কাভারাডোনা!

৩৩ বছর পর নাপোলিকে সিরি ‘আ’ জেতানোর পথে ডিয়েগো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েই তকমাটা পেয়েছিলেন খিচা কাভারাস্কেইয়া। জর্জিয়ান উইঙ্গার এখন আর নাপোলিতে খেলেন না। কাভারাডোনা এখন প্যারিসে, খেলেন ফ্রেঞ্চ লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজিতে। প্রথম মৌসুমেই পিএসজির হয়ে এরই মধ্যে ‘ডাবল’ জিতে গেছেন কাভারাস্কেইয়া। লিগ ‘আঁ’ জয়ের পর শনিবার রাতে কুপ দে ফ্রান্সও জিতেছে তাঁর দল। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ‘ট্রেবল’ও জিতে যাবেন কাভারাস্কেইয়া।

‘ট্রেবল কোথায়, আমি তো কোয়াড্রপল জিতব’—কাভারাস্কেইয়া প্রতিবাদ করে বলতেই পারেন! সেই প্রতিবাদের জবাবে পাল্টা যুক্তি দেওয়ার কিন্তু উপায় নেই। ২৪ বছর বয়সী তারকা তো এরই মধ্যে এই মৌসুমে তিনটি শিরোপা জিতেই গেছেন।    

কীভাবে?

শুক্রবার রাতে কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে তাঁর সাবেক ক্লাব নাপোলি আবারও সিরি ‘আঁ’ চ্যাম্পিয়ন হয়েছে। আর তাতেই তো মৌসুমে দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পদক পেয়ে গেছেন কাভারাস্কেইয়া। মৌসুমে শুরুটা তো তিনি নাপোলিতেও করেছিলেন।

মৌসুমের শুরুতে নাপোলির হয়ে ১৭টি লিগ ম্যাচ খেলেছেন খিচা কাভারাস্কেইয়া.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ