কক্সবাজারে সরকারি খাসজমি বরাদ্দের আবেদনপত্রে জেলা প্রশাসকের (ডিসি) সই জাল করে জমা দেওয়ার অভিযোগে বুধবার বিকেলে রেজাউল করিম ওরফে সোহাগ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি পরিচয় দিয়েছেন। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল করিম কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বড়ছড়া এলাকায় ভূমিহীন, দরিদ্র ও প্রতিবন্ধীদের শিক্ষার জন্য খাসজমি বরাদ্দ চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদন করেন। আবেদন পত্রে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি হিসেবে সই রয়েছে রেজাউল করিমের। ওই আবেদনে ‘স্কুল নির্মাণের অনুমতি দেওয়া গেল’ লিখে নিচে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সই জুড়ে দেওয়া হয়।

জেলা প্রশাসকের সইযুক্ত আবেদনপত্র দেখে সন্দেহ হয় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন আহমদের। তিনি আবেদনপত্রটি যাচাই করে দেখতে পান জেলা প্রশাসকের সই জাল। এরপর রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদ করলে তিনি সই জাল করার বিষয়টি স্বীকার করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেটের সই জাল করা গুরুতর অপরাধ। এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’

অতিরিক্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন বলেন, ‘রেজাউল করিমকে বুধবার বিকেলে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।’

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

ইলিয়াস খান বলেন, এ ঘটনায় রেজাউল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করা হচ্ছে। তাঁকে বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সই জ ল র সই জ

এছাড়াও পড়ুন:

আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত রংপুর ক্যান্টনমেন্টের আর্মি নার্সিং কলেজে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. লেকচারার

পদসংখ্যা: ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: বিএনএমসির নীতিমালা অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন নার্সিং ডিগ্রি এবং মাস্টার্স ইন নার্সিং/এমপিএইচ অথবা নার্সিং রিলেটেড ফিল্ডে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

আরও পড়ুনপরিবার পরিকল্পনা অধিদপ্তরের ২৭ পদের চাকরি পেতে আর কত অপেক্ষা৬ ঘণ্টা আগে

২. নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা: ২

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

অনূর্ধ্ব–৩৫ বছর।

বেতন–ভাতা

কলেজের বেতনকাঠামো অনুযায়ী।

আরও পড়ুনসকালের অ্যালার্ম, না ফোনভীতি? জেন–জিরা কর্মজীবনের চ্যালেঞ্জ জয় করবেন যেভাবে৪ ঘণ্টা আগেআবেদনের নিয়ম

অধ্যক্ষ, আমি নার্সিং কলেজ, রংপুর, রংপুর সেনানিবাস—ঠিকানায় ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনপত্র কম্পিউটারে টাইপ করতে হবে।

আবেদন ফি

১ নম্বর পদের পরীক্ষার ফি ১,০০০ টাকা ও ২ নম্বর পদের আবেদন ফি ৫০০ টাকা। ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩১ ডিসেম্বর ২০২৫

আরও পড়ুনসরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ, পদ ৮১০৪ ডিসেম্বর ২০২৫আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৫ পদে চাকরি, আবেদন করুন দ্রুত
  • আর্মি নার্সিং কলেজে চাকরির সুযোগ
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি ম্যানেজমেন্টে মাস্টার্স, আবেদন শেষ ২৬ ডিসেম্বর