Samakal:
2025-07-31@12:45:23 GMT

ইউরোপের পাঁচ লিগের সাতকাহন

Published: 27th, May 2025 GMT

ইউরোপের পাঁচ লিগের সাতকাহন

প্রায় ১০ মাসের লম্বা সময়, প্রতি সপ্তাহে অন্তত একটি করে লিগের ম্যাচ। মৌসুম এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যোগ হয় অন্যান্য টুর্নামেন্টের ম্যাচের ব্যস্ততা। এরই মাঝে লেখা হয়ে থাকে ইউরোপিয়ান ক্লাবগুলোর উত্থান-পতনের অনেক গল্প। স্মৃতি হয়ে থাকে কিছু ম্যাচ। বছরজুড়ে বিশ্বের ফুটবলপ্রেমীদের বিনোদন দিয়ে যাওয়া ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মৌসুম শেষ হয়েছে গতকাল। যেখানে কেউ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে, কেউ আবার লিগ থেকেই অবনমন করেছে। 

আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। সেখানে ইউরোপের যেসব ক্লাব অংশ নেবে, সেগুলোর হয়তো বিশ্রামের সুযোগ নেই। তবে বাকিগুলোর হাতে অন্তত আড়াই মাসের ছুটি। এর মাঝে কোনো কোনো ক্লাব ওয়ার্ল্ড ট্যুরে বের হলেও তারকা ফুটবলারদের জন্য সেসব ম্যাচ খেলার তাড়া নেই। আগস্টের মাঝামাঝি ইউরোপের বিভিন্ন দেশে ২০২৫-২৬ ফুটবল মৌসুম শুরু হবে। এর আগে ২০২৪-২৫ মৌসুম শেষে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোন দল কোথায় অবস্থান করছে, কোন লিগ থেকে কোন ক্লাব চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পেয়েছে, কেই বা ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগে খেলার সুযোগ পেয়েছে, সেটা একনজরে দেখে নেওয়া যেতে পারে।

প্রিমিয়ার লিগ (ইংল্যান্ড) 
চ্যাম্পিয়ন: লিভারপুল
চ্যাম্পিয়ন্স লিগ (৬): লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউক্যাসল ইউনাইটেড, টটেনহাম হটস্পার।
ইউরোপা লিগ (২): অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস।
কনফারেন্স লিগ (১): নটিংহ্যাম ফরেস্ট।
রেলিগেশন: লেস্টারসিটি, ইপসুইচ, সাউদাম্পটন।
প্রমোশন: লিডস ইউনাইটেড, বার্নলি, সান্ডারল্যান্ড।

সিরি-এ (ইতালি)
চ্যাম্পিয়ন: ন্যাপোলি।
চ্যাম্পিয়ন্স লিগ  (৪): ন্যাপোলি, ইন্টার মিলান, আটালান্টা, জুভেন্টাস।
ইউরোপা লিগ  (২): রোমা, বোলোনিয়া।
কনফারেন্স লিগ (১): ফিওরেন্তিনা
রেলিগেশন : এম্পোলি, ভেনিজিয়া, মোনজা।
প্রমোশন: সাসুওলো, পিসা।

লা লিগা (স্পেন)
চ্যাম্পিয়ন: বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগ (৫): বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাতলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিক বিলাবাও, ভিয়ারিয়াল।
ইউরোপা লিগ (২): রিয়াল বেটিস, সেল্টা ভিগো।
কনফারেন্স লিগ (১): রায়ো ভায়েকানো।
রেলিগেশন: লেগানেস, লাস পালমাস, রিয়াল ভায়াদোলিদ।
প্রমোশন: লেভান্তে।

বুন্দেসলিগা (জার্মানি)
চ্যাম্পিয়ন: বায়ার্ন মিউনিখ। 
চ্যাম্পিয়ন্স লিগ (৪): বায়ার্ন মিউনিখ, লেভারকুজেন, আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট, বরুশিয়া ডর্টমুন্ড।
ইউরোপা লিগ (২): এসসি ফ্রেইবুর্গ স্টুটগার্ট।
কনফারেন্স লিগ (১): মাইঞ্জ।
রেলিগেশন: হলস্টেইন কেইল, বোখাম।

লিগ ওয়ান (ফ্রান্স)
চ্যাম্পিয়ন: প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)।
চ্যাম্পিয়ন্স লিগ (৪) : পিএসজি, মাঁর্শেই, এএস মোনাকো, নিঁস।
ইউরোপা লিগ (২) : লিঁলে, লিঁও।
কনফারেন্স লিগ (১) : স্ট্রাসবার্গ।
রেলিগেশন: সেন্ট এতিয়েন,  মন্তেপিলার।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: কনফ র ন স ল গ ইউর প র

এছাড়াও পড়ুন:

চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

ম্যাস র‍্যাপিড ট্রানজিটের ভূমি অধিগ্রহণে জালিয়াতি, মামলার অনুমোদন

ফেনীতে ছাত্র হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘‘সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। সে সময় শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন সিরাজুলের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৫ সালের ২৩ জুলাই তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ