এই মৌসুমে দুই দেশের দুই লিগ জেতা ‘কাভারাডোনা’র চোখে এখন কোয়াড্রপলে
Published: 26th, May 2025 GMT
কাভারাডোনা!
৩৩ বছর পর নাপোলিকে সিরি ‘আ’ জেতানোর পথে ডিয়েগো ম্যারাডোনাকে মনে করিয়ে দিয়েই তকমাটা পেয়েছিলেন খিচা কাভারাস্কেইয়া। জর্জিয়ান উইঙ্গার এখন আর নাপোলিতে খেলেন না। কাভারাডোনা এখন প্যারিসে, খেলেন ফ্রেঞ্চ লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজিতে। প্রথম মৌসুমেই পিএসজির হয়ে এরই মধ্যে ‘ডাবল’ জিতে গেছেন কাভারাস্কেইয়া। লিগ ‘আঁ’ জয়ের পর শনিবার রাতে কুপ দে ফ্রান্সও জিতেছে তাঁর দল। এরপর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন হলে ‘ট্রেবল’ও জিতে যাবেন কাভারাস্কেইয়া।
‘ট্রেবল কোথায়, আমি তো কোয়াড্রপল জিতব’—কাভারাস্কেইয়া প্রতিবাদ করে বলতেই পারেন! সেই প্রতিবাদের জবাবে পাল্টা যুক্তি দেওয়ার কিন্তু উপায় নেই। ২৪ বছর বয়সী তারকা তো এরই মধ্যে এই মৌসুমে তিনটি শিরোপা জিতেই গেছেন।
কীভাবে?
শুক্রবার রাতে কালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে তাঁর সাবেক ক্লাব নাপোলি আবারও সিরি ‘আঁ’ চ্যাম্পিয়ন হয়েছে। আর তাতেই তো মৌসুমে দ্বিতীয়বার চ্যাম্পিয়নের পদক পেয়ে গেছেন কাভারাস্কেইয়া। মৌসুমে শুরুটা তো তিনি নাপোলিতেও করেছিলেন।
মৌসুমের শুরুতে নাপোলির হয়ে ১৭টি লিগ ম্যাচ খেলেছেন খিচা কাভারাস্কেইয়া.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
পশুর হাটে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধীর দুই নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে কুড়িগ্রামের যাত্রাপুর পশুর হাটের ‘বৈধ’ ইজারাদার মাহাবুব রহমান ও তাঁর সহযোগী মো. আলমগীর গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার রসিদ ছাড়া চাঁদা তোলার সময় যৌথ বাহিনীর হাতে তারা আটক হন। গতকাল বুধবার সকালে তাদের বিরুদ্ধে মামলা হলে পুলিশ গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়। সেখানে বৈধতার কাগজপত্র দেখালে শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।
গ্রেপ্তার মাহাবুব রহমান কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান। মো. আলমগীর কুড়িগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক। গত মঙ্গলবার তাদের বিরুদ্ধে যাত্রাপুর গরুর হাটে রসিদ ছাড়া চাঁদা তোলার অভিযোগ ওঠে। পরে ফেনী জেলার মহিষ ব্যবসায়ী আনোয়ার হোসেন আজাদ হাটে টহলরত যৌথ বাহিনীর কাছে অভিযোগ করলে তাদের আটক করা হয়। আলমগীর পুরো ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন।
এজাহারে বলা হয়, ফেনীর ছাগলনাইয়ার মহিষ ব্যবসায়ী আনোয়ার মঙ্গলবার যাত্রাপুর হাট থেকে ১৭টি মহিষ কেনেন। পরে অভিযুক্তরা তাঁকে (আনোয়ার) গরু-মহিষ বিক্রির রসিদ শেডঘরে নিয়ে যান এবং প্রত্যেক মহিষের জন্য ৫০০ টাকা করে ৮ হাজার ৫০০ টাকা চাঁদা আদায় করেন। এ সময় আনোয়ার তাদের কাছে রসিদ চাইলে তারা তা দেখাতে পারেননি। আনোয়ার বিষয়টি যৌথ বাহিনীকে জানালে এ দু’জনকে আটক করা হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ বলেন, ‘মাহাবুব রহমান ওই হাটের ইজারাদার। তিনি চাঁদাবাজ নন। আমার সঙ্গে মাহাবুব রহমানের কথা হয়েছে। তারা কাগজ প্রদর্শনের সময় পাননি। তাৎক্ষণিকভাবে তাদের আটক করে যৌথ বাহিনী। সকালে কাগজপত্র দেখালে তাদের জামিন হয়।’
কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, মাহাবুব রহমান যাত্রাপুর হাটের বৈধ ইজারা মালিক। তবে ওই সময়ে তাঁর কাছে কাগজপত্র না থাকায় চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়। সকালে থানায় চাঁদাবাজির মামলা করেন ব্যবসায়ী আনোয়ার হোসেন। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আলমগীর বলেন, দুপুরে যথাযথ কাগজ আদালতে দাখিল করে জামিনে মুক্ত হয়েছি। এটি সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল।