Samakal:
2025-08-01@02:07:27 GMT
কিশোরগঞ্জে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু
Published: 26th, May 2025 GMT
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তোফায়েল মিয়া (১৮) নামে এক তরুণ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া ওই গ্রামের নিয়াজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, অটোরিকশায় বিদ্যুৎ সংযোগ থাকা অবস্থায় তোফায়েল গাড়িটি স্পর্শ করতেই তড়িৎ প্রবাহে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর ইকবাল বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো তথ্য পাইনি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়রা এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিরাপদ বিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে