প্রাথমিক শিক্ষকদের আন্দোলন নিয়ে বসছেন গণশিক্ষা উপদেষ্টা
Published: 29th, May 2025 GMT
তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি পালনরত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
বৃহস্পতিবার (২৯ মে) এ বৈঠক হবে। তবে এ বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান এখনো চূড়ান্তভাবে জানানো হয়নি।
আন্দোলনরত ছয়টি সংগঠনের মোর্চার আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি শামছুদ্দীন মাসুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষকদের পূর্ণ দিবস কর্মবিরতির তৃতীয় দিন ছিল গতকাল বুধবার (২৮ মে)। অধিকাংশ বিদ্যালয়ের শিক্ষকরা ক্লাসে না যাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে এলেও লেখাপড়ার পরিবর্তে খেলাধুলায় মেতে ছিল। এই অচলাবস্থা নিরসনে উপদেষ্টা শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন। তবে শিক্ষকরা দ্রুত শ্রেণিকক্ষে ফিরতে আগ্রহী হলেও, তাদের তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন।
এদিকে, শিক্ষকরা অভিযোগ করেছেন, মন্ত্রণালয় ও অধিদপ্তরের ডিজির নির্দেশের কথা বলে অনেক উপজেলায় শিক্ষা কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষকদের তালিকা চাইছেন এবং শোকজ করছেন।
এর আগে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা গত ৫ মে থেকে ১৫ মে পর্যন্ত ১ ঘণ্টা, ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত ২ ঘণ্টা এবং ২১ মে থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। ২৬ মে থেকে তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো౼ ১.
এছাড়া, শিক্ষকরা বর্তমান নিয়ম অনুযায়ী শুক্র ও শনিবার বিদ্যালয় বন্ধ রাখা এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দাবিও জানিয়েছেন।
ঢাকা/হাসান/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর শ ক ষকদ র শ ক ষকর কর ছ ন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট