বার্সায় ক্যারিয়ার শেষ করার স্বপ্নে চুক্তি নবায়ন রাফিনিয়ার
Published: 23rd, May 2025 GMT
ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনা জার্সিতে নিজের ক্যারিয়ারের ফাইনাল অধ্যায় শুরু করতে চান। ক্লাবের সঙ্গে নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর পর এই প্রতিশ্রুতি দিলেন তিনি। গত মৌসুমে তার অসাধারণ ফর্ম বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রেখেছে।
রাফিনিয়া লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনার এই মৌসুমে শৈল্পিক ফুটবলে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। ব্যালন ডি’অরের মনোনয়ন প্রাপ্ত এই তারকা জানালেন, বার্সেলোনায় নিজের খেলার যাত্রা শেষ করতে চান তিনি।
চুক্তি নবায়ন পর রাফিনিয়া বললেন, “বার্সেলোনার অংশ হয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। অনেক আগে থেকেই আমি পরিবারকে জানিয়েছি, এখানেই শেষ করতে চাই। যতদিন মাঠে থাকব, সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাব।”
আরো পড়ুন:
বার্সেলোনার হোঁচট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে
দুই ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা চ্যাম্পিয়ন
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। যদিও প্রথম দুই মৌসুমে তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় ছিল না তেমন ভাল। তবে ২০২৪-২৫ মৌসুমে নিজেকে সম্পূর্ণরূপে প্রমাণ করেছেন। লা লিগায় ১৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পথ প্রসারিত করেছেন ১৩ গোল ও ৯ অ্যাসিস্টের মাধ্যমে।
এই অসাধারণ ছন্দে প্রিমিয়ার লিগ ও সৌদি লিগের শীর্ষ ক্লাবগুলোর নজর ছিল তার উপর। তবে বার্সেলোনা তাকে ধরে রেখেছে দলের ভবিষ্যতের ভিত্তি হিসেবে। চলতি মৌসুমেই তাকে পাঁচ অধিনায়কের মধ্যে একজন করা হয়েছে, যেখানে তার সঙ্গী রয়েছেন টার স্টেগেন, আরাউহো, ডি ইয়ং ও পেদ্রি।
রাফিনিয়া বলেন, “আমি শুধু একজন ফুটবলার নই, এখন আমি বাবা ও অধিনায়কও। দায়িত্ব বেড়েছে, অভিজ্ঞতাও। আশা করি, এই পথ চলায় আরও ভালো মানুষ ও খেলোয়াড় হব।” নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি যোগ করেন, “আমি আরও গোল ও সাহায্য করতে চাই, তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো বার্সেলোনার জার্সিতে আরও অনেক শিরোপা জেতা।”
বার্সেলোনার চলতি মৌসুমের শেষ ম্যাচ রবিবার (২৫ মে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বার্সায় ক্যারিয়ার শেষ করার স্বপ্নে চুক্তি নবায়ন রাফিনিয়ার
ব্রাজিলের উইঙ্গার রাফিনিয়া বার্সেলোনা জার্সিতে নিজের ক্যারিয়ারের ফাইনাল অধ্যায় শুরু করতে চান। ক্লাবের সঙ্গে নতুন করে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর পর এই প্রতিশ্রুতি দিলেন তিনি। গত মৌসুমে তার অসাধারণ ফর্ম বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে বড় অবদান রেখেছে।
রাফিনিয়া লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ জয়ী বার্সেলোনার এই মৌসুমে শৈল্পিক ফুটবলে ৩৪ গোল ও ২৫টি অ্যাসিস্ট করেছেন। ব্যালন ডি’অরের মনোনয়ন প্রাপ্ত এই তারকা জানালেন, বার্সেলোনায় নিজের খেলার যাত্রা শেষ করতে চান তিনি।
চুক্তি নবায়ন পর রাফিনিয়া বললেন, “বার্সেলোনার অংশ হয়ে যাওয়া আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। অনেক আগে থেকেই আমি পরিবারকে জানিয়েছি, এখানেই শেষ করতে চাই। যতদিন মাঠে থাকব, সেরাটা দেয়ার চেষ্টা চালিয়ে যাব।”
আরো পড়ুন:
বার্সেলোনার হোঁচট, রিয়ালের জয়ে পিচিচির দৌড়ে এগিয়ে এমবাপ্পে
দুই ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা চ্যাম্পিয়ন
২০২২ সালে ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় আসেন রাফিনিয়া। যদিও প্রথম দুই মৌসুমে তার পারফরম্যান্স প্রত্যাশার তুলনায় ছিল না তেমন ভাল। তবে ২০২৪-২৫ মৌসুমে নিজেকে সম্পূর্ণরূপে প্রমাণ করেছেন। লা লিগায় ১৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার পথ প্রসারিত করেছেন ১৩ গোল ও ৯ অ্যাসিস্টের মাধ্যমে।
এই অসাধারণ ছন্দে প্রিমিয়ার লিগ ও সৌদি লিগের শীর্ষ ক্লাবগুলোর নজর ছিল তার উপর। তবে বার্সেলোনা তাকে ধরে রেখেছে দলের ভবিষ্যতের ভিত্তি হিসেবে। চলতি মৌসুমেই তাকে পাঁচ অধিনায়কের মধ্যে একজন করা হয়েছে, যেখানে তার সঙ্গী রয়েছেন টার স্টেগেন, আরাউহো, ডি ইয়ং ও পেদ্রি।
রাফিনিয়া বলেন, “আমি শুধু একজন ফুটবলার নই, এখন আমি বাবা ও অধিনায়কও। দায়িত্ব বেড়েছে, অভিজ্ঞতাও। আশা করি, এই পথ চলায় আরও ভালো মানুষ ও খেলোয়াড় হব।” নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে তিনি যোগ করেন, “আমি আরও গোল ও সাহায্য করতে চাই, তবে সবচেয়ে বড় লক্ষ্য হলো বার্সেলোনার জার্সিতে আরও অনেক শিরোপা জেতা।”
বার্সেলোনার চলতি মৌসুমের শেষ ম্যাচ রবিবার (২৫ মে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে অনুষ্ঠিত হবে।
ঢাকা/আমিনুল