সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচকে কেন্দ্র করে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বুধবার (২৮ মে) বিকেলে দলের তালিকা প্রকাশ করেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এই ম্যাচ। তার আগে ৪ জুন একই মাঠে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

সামনের দুটি ম্যাচ ঘিরে দলে যুক্ত হয়েছেন তিন প্রবাসী ফুটবলার। হামজা চৌধুরী, শমিত সোম ও ইতোমধ্যে দেশে এসে যোগ দেওয়া ফাহমিদুল ইসলাম। ইতালির রোম থেকে ঢাকায় এসে বুধবার সকালে পৌঁছেছেন ১৮ বছর বয়সী উইঙ্গার ফাহমিদুল। যদিও ৪ জুনের প্রস্তুতি ম্যাচে হামজা ও শমিতের খেলার সম্ভাবনা খুবই কম। হামজার দেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২ বা ৩ জুন এবং শমিত আসবেন ৪ জুন।

ক্যাম্পের প্রথম দিন থেকেই অংশ নিচ্ছেন ফাহমিদুল। সিঙ্গাপুর ম্যাচে তাদের পূর্ণাঙ্গ অংশগ্রহণের আশা করছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মার্মা, মোহাম্মদ সুজন হোসাইন, মেহেদি হাসান শ্রাবণ।

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ।

মিডফিল্ডার: মো.

হৃদয়, সাইয়্যেদ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মুজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, সমিত সোম।

ফরোয়ার্ড: ফাহমিদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসাইন, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।

আসন্ন দুটি ম্যাচ ঘিরে জাতীয় দলের প্রস্তুতি শুরু হবে আগামী ৩০ মে। প্রস্তুতি ম্যাচ ও বাছাইপর্বের মূল ম্যাচে পারফর্ম করেই মূল একাদশে জায়গা করে নেওয়ার লক্ষ্য থাকবে প্রত্যেকের।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ত ত

এছাড়াও পড়ুন:

নৃশংস ও নিন্দনীয়

চট্টগ্রামে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে যেইভাবে হামলার ঘটনা ঘটিয়াছে, আমরা উহার নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মনে করি, সাংবিধানিকভাবে যে কোনো নাগরিকের সমবেত হইবার ও মতপ্রকাশের অধিকার রহিয়াছে এবং কাহারও উপর শারীরিক হামলা স্পষ্টতই ফৌজদারি অপরাধ। বিশেষত নারীর উপর হামলা আরও গুরুতর; বাংলাদেশ কিংবা বৈশ্বিক সংস্কৃতিতেই এইরূপ হামলা কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হইতে পারে না। শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণকারী একজন নারীকে যেভাবে পদাঘাত করা হইয়াছে, উহা অভিযুক্ত ব্যক্তির অন্তর্গত পৈশাচিকতাই স্পষ্ট করিয়াছে। 

বস্তুত এই ঘটনার সূচনা হইয়াছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তিকে কেন্দ্র করিয়া। মঙ্গলবার দেশের সর্বোচ্চ আদালত পূর্বেকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাতিল করিয়া তাঁহাকে খালাস দিবার পরই দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে বামপন্থি ছাত্র সংগঠনগুলি প্রতিবাদ জানাইয়াছিল। চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এহেন প্রতিবাদ সমাবেশে হামলার ঘটনা ঘটিয়াছে। বস্তুত বামপন্থি ছাত্র সংগঠনগুলির মোর্চা গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদেই চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মুখে বুধবার সমাবেশ আহ্বান করা হইয়াছিল। সেই সমাবেশেও এক দল যুবকের হামলা শান্তিকামী নাগরিকগণকে বিক্ষুব্ধ না করিয়া পারে না। 

মন্দের ভালো, চট্টগ্রামে গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে হামলার ঘটনায় ইতোমধ্যে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করিয়াছে। প্রশ্ন হইল, হামলার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় ছিল? এমনকি চব্বিশের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরও মাজারসহ বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটিয়াছে। সেই সকল হামলার অঘটন দেশব্যাপী সমালোচনার জন্ম দিলেও সরকার সেইগুলি প্রতিরোধ করিতে পারে নাই। আমরা দেখিয়াছি, বিগত আওয়ামী লীগের সময়েও বিরোধী গোষ্ঠীর কর্মসূচিতে হামলার ঘটনা ঘটিত। এখনও এহেন ঘটনা অব্যাহত থাকিবার বিষয় অগ্রহণযোগ্য। 
চট্টগ্রামে হামলার জন্য গণতান্ত্রিক ছাত্র জোট ছাত্রশিবিরকে দায়ী করিলেও বিবৃতি দিয়া ছাত্র সংগঠনটি তাহাদের সম্পৃক্ততা অস্বীকার করিয়াছে। আমরা মনে করি, কেবল বিবৃতি দিয়া দায়িত্ব সম্পাদনের সুযোগ সামান্যই। বিশেষত যখন দলটি স্বীকার করিয়াছে, হামলাকারী একদা ছাত্রশিবিরের রাজনীতির সহিত সংশ্লিষ্ট ছিল। বিবৃতিতে যথায় দলটি উল্লেখ করিয়াছে, নারীর প্রতি সহিংসতা তাহাদের আদর্শ ও নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি, তথায় তাহাদের সাবেক কর্মী কীভাবে এহেন হামলার দুঃসাহস দেখাইয়াছে! আমরা চাহি, হামলার পুরো ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করিয়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হউক। 
দুঃখজনক হইলেও সত্য, জুলাই-আগস্টের আন্দোলনে দেশের ছাত্র সংগঠনগুলির মধ্যকার যেই ঐক্য আমরা প্রত্যক্ষ করিয়াছি, অভ্যুত্থানের পর হইতেই সেই ঐক্যে বৃহৎ ফাটল ধরিয়াছে। বর্তমানে শিক্ষাঙ্গনে ছাত্র সংগঠনগুলির মধ্যে সংহতি নাই বলিলেই চলে। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি ও বিদ্বেষপূর্ণ স্লোগান বিনিময় করিতেছে। শান্তিপূর্ণ সমাবেশে হামলা এবং নারীর প্রতি নৃশংসতা যাহারা চালাইতেছে, এই অনৈক্যের দায় তাহাদের অধিক। 

বুধবার সমকালে প্রকাশিত এই সম্পাদকীয় স্তম্ভেই আমরা উল্লেখ করিয়াছি, জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম মুক্তি পাইয়াছেন বটে, কিন্তু একাত্তরে যাহাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হইয়াছিল, তাহাদের ন্যায়বিচারের কী হইবে? উপরন্তু ঐ রায়ের প্রতিবাদে সমাবেশে হামলা ক্ষোভ বৃদ্ধি বৈ হ্রাস করিবে না। যেই কোনো পরিস্থিতিতেই বিপরীত মতাদর্শের উপর হামলা, নিপীড়ন এমনকি তাহাদের নিশ্চিহ্নকরণের মানসিকতা অত্যন্ত ভয়াবহ। চট্টগ্রামে হামলার ঘটনা তাহারই ইঙ্গিত দিতেছে। আমরা প্রত্যাশা করি, শিক্ষাঙ্গনগুলিতে সহাবস্থান নিশ্চিত করা হইবে; ছাত্র সংগঠনগুলির মধ্যে সেই সহনশীলতা থাকিতে হইবে, যাহাতে প্রত্যেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করিতে পারে। তৎসহিত যেই কোনো হামলা বন্ধে প্রশাসনকেও আগাম তৎপর হইতে হইবে।

সম্পর্কিত নিবন্ধ