ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়েছে। গত শনিবার কার্জন হলে এই অনুষ্ঠান শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দু’দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন।
ঢাবি শিক্ষার্থীদের সংগঠন বিজ্ঞান আড্ডা এই উৎসবের আয়োজন করে। এতে সহায়তা করে– ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি, ঢাকা ইউনিভার্সিটি চেজ ক্লাব ও ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি।ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিটি) উপাচার্য আবদুর রব, ঢাবির কোষাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম চৌধুরী, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ এবং জীববিজ্ঞান অনুষদের ডিন মো.

এনামুল হক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এ ছাড়া বিজ্ঞান আড্ডার সহ-প্রতিষ্ঠাতা ও অন্যতম সংগঠক উমামা ফাতেমা বক্তৃতা করেন। 

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউন ভ র স ট

এছাড়াও পড়ুন:

ছায়ানটের দুই দিনের নজরুল উৎসব শুরু

দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী নজরুল উৎসবের আয়োজন করেছে ছায়ানট। আজ রোববার সন্ধ্যায় সাতটায় ছায়ানট মিলনায়তনে উৎসবের প্রথম দিনের কার্যক্রম শুরু হয়।

ছায়ানটের শিল্পীদের সম্মেলক কণ্ঠে ‘এ কী অপরূপ রূপে মা তোমার’ গানের সঙ্গে সম্মেলক নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ছিল কথন। প্রাবন্ধিক মফিদুল হক জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। এরপর ছিল সম্মেলক গান ‘দেশ গৌড়-বিজয়ে দেবরাজ’। গানের পরে ছিল বিশেষ গীতি–আলেখ্য ‘কাবেরী তীরে’।

অনুষ্ঠান সাজানো হয়েছিল গীতি–আলেখ্য, একক ও সম্মেলক গান, নৃত্য ও আবৃত্তি দিয়ে। নুসরাত জাহানের গাওয়া ‘মেঘের হিন্দোলা দেয়’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন ফারহানা আহমেদ। আবৃত্তি করেন রফিকুল ইসলাম।

একক শিল্পীদের মধ্যে নাসিমা শাহীন ফ্যান্সী পরিবেশন করেন ‘এখনো মেটেনি আশা’, ‘মোহিত খান গেয়েছেন ‘কাবেরী নদী জলে কে গো বালিকা’, ‘এসো চির জনমের সাথী’ গেয়েছেন শ্রাবন্তী ধর, ‘নিশি রাতে রিম ঝিম ঝিম’ পরিবেশন করেছেন মইদুল ইসলাম, ‘পাষাণের ভাঙালে ঘুম’ গেয়েছেন সঞ্জয় কবিরাজ। একক শিল্পীদের মধ্যে আরও ছিলেন ইয়াকুব আলী খান, ঐশ্বর্য সমদ্দার, ধ্রুব সরকার, ছন্দা চক্রবর্তী, রেজাউল করিম, প্রিয়ন্ত দেব, প্রিয়াঙ্কা গোপ, অরূপ সমদ্দার, নাসরিন আক্তার, জয়েৎ কল্যাণ ও শুক্লা পাল। শিল্পীরা ‘নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়’, ‘রহি রহি কেন সে মুখ পড়ে মনে’, ‘ও গো বৈশাখী ঝড়’, ‘পরদেশী বঁধুয়া’সহ অনেকগুলো গান গেয়ে শুনিয়েছেন।

সম্মেলক গান ‘ত্রিংশ কোটি সন্তান তব’ ও ‘বিজলি খেলে আকাশে কেন’ পরিবেশন করেন ইউডার শিক্ষার্থীরা। শেষে ছিল ছায়ানটের ছোটদের দলের সম্মিলিত গান পরিবেশনা ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি’।

সম্পর্কিত নিবন্ধ

  • ছায়ানটের দুই দিনের নজরুল উৎসব শুরু
  • প্রথমবারের মতো অ্যান্টিম্যাটার পরিবহনের পাত্র তৈরি করেছেন বিজ্ঞানীরা
  • লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল পরিচালনা করবেন যারা
  • নিষিদ্ধের শেকল ভেঙে কানে জাফর পানাহির স্বর্ণপাম জয়
  •  নিষিদ্ধের শেকল ভেঙে কানে স্বর্ণপাম জিতলেন জাফর পানাহি
  • মহাকালে রোমাঞ্চকর লড়াই
  • ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্মরণীয় ২৫ মুহূর্ত
  • ১০ ব্যান্ড নিয়ে প্রথমবার নজরুল কনসার্ট-অ্যালবাম
  • ‘টানা দশ মিনিট করতালির দৃশ্য কোনোদিন ভুলব না’