ইউরোপীয় মঞ্চ রাঙিয়ে দারুণভাবে মৌসুম শেষ করল দুই ইংলিশ ক্লাব চেলসি ও টটেনহাম হটস্পার। বুধবার রাতে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রিয়াল বেতিসকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে চেলসি। আর এক সপ্তাহ আগেই ইউরোপা লিগের ফাইনালে শিরোপা জিতেছে টটেনহাম।

কনফারেন্স লিগ জিতে নিজেদের নতুন এক উচ্চতায় তুলেছে চেলসি। ইউরোপের পাঁচটি প্রধান ট্রফির প্রতিটিতেই এখন নাম রয়েছে লন্ডনের ক্লাবটির। কনফারেন্স লিগ জয়ের আগে চেলসি দুবার চ্যাম্পিয়নস লিগ (২০১১-১২ ও ২০২০-২১), দুবার ইউরোপা লিগ (২০১২-১৩ ও ২০১৮-১৯), দুবার উয়েফা সুপার কাপ (১৯৯৮ ও ২০২১) ও দুবার কাপ উইনার্স কাপ (১৯৭০-৭১ ও ১৯৯৭-৯৮) জিতেছে। এখন ইউরোপের পাঁচটি বড় ট্রফির প্রতিটিই জেতা প্রথম ও একমাত্র ক্লাব চেলসি। অন্যদিকে টটেনহামের জন্য এবারের ইউরোপা লিগ ২০০৮ সালের পর প্রথম কোনো বড় শিরোপা।

এক মৌসুমে দুইটি ইংলিশ ক্লাবের ইউরোপীয় ট্রফি জয় খুব বিরল কিছু নয়। দুই বছর আগেই ম্যানচেস্টার সিটি ও ওয়েস্ট হাম ইউরোপে চ্যাম্পিয়ন হয়েছিল, ২০১৯ সালেও লিভারপুল ও চেলসি একই কীর্তি গড়েছিল।

এবার ইংল্যান্ডের পাঁচটি ক্লাব পাঁচটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউর প

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ