নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪
Published: 24th, May 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে। এ ঘটনায় আজ শনিবার সকালে অভিযান চালিয়ে হ্রদয় (৩০), মো.
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেন৷ তিনি জানান, নিহত রায়হান তার বাবার সঙ্গে এসি সার্ভিসিংয়ের কাজ করতো। ঘটনার দিন বিকেলে তিনি তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড়ের ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের ওপর চড়াও হয়।
এজাহারে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ সন্ত্রাসীরা রায়হান ও তার বন্ধুদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে পাইটু হৃদয় নামে একজন ছুরি দিয়ে রায়হানের বাম বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে। সেখান থেকে তাকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রায়হানের বাবা মো. সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো- পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মো. হৃদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২), মো. জাহিদ (১৮) ও আল-আমিন (২০)। তাদের অনেকেই দক্ষিণ কদমতলীতে বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
মানুষ চায় ইসলামী দল এদেশের ক্ষমতায় বসুক : মুফতি মাসুম বিল্লাহ
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, ৫ আগষ্টের পরে এদেশের মানুষ চায় ইসলামী দল নতুন করে এদেশের ক্ষমতায় বসুক। যাতে মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পায়। তাই ইসলামী আন্দোলন এর প্রতি বিশ্বাস ও ভালোবাসা আরও বেড়ে গিয়েছে।
কারণ বিগত শাসকরা দেশের কল্যাণের চেয়ে নিজেদের কল্যাণে বেশি ব্যস্ত ছিল। সুতরাং আমাদের দায়িত্বশীলদের আরও বেশি বেশি স্থানীয় জনকল্যাণমুখী কাজে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার (২৩ মে) থানা কার্যালয়ে সকাল ৮টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর ওয়ার্ড ও দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরউক্ত কথা বলেন।
সিদ্ধিরগঞ্জ থানা উত্তর এর সেক্রেটারি সাইয়্যেদ রিদওয়ান আহমাদের সভাপতিত্বে ও প্রশিক্ষণ সম্পাদক মুফতী হাবিবুল্লাহ মিসবাহ্ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তারবিয়াত প্রধান করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সেক্রেটারি জনাব সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুহাম্মদ বিল্লাল হোসেন খান।
বিশেষ অতিথি সুলতান মাহমুদ বলেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণযোগ্য অবস্থান তৈরি করবে। দেশের মানুষ আর লুটেরাদের ক্ষমতায় দেখতে চায় না। তারা দেশপ্রেমিক মানবহিতৈষীকে রাষ্ট্র ক্ষমতায় বসাবে, ইনশাআল্লাহ।