ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত
Published: 18th, May 2025 GMT
স্কুলগামী শিক্ষার্থীদের ব্যাংকিং চ্যানেলে যুক্ত করে সঞ্চয়ে উৎসাহিত করতে ঝালকাঠিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ মে) জেলার শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে বাংলাদেশ ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং লিড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা শহরের শিল্পকলা একাডেমি থেকে র্যালির মাধ্যমে কনফারেন্সের উদ্বোধন করা হয়। জেলার ২৩টি স্কুলের শিক্ষার্থী এবং ২২টি তফসিলি ব্যাংক এতে অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল শাখার নির্বাহী পরিচালক মো.
এছাড়া রূপালী ব্যাংক ঝালকাঠি শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. রোমান, ঝালকাঠি শহরস্থ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু জাফর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক দেবাশিষ কুন্ডু ও অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক খলিলুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক বরিশালের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয় প্রবণতা গড়ে তুলতেই স্কুল ব্যাংকিং কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ক্ষুদ্র ক্ষুদ্র জমানো টাকা ব্যাংকে জমা করতে পারবে। তাদের এই হিসাব থেকে কোন চার্জ কাটা হবে না। এছাড়া, তাদের জমানো টাকার ওপর লভ্যাংশও দেওয়া হবে।’’
সম্মেলনে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আর্থিক সচ্ছলতা নিশ্চিতে স্কুল জীবন থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা স্কুল ব্যাংকিংয়ের উপকারিতার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষায় আর্থিক অভ্যাস গড়তে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় লিড ব্যাংক হিসেবে রূপালী ব্যাংক এবং জেলার ২২টি ব্যাংক এই কনফারেন্সের আয়োজন করে।
ঢাকা/রাজীব
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কনফ র ন স ক বর শ ল ঝ লক ঠ অন ষ ঠ
এছাড়াও পড়ুন:
সাতক্ষীরায় ৩৫ সাংবাদিক নিয়ে বাস খাদে
সাতক্ষীরার তালায় গতকাল রোববার বিকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। তালা উপজেলার পাটকেলঘাটা থানার মির্জাপুর বাজার সংলগ্ন ইসলামকাঠির মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ওই বাসে ৩৫ জন সাংবাদিক ছিলেন। তারা সুন্দরবন সফর শেষে ঢাকায় ফিরছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ মে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ কাভার করার জন্য ঢাকা থেকে ৩৫ জন সাংবাদিক সাতক্ষীরা এসেছিলেন। পরে তারা সুন্দরবন সফরে যান। সেখান থেকে ঢাকায় ফেরার পথে তাদের বহনকারী বাসটি তালার ইসলামকাঠির মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় বাসে থাকা অনেকে কমবেশি আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। রাস্তার খারাপ অবস্থা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পাটকেলঘাটা থানা পুলিশ ও তালা ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যান।
পাটকেলঘাটা থানার ওসি মো. মাইন উদ্দীন জানান, দুর্ঘটনায় বাসটি উল্টে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।