চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশ সদরদপ্তরের সামনে মানববন্ধন করেছেন ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ (ক্যাডেট) উপ-পরিদর্শকরা (এসআই)।

আজ সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানে পুলিশ সদরদপ্তরের সামনের সড়কের এক পাশে এই মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধন শেষে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। স্লোগানের মধ্যে ছিল—‘এক বছরের পরিশ্রম, বৃথা কেন জানতে চাই’, ‘দাবি মোদের একটাই, চাকরি পুনর্বহাল চাই’, ‘রাষ্ট্রের বোঝা নয়, সেবক হতে চাই’, ‘বেতন ছাড়া ৩৬৫ দিন, আমার চাকরি ফিরিয়ে দিন’, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, প্রশিক্ষণরত অবস্থায় গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি মাসের মধ্যে ‘অযৌক্তিক’ কারণ দেখিয়ে চার ধাপে ৩২১ জন ক্যাডেট এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ তাদের দেওয়া হয়নি। চাকরি ফিরে পেতে তারা গত ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের আশ্বাসে তারা কর্মসূচি স্থগিত করছিলেন। সে সময় দাবি মেনে নেওয়ার জন্য ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেধে দেওয়া হয়েছিল। কিন্তু দাবি মানা হয়নি। এর পরিপ্রেক্ষিতে তারা আবার আন্দোলনে নেমেছেন।

অব্যাহতি পাওয়া রুবেল চন্দ্র দাস বলেন, ‘অযৌক্তিক কারণে চাকরিচ্যুত করা হয়েছে। ছয় মাস ধরে আমরা দাবি জানিয়ে আসছি, কিন্তু আমাদের কথা কেউ শুনছে না। সচিবের পক্ষ আমাদের আশ্বাস দিলেও তার বাস্তবায়ন হয়নি। আমরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি। এ জন্য পুলিশ হেডকোয়ার্টারের সামনে এসেছি, যাতে আইজিপি আমাদের বিষয়টি বিবেচনা করেন।’

অব্যাহতি পাওয়া আরেক এসআই রকিবুল হাসান বলেন, ‘চাকরি না থাকায় পরিবার নিয়ে বিপাকে আছি। এখন আমাদের দেশের সেবা করার কথা, কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরছি। তাই আমরা চাকরি ফিরে পেতে আইজিপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।’

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চার ধাপে ৪০তম ব্যাচের ৩২১ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি দেওয়া হয়। নাশতা না খেয়ে হট্টগোল, প্রশিক্ষকের আদেশ না শোনা, অমনোযোগিতার মতো কারণ দেখানো হয়। অব্যাহতি পাওয়ার পর থেকে তাঁরা চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র র স মন আম দ র

এছাড়াও পড়ুন:

বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন

সরকারঘোষিত ২১ ফিট রাস্তা সংস্কারের লক্ষ্যে যেসব বিল্ডিংয়ের আংশিক অংশ রাস্তার সীমানায় পড়েছে তা ভাঙার দাবিতে মানববন্ধন করেছেন রাজধানীর দক্ষিণখানের আশকোনা স্থানীয় বাসিন্দারা।

আজ শুক্রবার সকাল ১১টার দিকে আশকোনা মেডিকেল রোডে সংস্কারধীন রাস্তায় ‘নাগরিক অধিকারের ব্যানারে’ ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। এ সময় মানববন্ধন থেকে হ্যান্ডমাইকে সরকারঘোষিত রাস্তা বড় করার পক্ষে সংস্কার রাস্তার সীমানার মধ্যে পড়া বিল্ডিংয়ের আংশিক অংশ দ্রুত ভাঙার দাবি জানান। এ ছাড়া সংশ্লিষ্ট বিল্ডিং মালিকদের অনুরোধ জানিয়ে স্লোগান দেন মানববন্ধনে অংশ নেওয়া  কর্মীরা। 

মানববন্ধনে স্থানীয় বাসিন্দারা জানান, সরকার কর্তৃক রাজধানীর আশকোনা মেডিকেল রোডে সংস্করণ কাজ চলছে। এ অবস্থায় কিছু মালিকের বিল্ডিংয়ের আংশিক অংশ রাস্তার সীমানায় পড়ায় তা ভাঙতে তাদের নোটিশ দেওয়া হয়। এরইমধ্যে বেশ কয়েকজন মালিক রাস্তা বড় করার জন্য তাদের বিল্ডিংয়ের বাড়তি অংশ ভেঙে ফেলেছেন। কিন্তু এখনো ২-১ জন মালিক বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাছেন না। এ কারণে রাস্তা সংস্করণ করতে বাধার সৃষ্টি হয়েছে। 

রাস্তার পাশে থাকা মেসার্স মোস্তফা এন্টারপ্রাইজের মালিক মো. মোস্তফা কামাল সমকালকে জানান, যেসব বিল্ডিংয়ের বাড়তি কিছু অংশ রাস্তায় পড়েছে; সেসব ভাঙার জন্য স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। সংশ্লিষ্ট রাস্তার সংস্করণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মী (আনাম কনস্ট্রাকশন) শরীফুল ইসলাম সমকালকে জানান, রাস্তা প্রশস্ত করার কাজ চলছে। এ অবস্থায় রাস্তার সীমানায় থাকা কিছু  বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙতে নোটিশ করা হয়। অধিকাংশ মালিক ভাঙলেও ২-১ জন মালিক বাড়তি  অংশ না ভাঙায় সড়ক বড় করা যাচ্ছে না। এ কারনে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেন। 

স্থানীয় সোহানুর রহমান সোহাগ ও তারেক রহমানের নেতৃত্বে শতাধিক বাসিন্দা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • দোহারে বিএনপি নেতা শিক্ষক হারুনুর রশিদের খুনিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
  • মারা গেছেন বাদী ও চার আসামি, ৩৫ বছরেও শেষ হয়নি অস্ত্র মামলার বিচার
  • এসআই পরিচয়ে থানায় তরুণী, কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা
  • মুরাদনগরের সেই নারীকে নির্যাতনের ভিডিও ছড়ানোর ‘নেপথ্যের’ ব্যক্তি কারাগারে
  • সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা না থাকলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের
  • ৯ ঘণ্টা সড়কে লাশ রেখে দুই থানার ঠেলাঠেলি
  • থানা-হাইওয়ে পুলিশের ঠেলাঠেলিতে ৯ ঘণ্টা সড়কে পড়ে ছিল লাশ
  • এনসিসি ব্যাংকের ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  • গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন 
  • বিল্ডিংয়ের বাড়তি অংশ ভাঙার দাবিতে দক্ষিণখানে মানববন্ধন