নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪
Published: 24th, May 2025 GMT
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মো. আব্দুল্লাহ খান রায়হান (১৬) নামের এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী ডিএন্ডডি লেকপাড় হৃদয়ের ক্লাবের সামনে। এ ঘটনায় আজ শনিবার সকালে অভিযান চালিয়ে হ্রদয় (৩০), মো.
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেন৷ তিনি জানান, নিহত রায়হান তার বাবার সঙ্গে এসি সার্ভিসিংয়ের কাজ করতো। ঘটনার দিন বিকেলে তিনি তার বন্ধুদের সঙ্গে ডিএনডি লেকপাড়ের ক্লাব চত্বরে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘবদ্ধ একটি কিশোর গ্যাং তাদের ওপর চড়াও হয়।
এজাহারে উল্লেখ করা হয়, সংঘবদ্ধ সন্ত্রাসীরা রায়হান ও তার বন্ধুদের এলোপাতাড়ি মারধর করতে থাকে। একপর্যায়ে পাইটু হৃদয় নামে একজন ছুরি দিয়ে রায়হানের বাম বুকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত সুফিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে নারায়ণগঞ্জ খাঁনপুর ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে। সেখান থেকে তাকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রায়হানের বাবা মো. সামিম খান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এজাহারে যাদের নাম উল্লেখ রয়েছে তারা হলো- পাইটু হৃদয় (১৫), মেহেদী (১৫), শুভ (১৫), মো. হৃদয় (৩০), মো. সাব্বির (১৮), মো. আতিক (২২), মো. জাহিদ (১৮) ও আল-আমিন (২০)। তাদের অনেকেই দক্ষিণ কদমতলীতে বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয় বিএনপি ) সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণ কালে রাকিবুল ইসলাম রাকিব বলেন দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের যারা মাঠে ছিলেন এবং হামলা মামলা সময় নেতাকর্মীদের পাশে ছিলেন ও জনগণের সাথে যাদের সম্পর্ক আছে দল তাকে মূল্যায়ন করবে।আপনার জননেতা নজরুল ইসলাম আজাদ ভাইয়ের জন্য কাজ করেন। তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে তুলে ধরেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আজারুল ইসলাম লাভলু, আড়াইহাজার পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর সাকিব, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আড়াইহাজার উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোবারক হোসাইন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক নবী হোসাইন,সাবেক যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক শান্ত আহমেদ, গোপালদী পৌর ছাত্রদল নেতা ইসমাইল হোসেন অপু, ইয়ামিন বিশনন্দী ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী মাসুদ, সাধারণ সম্পাদক খাজা মাইনউদ্দিন, যুবদল নেতা নুরুল ইসলাম জুয়েল,সাইজুদ্দিনসহ অসংখ্য নেতৃবৃন্দ।