‘স্টেরিওটাইপ’ থেকে বেরোতে চান জ্যাকুলিন
Published: 26th, May 2025 GMT
চলতি বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। তাঁর উপস্থিতিতে ছিল উষ্ণতা, ছিল গ্ল্যামার। তবে এই উৎসব তাঁর জন্য শুধু ফ্যাশন প্রদর্শন নয়, খোলামেলা কথাবার্তারও মঞ্চ হয়ে উঠেছিল। বলিউডে নিজের অবস্থান, ‘স্টেরিওটাইপ’ চরিত্র করার অভিজ্ঞতা এবং অভিনয়জীবনের সংকট নিয়ে মুখ খুলেছেন জ্যাকুলিন।
হিন্দি ছবিতে জ্যাকুলিনকে প্রায়ই একই ধরনের চরিত্রে দেখা গেছে, যাকে বলে স্টেরিওটাইপ।
জ্যাকুলিন ফার্নান্দেজ। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরাক, ইরান থেকে ফিলিস্তিন, কানে চমক মধ্যপ্রাচ্যের সিনেমার
স্বর্ণপাম
‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’, ইরান
বছরের পর বছর ধরে ইরানে গোপনে সিনেমা বানিয়েছেন জাফর পানাহি। ‘পাচার’ করেছেন বিদেশি উৎসবে। নিজেই এবার কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন নির্মাতা। রাজনৈতিক থ্রিলার ঘরানার ছবি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ দিয়ে ২২ বছর পর কান উৎসবে ফিরলেন ইরানি নির্মাতা। দীর্ঘ বিরতির পর তাঁর প্রত্যাবর্তন হয়ে রইল স্মরণীয়। ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ জিতল উৎসবের সর্বোচ্চ পুরস্কার।