ইশরাকের মেয়র পদ নিয়ে আপিল বিভাগে শুনানি বৃহস্পতিবার
Published: 28th, May 2025 GMT
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষণা করে গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছেন আপিল বিভাগ। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এছাড়া ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজের আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলও শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।
আদালতে ইশরাকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ হোসেন।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: ব এনপ ইশর ক হ স ন
এছাড়াও পড়ুন:
মেহেরপুরে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
মেহেরপুর সদর উপজেলার আলোচিত জামাল হোসেন হত্যা মামলায় বাচ্চু মিয়াকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাচ্চু মিয়া সদর উপজেলার শোলমারী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর একটি লিচু বাগান থেকে জামাল হোসেনের (৫৪) লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই আলমগীর হোসেন মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে বাচ্চু মিয়াকে একমাত্র আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ বাচ্চু মিয়াকে মৃত্যুদণ্ড দেন।
আরো পড়ুন:
গজারিয়ায় প্রতিপক্ষের গুলিতে ‘শুটার’ মান্নান নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কা, চালক নিহত
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ এস এম সাইদুর রাজ্জাক বলেন, ‘‘আদালতের এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট।’’
আসামিপক্ষের আইনজীবী এহসান উদ্দিন মনা বলেন, ‘‘আমরা রায়ে সন্তুষ্ট নই। উচ্চ আদালতে আপিল করব।’’
ঢাকা/ফারুক/রাজীব