নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে। এ ঘটনায় আজ শনিবার সকালে অভিযান চালিয়ে হ্রদয় (৩০), মো.

সাব্বির (১৮), মো. আতিক (২২) ও মো. আলামিন (২০) নামের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেন৷ তিনি জানান, নিহত রায়হান তার বাবার সঙ্গে এসি সার্ভিসিংয়ের কাজ করতো। ঘটনার দিন বিকেলে তিনি তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড়ের ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের ওপর চড়াও হয়।

এজাহারে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ সন্ত্রাসীরা রায়হান ও তার বন্ধুদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে পাইটু হৃদয় নামে একজন ছুরি দিয়ে রায়হানের বাম বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা  হাসপাতালে নেওয়া হলে। সেখান থেকে তাকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রায়হানের বাবা মো. সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো- পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মো. হৃদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২), মো. জাহিদ (১৮) ও আল-আমিন (২০)। তাদের অনেকেই দক্ষিণ কদমতলীতে বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ

এছাড়াও পড়ুন:

জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান 

সোনারগাঁ উপজেলার মেঘনাঘাট ইসলামপুর এলাকায় জাল জালিয়াতি করে জমি দখলের অভিযোগে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীরকে জামিন দিয়েছেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। 

সোমবার (৭ জুলাই) দুপুরে সশরীরে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে তাকে জামিন প্রদান করেন নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল উদ্দিন। এরআগে গত ১৩ মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত। 

আদালতের মামলা সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের হোসেনপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ের আওতায় ইসলামপুর এলাকায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের জমি জাল জালিয়াতির মাধ্যমে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারী ৮৯ শতাংশ  বেশি সম্পত্তি নিজ নামে রেকর্ড করে নেয়।

এ ঘটনায় হেরিটেজ পলিমার অ্যান্ড লেমি টিউবস লিমিটেডের পক্ষে লিগ্যাল অফিসার মিলন হোসাইন নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের জন্য আদালত নারায়ণগঞ্জ সিআইডি পুলিশকে নির্দেশ প্রদান করে।

আদালতের নির্দেশনায় নারায়ণগঞ্জ সিআইডি পুলিশের এসআই মিজানুর রহমান তদন্ত শেষে আনন্দ শিপইয়ার্ডের জালিয়াতির মাধ্যমে জমি দখলের একটি প্রতিবেদন গত বছরের ৩ ডিসেম্বর আদালতে দাখিল করেন।

তদন্ত কর্মকর্তার প্রতিবেদন দাখিলের পর ১৩ মার্চ নারায়ণগঞ্জ আমলি আদালত ভূমি অপরাধ প্রতিরোধ আইনে আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান আব্দুল্লাহ হেল বারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোনায়া জারি করেন।
 

সম্পর্কিত নিবন্ধ

  • ১১ নং ওয়ার্ডে মাওলানা মঈনুদ্দিন আহমাদ’র গণসংযোগ সভা  
  • নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ সভা অনুষ্ঠিত 
  • শিয়াল মারার ফাঁদে জড়িয়ে প্রাণ গেল গৃহবধূর 
  • ‘অন্তর্বর্তী সরকার বিচারপ্রক্রিয়া আবার শুরু করলেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই’
  • নারায়ণগঞ্জ-৫ আসনে এমপি প্রার্থী সিরাজুল  মামুনের পক্ষে মিশনপাড়ায় গণসংযোগ
  • সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিপুল তেল জব্দ
  • মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে মামলা করলেন নারী
  • ডিসি-এসপির সাথে ইসলামী আন্দোলন ও অন্যান্য দলের মতবিনিময়
  • নারায়ণগঞ্জের সকল গ্লানি ও দূর্নাম মুছে ফেলতে হবে : গিয়াসউদ্দিন
  • জাল জালিয়াতি মামলায় জামিন পেলেন আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান