ছেলেদের ট্রফি জয়ের আনন্দ, উৎসবে যোগ দিলেন মেসিও
Published: 27th, May 2025 GMT
বাবার ট্রফি ক্যাবিনেটে বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগসহ সম্ভাব্য সব ট্রফিই আছে। কিন্তু এরপরও ছেলেদের যেকোনো শিরোপা জয়ের আনন্দটা বাবার কাছে অন্য রকমই হওয়ার কথা।
লিওনেল মেসির ক্ষেত্রেও বিষয়টা যেন তেমনই। এত দিন নিজের ট্রফি জয় উপভোগ করেছেন, এখন ছেলেদের ট্রফি জয়ও উদ্যাপন করছেন আর্জেন্টাইন মহাতারকা।
সম্প্রতি বর্ণাঢ্য আয়োজনে দক্ষিণ ফ্লোরিডায় উদ্যাপন করা হয় মেমোরিয়াল ডে। এ আয়োজনে যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের তরুণ প্রতিভাবানদেরও আমন্ত্রণ জানানো হয়। এ আয়োজন সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছে একটি যুব ফুটবল টুর্নামেন্ট। যেখানে দর্শকসারিতে উপস্থিত ছিলেন মেসিও।
আরও পড়ুনএক দিনেই মেসির তিন ছেলের হাতে ট্রফি, চিরোর অবিশ্বাস্য ‘মেসি’ গোল১৮ ফেব্রুয়ারি ২০২৫শুধু মেমোরিয়াল ডে উদ্যাপনের জন্যই নয়, মেসি উপস্থিত ছিলেন নিজের ছেলেদের খেলা উপভোগ করার জন্যও। আর দিন শেষে ছেলেদের হাতে ট্রফি দেখে আনন্দেও ভেসেছেন ইন্টার মায়ামি তারকা।
গত ফেব্রুয়ারিতে ট্রফি জয়ের পর সন্তানদের সঙ্গে মেসি ও রোকুজ্জো.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডাইনির সাজে শাবনূর!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। মাঝেমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে নিজের খবর জানান দেন তিনি। এবার সেই পর্দার প্রিয় নায়িকা হাজির হয়েছেন এক ভিন্ন সাজে—ডাইনির রূপে!
প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বের নানা প্রান্তে পালিত হয় ঐতিহ্যবাহী হ্যালোইন উৎসব। পশ্চিমা বিশ্বে এটি এক জনপ্রিয় দিন, যেখানে মানুষ নানা ভুতুড়ে সাজে নিজেদের উপস্থাপন করে। যদিও অনেকেই মনে করেন এটি কেবল ভূতের সাজের উৎসব, আসলে মৃত আত্মাদের স্মরণেই হাজার বছরের ঐতিহ্যবাহী এ দিনটি উদযাপিত হয়।
আরো পড়ুন:
পর্দায় ‘মহল্লা’র ভালো-মন্দ
বাবা হওয়ার কোনো বয়স আছে? সত্তরে কেলসির চমক
সেই উৎসবের আমেজে এবার শামিল হয়েছেন শাবনূরও। ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা গেছে, ছেলে আইজানকে সঙ্গে নিয়ে তিনি সেজেছেন ভয়ংকর এক ডাইনির সাজে—চোখের কোণ বেয়ে নেমে আসছে লাল রক্তের রেখা, সঙ্গে এক ‘ভূতুড়ে’ চেহারার চরিত্র।
ছবির ক্যাপশনে শাবনূর লিখেছেন, “আমি সাধারণ মা নই, আমি একজন দুর্দান্ত মা—যিনি একজন ডাইনিও! হ্যালোইনের শুভেচ্ছা, বাচ্চারা!”
পোস্টের শেষে তিনি যোগ করেছেন, “এটা শুধু মজা করার জন্য।”
ভক্তরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছা ও প্রশংসায়। কেউ লিখেছেন, “শাবনূর মানেই চমক,’ কেউ আবার জানিয়েছেন, ‘হ্যালোইনেও আপনি আমাদের শাবনূরই—ভালোবাসা রইল।”
ঢাকা/রাহাত/লিপি