ইউরোপীয় মঞ্চ রাঙিয়ে দারুণভাবে মৌসুম শেষ করল দুই ইংলিশ ক্লাব চেলসি ও টটেনহাম হটস্পার। বুধবার রাতে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে চেলসি। আর এক সপ্তাহ আগেই ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জিতেছে টটেনহাম।

কনফারেন্স লিগ জিতে নিজেদের নতুন এক উচ্চতায় তুলেছে চেলসি। ইউরোপের পাঁচটি প্রধান ট্রফির প্রতিটিতেই এখন নাম রয়েছে লন্ডনের ক্লাবটির। কনফারেন্স লিগ জয়ের আগে চেলসি দুবার চ্যাম্পিয়নস লিগ (২০১১-১২ ও ২০২০-২১), দুবার ইউরোপা লিগ (২০১২-১৩ ও ২০১৮-১৯), দুবার উয়েফা সুপার কাপ (১৯৯৮ ও ২০২১) ও দুবার কাপ উইনার্স কাপ (১৯৭০-৭১ ও ১৯৯৭-৯৮) জিতেছে। এখন ইউরোপের পাঁচটি বড় ট্রফির প্রতিটিই জেতা প্রথম ও একমাত্র ক্লাব চেলসি। অন্যদিকে টটেনহামের জন্য এবারের ইউরোপা লিগ ২০০৮ সালের পর প্রথম কোনো বড় শিরোপা।

এক মৌসুমে দুইটি ইংলিশ ক্লাবের ইউরোপীয় ট্রফি জয় খুব বিরল কিছু নয়। দুই বছর আগেই ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হাম ইউরোপে চ্যাম্পিয়ন হয়েছিল, ২০১৯ সালেও লিভারপুল ও চেলসি একই কীর্তি গড়েছিল।

এবার ইংল্যান্ডের পাঁচটি ক্লাব পাঁচটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউর প

এছাড়াও পড়ুন:

চাঁদার দাবিতে পিটিয়ে হত্যা, দুই ভাইয়ের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাপ্পু (৪০) ও তার ভাই শুক্কুর (৩৭)। তারা উভয় সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে।

আরো পড়ুন:

ম্যাস র‍্যাপিড ট্রানজিটের ভূমি অধিগ্রহণে জালিয়াতি, মামলার অনুমোদন

ফেনীতে ছাত্র হত্যা: শেখ হাসিনাসহ ২২১ জনের বিরুদ্ধে চার্জশিট

কোর্ট পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ‘‘সৌদি প্রবাসী জাকির হোসেনের নির্মাণাধীন ভবনের কাজের তদারকি করতেন সিরাজুল ইসলাম। সে সময় শুক্কুর ও তার ভাই পাপ্পুসহ কয়েকজন সিরাজুলের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ২০১৫ সালের ২৩ জুলাই তাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেছেন।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত নিবন্ধ