেটা আপনাদের সকলের দায়িত্ব।’
এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সঞ্চালনায় এ পথসভায় আরও বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে জুলাই যোদ্ধা শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র সূচনা করে। দিনভর চলা এ কর্মসূচির সমাপ্তি হয় রাতে রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ড চত্বরে।