ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ম্যাচটি মাঠে গড়াবে আজ রাতে। চ্যাম্পিয়নস লিগ ফাইনালের এই ম্যাচে মুখোমুখি হবে ইন্টার মিলান ও পিএসজি। ম্যাচ শুরুর আগে জেনে নেওয়া যাক ফাইনাল কোথায়, কখন আর কী কী আয়োজন থাকছে সেই দ্বৈরথকে ঘিরে…কবে, কোথায়, কখন

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় জার্মানির মিউনিখ শহরের আলিয়াঞ্জ অ্যারেনায় ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফরাসি ক্লাব পিএসজি।

ফাইনালে দুই দলের ইতিহাস

দুই লেগের মহাকাব্যিক এক সেমিফাইনাল শেষে বার্সেলোনাকে ৭-৬ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার। সিরি ‘আ’ ক্লাবটি এ নিয়ে সপ্তমবার উঠল ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতার ফাইনালে। প্রথম ছয়বার ফাইনালে উঠে তিনবার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ইতালিয়ান শহর মিলানের এই ক্লাবটি সর্বশেষ ট্রফি জিতেছিল ২০০৯-১০ মৌসুমে।

অন্যদিকে পিএসজি ফাইনালে উঠেছে ফেবারিট আর্সেনালকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে। এ নিয়ে দ্বিতীয়বার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলতে যাচ্ছে প্যারিসের দলটি। ২০২০ সালে প্রথমবার ফাইনালে উঠে জার্মানির বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় পিএসজি।

ফাইনালের ভেন্যুর যত কথা

জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখের হোম ভেন্যু আলিয়াঞ্জ অ্যারেনা দ্বিতীয়বার আয়োজন করতে যাচ্ছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ২০১২ সালে এই মাঠে হওয়া প্রথম ফাইনালে বায়ার্নকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংলিশ ক্লাব চেলসি।
মিউনিখে অবশ্য আরও দুবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছে।

১৯৯৩ ও ১৯৯৭ সালে সেই দুই ফাইনালের ভেন্যু ছিল অলিম্পিক স্টেডিয়াম। বায়ার্নের সাবেক ‘হোমে’ ১৯৯৩ সালে ইতালির এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্সের মার্শেই। ১৯৯৭ সালে ইতালির জুভেন্টাসকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড।

কোথায়, কীভাবে দেখবেন

বাংলাদেশ থেকে খেলা দেখা যাবে সনি স্পোর্টস টেন ১ চ্যানেলে। এ ছাড়া সাবস্ক্রাইব করে সনি লাইভ অ্যাপ বা ওয়েবসাইটেও দেখা যাবে ফাইনাল। তবে স্পোর্টসজেডএক্স অ্যাপ ডাউনলোড করেও দেখা যাবে ফাইনাল ম্যাচটি।

চ্যাম্পিয়ন দল কী পাবে

৭৩.

৫ সেন্টিমিটার উচ্চতার ও সাড়ে ৭ কেজি ওজনের ট্রফি তুলে দেওয়া হবে চ্যাম্পিয়নদের হাতে। এ ছাড়া চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি ৫০ লাখ ইউরো বা ৩৪৪ কোটি ৬৫ লাখ টাকার অর্থ পুরস্কার। বিপরীতে রানার্সআপ দল পাবে ১ কোটি ৮৫ লাখ ইউরো বা ২৫৫ কোটি টাকার অর্থ পুরস্কার।

রেফারির দায়িত্ব পালন করবেন কে

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনার গুরুদায়িত্ব থাকবে রোমানিয়ার ৪০ বছর বয়সী রেফারি ইস্তভান কোভাচের কাঁধে।

ফাইনালে ফুটবল ছাড়া আর কী থাকছে

‘ইন দ্য এন্ড’খ্যাত জনপ্রিয় রক ব্যান্ড লিনকিন পার্ক ফাইনালের আগে মঞ্চ মাতাবে। কিক অব শোর দায়িত্বে আছে পেপসি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: চ য ম প য়নস ল গ র ফ ইন ল ফ ইন ল র ম উন খ প এসজ

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গুলিতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন পুলিশ সদস্য।

অঙ্গরাজ্যটির পুলিশ কমিশনার ক্রিস্টোফার প্যারিস বুধবার সংবাদমাধ্যমকে হতাহতের এ তথ্য জানান।

ক্রিস্টোফার প্যারিসের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরের এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আহত দুই পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো ফিলাডেলফিয়া থেকে প্রায় ১৮৫ কিলোমিটার বা প্রায় ১১৫ মাইল পশ্চিমে নর্থ কোডোরাস টাউনশিপে ঘটনাস্থলে গেছেন।

কে বা কারা এ গুলিবর্ষণের পেছনে জড়িত, সে সম্পর্কে প্রাথমিকভাবে পুলিশ কোনো তথ্য দেয়নি।

অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি পুলিশের বিরুদ্ধে সহিংসতাকে ‘আমাদের সমাজের জন্য একটি অভিশাপ’ বলে অভিহিত করেছেন।

পামেলা বন্ডি আরও বলেন, স্থানীয় কর্মকর্তাদের সহায়তার জন্য ফেডারেল এজেন্টরা ঘটনাস্থলে গিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ