সিঙ্গাপুর ম্যাচের স্কোয়াড ঘোষণা, হামজা-শমিতের সঙ্গে আরও যারা থাকছেন
Published: 28th, May 2025 GMT
সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে কেন্দ্র করে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৮ মে) বিকেলে দলের তালিকা প্রকাশ করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।
১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে ৪ জুন একই মাঠে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।
সামনের দুটি ম্যাচ ঘিরে দলে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী, শমিত সোম ও ইতোমধ্যে দেশে এসে যোগ দেওয়া ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে ঢাকায় এসে বুধবার সকালে পৌঁছেছেন ১৮ বছর বয়সী উইঙ্গার ফাহমিদুল। যদিও ৪ জুনের প্রস্তুতি ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা খুবই কম। হামজার দেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২ বা ৩ জুন এবং শমিত আসবেন ৪ জুন।
ক্যাম্পের প্রথম দিন থেকেই অংশ নিচ্ছেন ফাহমিদুল। সিঙ্গাপুর ম্যাচে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণের আশা করছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন, মেহেদি হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ।
মিডফিল্ডার: মো.
ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।
আসন্ন দুটি ম্যাচ ঘিরে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আগামী ৩০ মে। প্রস্তুতি ম্যাচ ও বাছাইপর্বের মূল ম্যাচে পারফর্ম করেই মূল একাদশে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।
উৎস: Samakal
কীওয়ার্ড: প রস ত ত
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।
অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।
ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।
কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।
অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।
পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।