মাদকের কালো ছায়ায় অন্ধকার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ড । এখানে  প্রায় অর্ধ্বশত মাদকের স্পট রয়েছে। এ সব স্পটকে ঘিরে ছোট-বড় শতাধিক মাদক ব্যবসায়ী রয়েছে।

এখানে সহজেই মিলছে মরণ নেশা গাঁজা, হেরোইন, ইয়াবা, ফেনসিডিল, আইসপিল, টিডিজেসিক ও লুপিজেসিক ইঞ্জেকশনসহ নানা ধরনের মাদকদ্রব্য। সচেতন মহল বলছে পর্যাপ্ত নজরদারি ও তদারকির অভাবেই তারাবো পৌরসভার ৮ নং ওয়ার্ডটি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের ‘অভয়ারণ্য’।  

বিভিন্ন সমীক্ষালব্ধ তথ্য থেকে জানা যায়, ওই এলাকার মাদক নিয়ন্ত্রন করছে একাধিক সিন্ডিকেট। এদের মধ্যে রাসেল, শ্রাবন ও রুবেল সিন্ডিকেটই মূলত ওই এলাকার অধিকাংশ মাদক স্পট নিয়ন্ত্রন করছে। এদের মাধ্যমে এখানে প্রতিদিন দেড় থেকে দু’লাখ টাকার মাদক বিক্রি হয়ে থাকে। 

মাদকের বিষাক্ত ছোবলে হাজার হাজার তরুণের জীবন বিপন্ন। মাদকের টাকা জোগাড় করতে তারা চুরি, ডাকাতি, ছিনতাই ও খুনসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছেন। মাঝে মাঝে মাদক ব্যবসার সঙ্গে জড়িত চুনোপুঁটিরা ধরা পড়লেও রাঘব-বোয়ালরা রয়েছে ধরাছোঁয়ার বাইরেই।

অনুসন্ধানে জানা গেছে, রাসেল সিন্ডিকেটর প্রধান রাসেলের নিয়ন্ত্রনে নির্বিঘ্নে ৮নং ওয়ার্ডে মাদক স্পট চলছে। এদের মধ্যে তারই আপন ভায়রা তারাবো গ্রামের ইয়াসিনের ছেলে আবদুল্লাহ ও দক্ষিণপাড়ায় রাসেলের আপন বড় ভাই জুয়েল তারাবো ৮ নং ওয়াডে মাদক সাপ্লাই করে থাকে। 

তারাবো বাজারে সিএমবির ভিতরে মাদক স্পট চালায় কামাল উদ্দিনের ছেলে জাহেদ আলি, ওয়াকিলের ছেলে ফারুক, মৃত রসিদের ছেলে এরশাদ।  তারাবো অপূর্ব ডাইং সামনে রহিম বাদশা পিতা মৃত শুকুর আলী বিপুল পিতা রহম আলী বাদল ওরফে তোতলা বাদল। 

তারাবো সিএমবি বালুর মাঠ নদীর পাড় আকবরের বালুর গদির সামনে মাদক স্পট চালায় মতিন সাউথের ছেলে চান্দু, আব্দুর রহমানের ছেলে আবুল, মোশারফের ছেলে শাহিন। 

তারাবো বউ বাজারের সামনে স্পট চালায় মৃত লাল মিয়ায় ছেলে রিপন। তারাবো গাবর পাড়ায় স্পট চালায় আনোয়ারের ছেলে নাঈম, বারেকের ছেলে আলামিন ওরফে চাপাটি আলামিন, ফজর আলির রাজু।  

নিসান জুট মিলের সামনে স্পট চালায় জাকিরর ছেলে মেহেদি ও ওগাতের ছেলে রবিন। তারাবো সোলতান বাগ নদির পাড়ে স্পট চালায় আলমগীরের বাপি, শামসুলের ছেলে মোবারক ও সেরাজুল। তারাবো নয়া বাড়িতে স্পট চালায় শাহজাহান উদ্দিনের ছেলে মালেক, মৃত মঞ্জুর ছেলে জসিম পাগলা ও হৃদয়ের ছেলে নিরব। 

তারাবো রিতার বিটায় স্পট চালায় দিলুর ছেলে রানা ও জসিম পাগলার ছেলে জাহিদ।  তারাবো হাটি পাড়ায় স্পট চালায় তোফাজ্জলের ছেলে নুরু ও নুর ইসলামের ছেলে উজ্জল। তারাবো হাটি পাড়ায় স্পট চালায় রতন সরকারের ছেলে দিগন্ত বাবু, ইন্নাত আলীর ছেলে আরিফ।

রাসেল সিন্ডিকেটের প্রত্যেকটি স্পট দেখভাল করে রুবেল ভুইয়া। এছাড়াও রাসেলের আপন বড় ভাই সুলতান বাগ নয়াবাড়ি স্পটটি কন্ট্রোল করে। রাসেলের আপন বিয়াই আনোয়ার এসব স্পটের ইয়াবা ফেনসিডিল গাজা মদ বিয়ার সাপ্লাই করে।

তারাবো দক্ষিণপাড়া থেকে আব্দুলার বাড়িতে রাসেলের বড় ভাই জুয়েল প্রতিদির সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত বিভিন্ন মাদকদ্রব্য ডেলিভারি দেয়। এছাড়া তারাবো হাটিপাড়া হিন্দু পাড়ার প্রত্যেকদিন জুয়ার স্পট বসায়।  এই স্পট থেকে প্রতিদিন ২০ হাজার টাকা বখড়া পায় রুবেল রাসেল শ্রাবণ।

আরও একটি জুয়ার স্পট বসায় তারাবো সি এম বি নদীর পাড় আকবরের বালুর গদির সামনে। সেখান থেকেও প্রতিদিন ১৫ হাজার টাকা বখড়া পায় রাসেল, রুবেল ও শ্রাবণ। 

স্থানীয়দের দাবি যদি ৮ নং ওয়ার্ডের এসব মাদক স্পট বন্ধ না করা হলে এ এলাকা বসবাসের অয়োগ্য হয়ে পড়বে। মাদক সেবী আর মাদক ব্যবসায়ীদের বিচরণে সাধারণ  মানুষ প্রতিটা মুহুর্তে আতংকে থাকছে। দ্রুত এদের প্রতিহত করতে হবে।

বিশেষ করে অপ্রতিরোধ্য রাসেলকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে তারা সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।  

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলে। রূপগঞ্জের অনেক এলাকা দুর্গম। এ সব এলাকায় যেতে অনেক সময় লাগে।

এ সুযোগে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে মাদকের সাথে কোনো আপষ নেই। এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। 
 

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ মাদক ব্যবসায়ীদের অভয়ারণ্য তারাবো ৮ নং ওয়ার্ড ২ রিমান্ড শেষে কারাগারে আইভী ৩ আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় না’গঞ্জ কলেজ শিক্ষার্থীদের সাফল্য ৪ ভোক্তা আইন ২০০৯ অবহিতকরণ ও বাজার পরিস্থিতি নিয়ে ক্যাবের সেমিনার ৫ সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক ৬ জলবায়ু সহনশীল’ নারায়ণগঞ্জ গড়ার পরিকল্পনা ৭ জামায়াত নেতা আজাহারুল ইসলামের মুক্তি, এতিমদের মাঝে খাবার বিতরণ ৮ পবিত্র জিলহজের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ৭ জুন ৯ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১ নং ওয়ার্ড বিএনপির সভা  ১০ বন্দরে লোহা চুরি করে বিক্রি সময় ২ যুবক আটক ১১ বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪ ১২ নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন   ১৩ তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিব’র যোগদান  ১৪ বন্দরে মাটি কেটার অভিযোগে ২ জনকে  ৩ লাখ জরিমানা ১৫ বন্দরে ঋণের বোঝা সইতে না পেরে কিডনি বিক্রির ঘোষনা নারীর  ১৬ বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরন, মুক্তিপন দাবি : গ্রেপ্তার ১ ১৭ রিপন-পাপ্পুর নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের শোডাউন ১৮ নারায়ণগঞ্জে বালক-বালিকাদের কাবাডি ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত ১৯ আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার  ২০ সোনারগাঁয়ে শিল্পাচার্য জয়নুল আবেদিনের মৃত্যুবার্ষিকী পালন ২১ রূপগঞ্জের যুবলীগ নেতা নজরুল উত্তরা থেকে গ্রেপ্তার ২২ ফতুল্লায় মাদক মামলার পলাতক আসামি বিএনপি নেতা গ্রেপ্তার ২৩ ফতুল্লায় পশুর হাটের দরপত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে আহত ২০, আটক ৮ ২৪ রূপগঞ্জে কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্বোধন ১ নারায়ণগঞ্জ ক্লাবে হামলা ও লুটপাটের ঘটনায় মামলা, আসামি ১৯৬ (তালিকা) ২ আইভী গ্রেপ্তার ইস্যু: ২৫২ জনের বিরুদ্ধে মামলা (তালিকা) ৩ ফতুল্লায় ২ ডাইং কারখানাসহ ৫ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ৪ বন্দরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে সিএনজি চালক উধাও  ৫ বন্দরে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু ৬ বন্দরে বাইক এক্সিডেন্টে কলেজ ছাত্রী নিহত, আহত ১   ৭ চর সৈয়দপুরে অয়ন ওসমানের ক্যাডার কাসেম বাহিনীর হোন্ডা মোহরা, আতংক ৮ সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে কিশোর হত্যা, গ্রেপ্তার ৫ ৯ সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা (তালিকা) ১০ আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলাকারীদের প্রতিহত করল যুবদল সকল খবর

আরো পড়ুন  

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

জামায়াত নেতা আজাহারুল ইসলামের মুক্তি, এতিমদের মাঝে খাবার বিতরণ

বন্দরে লোহা চুরি করে বিক্রি সময় ২ যুবক আটক

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার ৪

তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিব’র যোগদান 

বন্দরে মাটি কেটার অভিযোগে ২ জনকে  ৩ লাখ জরিমানা

বন্দরে ঋণের বোঝা সইতে না পেরে কিডনি বিক্রির ঘোষনা নারীর 

বন্দরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরন, মুক্তিপন দাবি : গ্রেপ্তার ১

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.

কম

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ র পগঞ জ র স মন

এছাড়াও পড়ুন:

না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

‎শুক্রবার ( ৩১ অক্টোবর ) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ ডাক্তার কর্তৃক রোগীদের ফ্রী স্বাস্থ্য সেবা দেয়া ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।

‎এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ,ওয়াদুদ ভূইয়া সাগর, মোঃ আরমান হোসেন, সাইফুল ইসলাম আপন, আশিকুর রহমান অনি, বাদশা খান, শাহীন শরীফ, ফয়েজ উল্লাহ সজল, ফয়সাল আহমেদ, আরিফ খান, হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।

‎সার্বিক তত্ত্বাবধানে ১৩নং ওয়ার্ড মোস্তাফিজুর রহমান, ইসহাক মোহাম্মদ তন্ময়, জুনায়েদ আহমেদ শামীম, আমিনুল ইসলাম রকি, আব্দুল্লাহ রোমান।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ পরিবেশ আন্দোলন না’গঞ্জ জেলা আঞ্চলিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
  • নির্বাচন আসলেই ধর্মকে ব্যবহারের চেষ্টা দেখা যায় : সালাহউদ্দিন আহমেদ
  • ফতুল্লায় গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিল, আটক ৫
  • নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে সিদ্ধিরগঞ্জে মহিলাদলের উঠান বৈঠক
  • সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে বন্দর পেশাদার সাংবাদিক ফোরামের শোক
  • আজাদের নির্দেশে বিশনন্দী ইউনিয়নে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ
  • সুজন নারায়ণগঞ্জ জেলা কার্যকরী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত 
  • আড়াইহাজারে তিন হাজার নারী-পুরুষ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ
  • ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে শহরে শোডাউন করবে মহানগর বিএনপি
  • না’গঞ্জ সদর থানা যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ